-
4 APR 2020 AT 18:59
মোহের আবরণ যখন খুব শীঘ্রই খসে
তখন মায়ার বাঁধন যায় না করা ছিন্ন তোমার খেয়াল বশে।
মোহ তো ক্ষণিকের, সহজেই পারে হতে ম্লান
কিন্তু মায়ার সম্পর্ক চিরস্থায়ী, যায় থেকে অজস্র পিছুটান ।
-
27 JUN 2018 AT 12:12
আসলে তো আমরা সবাই একা
সঙ্গী কেবল ছায়া,
সেও অস্তিত্ব হারায় অন্ধকারে
জীবনটাই যে মায়া...-
14 MAY 2020 AT 10:25
বাহারিপাতার দল জড়িয়েছে মায়ায়,
পর্ণমোচীরা বাঁচে তাই বসন্তের ছায়ায়।-
2 NOV 2019 AT 18:48
সৌন্দর্যবোধে আজ ছেঁয়েছে শোকাহত ছায়া,
স্বার্থপরতার ভবে অনুভাবিত বাঁধনহীন মায়া।-