Sayan Chakrabarty   (: Sayan ✍)
429 Followers · 292 Following

Joined 29 May 2018


Joined 29 May 2018
1 MAY 2024 AT 14:21

কবিতার রং, ফ্যাকাশে যখন
পরিশেষের চলে খোঁজ।
অনুভূতি পোড়ে, রোদেলা দুপুরে
পরমায়ু চায় রোজ ।
মোমরঙা মেঘ, ঠুনকো আবেগ,
সে তো অক্ষর গিলে খায়।
তবুও! শব্দের তীরে, আবেগের ভীড়ে
জানি এভাবেই ফেরা যায়।

-


1 MAY 2024 AT 13:44

ভাবছে নাবিক, মন খারাপে
বৃষ্টি ভেজে শহরতলি
গোধূলি আতর,স্পর্শকাতর,
ঠিকই জানে মিথ্যা বলি
একান্ত হোক, জোৎস্না রাত,
বইছে সময় বিপথগামী
কবিতা! নাহয় থাক নির্বাক,
আমায় নিয়ে আমিই ভাবি।

-


25 SEP 2020 AT 17:03

অভিমানের ধারাপাত চৌকাঠ জুড়ে
তবু গোলাপি আলাপে, মোমরঙা কিছু ইচ্ছে
স্মৃতির উঠোন জুড়ে ঝাপসা স্নান
এঁটো পাতার ওপর তবু, আবেগ সারা দিচ্ছে

-


30 AUG 2018 AT 17:21

মনের ঘরে স্মৃতির কবর,
বুকপকেট অনুভূতিতে ঠাসা।
সময় ঘড়ি থমকে গেছে,
ঠুনকো তবু ভালোবাসা।

-


31 JUL 2018 AT 17:57

ব‍্যস্ত আমি,ব‍্যস্ত তুমি,
ব্যস্ত এই শহর||
যন্ত্রচালিত মানুষ, আর,
বিষাক্ততার বহর||
ব‍্যস্ত আমরা,ব‍্যস্ত সবাই,
যেন ব‍্যস্ততার অভিনয়||
আমিত্বকে আড়াল করা,
তার কিঞ্চিত পরিচয়||

-


29 JUL 2018 AT 0:14

প্রখর রোদে ভেজা স্মৃতি,
আশ্রয় খোঁজে মনে||
নিরব রাতের সাক্ষীরাও,
নিশ্চুপ এক কোনে||
আবেগী সব মুহূর্তেরা,
মেশে শিশিরভেজা প্রাতে||
বেদনা যত থমকে দাঁড়ায়,
বৃষ্টিমাখার স্বাদে||
গাঢ় মেঘ হাতছানি দেয়,
ভালোবাসার ছলে||
দমকা হাওয়ায়, অভিমানী মন,
নিষ্ঠুর হয়ে জ্বলে||

-


14 JUN 2018 AT 12:23

অর্থের অপরিহার্যতায় অন্নের অভাব,
অন্তরাত্মার অচেতনে অস্ফুট অভিশাপ||
অতীতের অজ্ঞতায় অস্পৃশ্যতার অন্ধকার,
অনাহারের অপরাধেও অত্যাচারের অস্বীকার||

-


1 JUN 2020 AT 19:28

মনকেমনের সাতকাহন,
সালতামামি জুড়ে
ঝরাপাতার সঙ্গোপন,
মন্দবাসার সুরে
আকাশকুসুম অন্তমিল,
অলস রাতের পাশে
প্রেমটানে চড়ছে পারদ,
রঙিন স্বপ্ন ক্যানভাসে।

-


16 APR 2019 AT 19:11

অস্তিত্ব আজ অগোছালো,
তবুও অভিমান যেন পাহাড় ছুঁলো।
খামখেয়াল আজ মুখোশ খোঁজে,
কেবল নিঃসঙ্গতা আমায় বোঝে।

-


30 MAR 2019 AT 11:49

মেঘমদির এই ছোট্ট হৃদয় তাতেই তাহার বাস।।

-


Fetching Sayan Chakrabarty Quotes