Nikita Das   (চারু চন্দ্রিমা)
706 Followers · 18 Following

read more
Joined 5 June 2018


read more
Joined 5 June 2018
30 JUL 2022 AT 23:22


আধখোলা দরজার কপাট, তার –
যাওয়ার কথা ছিলো না
তবে ফেরার বারণও ছিলো না!
যা ছিলো শুধু, শেষবারের মতন তার চাহনি।

-


21 JUN 2022 AT 0:40

মৃত্যু কামনা রাখা ছিলো, পরিচিত নামে।
ভাঙা চৌকাঠ পেরিয়ে কিছু কাছের মানুষ শূন্যে রওনা দিলো। ফেরার পথ নেই, তবে যাওয়ার তো পথ আছে!
মৃত্যু দেখার থেকে মৃত্যু উপভোগ বোধহয় অনেক সহজ, তাই হয়তো কঠিনটি তুলে রাখা হয়েছে আমার নামে।— % &

-


12 JUN 2022 AT 16:53

শৈত্যপ্রবাহ বয়ে চলে আর্দ্র বিকেলে,
ফাঁকা ডায়েরি, প্রতিটা শব্দ,
সুরভী ভরা এক শিশি।

ছন্দে টান ধরে,
বেপরোয়া জন্ম ফেলে আসে
এক নরম জঠর।
সূর্যের শেষ আলো, তীব্র রক্তিম,
ধেয়ে নামে শিরদাঁড়া বেয়ে।

ক্ষয়িত তুলি, মেলানকোলিক জন্মের দাগ
এঁকে ফেলে, শরীর জুড়ে।
মৃত্যু ফিরে ফিরে আসে কোমল স্পর্শে।

শিশির ভাঙন,
মৃদুমন্দ বাতাস জানান দেয়!— % &

-


27 MAY 2022 AT 1:39

কিছু চোখ, বুজে যায়, তবু মৃত্যু নামে না।
কিছু মৃত্যু, নেমে আসে, তবু চোখ বুজে যায় না।— % &

-


4 MAY 2022 AT 18:38

আমার কাছে একটা কবিতা আছে।
বোবা শব্দের মতন ধরে রাখা,
আজন্মকাল আমাকে বাঁচিয়ে রাখার –
এক কবিতা আছে।

পশলা বৃষ্টির রাতে, চোখে মহীরুহ আনার মতন,
যখন আমি অক্ষর সাজাতে ব্যস্ত ঘর জুড়ে
আমার কবিতায় তখন আমাদের সংসার সাজে
ঋতুর প্রথম ফুলের ন্যায়!

তুমি কখনো ঋতুর প্রথম ফুল দেখেছো, বিলাপ?
অনাদিকাল সময় খরচ হয়েছে,
কিন্তু তোমার দেখা হয়নি আমাদের সংসার।

আমার কবিতায় আমাদের সংসার আছে। তুমি বেঁধে রেখো।
— % &

-


1 MAY 2022 AT 23:20

অমাবস্যার রাতে প্রেমের বিজ্ঞপ্তি আসে ভুল ঠিকানায়,
একের পর এক দরজায় কড়া নাড়া, আর নিয়তির পালসেশন।
বোবা আবেগ, ঘোলাটে শ্রুতি, অসাড় শিরা ঘিরে ধরে –
আমাকে, আমাদেরকে শহরের চৌমাথার মোড়ে।

সে রাতে ভীষণ ঝড় ওঠে ভিতর ঘরে,
আধখোলা জানালা, ল্যাম্পপোস্টের আলো অতীত খুঁড়ে জানান দেয়,
গোলাপে পোকা লেগেছিলো, সে মাস কয়েক আগে।
আমরা বুঝিনি, বুঝতে দেওয়া হয়নি।

জোয়ার ভাটা খেলে চলে প্রতিনিয়ত,
বাষ্পীভূত হয়ে ওঠে সম্পর্কের রেশ।
একসময় আসে, যেখানে মৃত্যু-নিঃশ্বাস নিজেদের পরিপূরক!
আমরা শেষ হতে থাকি, আমাদের থেকে।— % &

-


7 APR 2022 AT 0:32

আমি রোজ মৃত্যু দেখি।
রক্তমাখা লাশ আমাকে ছুঁয়ে যায় আলোয়,
চেনা শরীরে অচেনা কারণ কাটাছেঁড়া করে, হিম ঘরে –
তারা হাতছানি দেয় উল্কাস্রোতে,
শীতল রক্ত মেরুদণ্ড বেয়ে নীচে বয়ে চলে ক্রমশ।
গতি দ্রুত-দ্রুততর-দ্রুততম,
সময়ের কাঁটা উন্মাদ হয়ে ওঠে নির্জনে।
আপেক্ষিক নিজের মুখ, ঝাপসা প্রতিবিম্ব চোখে পড়ে,
আমি নিজের ফ্যাকাশে চামড়া দেখি,
ডাগর চোখ মৃদু ইশারা করে চৌকাঠে!
আলতা মাখা পা, ছাপ রেখে যায় নীরবে,
নুপুরের শব্দ মুহূর্তে ক্ষীণ।

আমার ডাক আসে, সে বিশ্বাস করে না।
আমি মৃত্যু দেখি, সে মানে না। — % &

-


3 APR 2022 AT 21:18

অজ্ঞাত ঝড়ের বাতাবরণ, সাবধানী বাতাসও যেখানে অসাবধানে,
কিছু বাড়তি দ্বন্দ্ব রেখে, পশলা বৃষ্টি, এই প্রহরের শেষটা গোনে!— % &

-


24 MAR 2022 AT 19:40

রজনীগন্ধা স্নাত,
অবশেষে ফেরা ঘরে।
বারুদ বায়ু
থাকে অগোচরে।— % &

-


22 MAR 2022 AT 22:55

কিশলয়-বার্ধক্য, অস্তমিত সন্ধিক্ষণ,
সময়ের ঘূর্ণন, দিগ্বিদিক,
ছিন্ন-বিচ্ছিন্ন বালুচরে,
নবজন্ম প্রারম্ভিক।

পুরোনো দেহ, ক্ষয় আসন্ন,
সরলরেখা চলমান।
ক্ষয়িষ্ণু আত্মা, ব্যর্থ অযথা
ক্লান্তি – এক দৃঢ় প্রমাণ।
— % &

-


Fetching Nikita Das Quotes