দিনের শেষে তুমিই কবিতা
সন্ধ্যা নামার গান
জীবন রাগের আলাপ মাত্রা
মোর হৃদয়ের মনবিতান ৷-
Poulami Chattopadhyay
(Poulami(bilash))
41 Followers · 10 Following
25 th January,2000
Joined 14 May 2020
17 SEP 2023 AT 14:10
22 JAN 2022 AT 10:03
চিঠি হয়ে পড়ছি তোমায়
মন থেকে চাইছি তোমায়
আঁধার-আলোয় মিশে গিয়ে
তারা হয়ে দেখছি তোমায় ৷-
1 NOV 2020 AT 11:37
তার ভাবনায় নিজেকে ভাবিয়েছো কখনো?
বুঝতে চেষ্টা করেছো কি সেই কবির মনের ছবিটা ?
কল্পনা দিয়ে লেখা কবিতার সেই লাইনগুলো হয়তো তাঁরই জীবনে ঘটে যাওয়া কোন মুহুর্ত |-
24 JUL 2021 AT 10:31
আলোর যেন লাগছে না কিছু ভালো ৷
গাছেরা সবাই নিশ্চুপ দাঁড়িয়ে আছে,
মেঘের এমন কাজল কালো চোখে
অশ্রুধারা বইছে বৃষ্টি রূপে ৷
-
1 JUL 2021 AT 8:44
মনের সাথে মন গাঁথা আছে
খাতার পাতায় গল্প লেখা আছে,
কারণ জীবনে ভালোবাসার ছোঁয়া আছে ৷-
28 JUN 2021 AT 18:54
ফিরে যেও সবরমতীর তীরে
ছায়া সুনিবির স্বপ্ন নীড়ে
ফিরে যেও সেই অতীতের তীরে ৷-