আমার ভাগ্য বড়োই নিষ্ঠুর সব কিছুই কেড়ে নেয়,
বারেবারে ভাগ্য আমায় দুঃখ দেখিয়ে দেয়।।-
নিয়তির খেলা বলে যাকে করো অনাদর ,
নিজ দায়িত্বে পালন করলে হতে পারতো সমাদর ।
ভাগ্য সর্বদা কপালে থাকে না , কখনো তা হাতেও থাকে
যে বোঝে ব্যাপারটা , থাকেন নিয়ন্ত্রণের অহ্লাটে ।-
শুনেছি নাকি , যা মন থেকে চাওয়া হয় তা নাকি একদিন ঠিক পাওয়া যায়।
তবে আমার ভালোবাসার মানুষটার থেকে আজ আমি দূরে কেনো? কেনো আমরা এক হতে পারিনি? তিন থেকে চার বছরের সম্পর্ক এভাবে শেষ হয়ে গেছে।ভালোবাসা তো কম ছিল না । দুজনেই ভালবাসতাম।
শুনেছি নাকি কাওকে মন থেকে ভালোবাসলে পাওয়া যায়। কই সেটাও তো হয়নি। আমি তো পায়নি আমার ভালোবাসার মানুষটিকে।
মেডিক্যাল কলেজে পড়তে চেয়েছিলাম নিষ্ঠার সঙ্গে। কই সেটিও তো হয়নি। চলে গেলাম রিসার্চ লাইনে।
আসলে জীবনে সব কিছু চাইলেই পাওয়া যায় না। ঈশ্বর চাইলে তবেই পাওয়া যায়। তবে হাত গুটিয়ে বসে তো থাকা যায় না চেষ্টা করতে হয় অনবরত। বাকিটা ভাগ্যের সমীকরণ। মিলুক না মিলুক তোমাকে মানতে হবে।-
" ভাগ্য "
হাতের রেখায় কি ভাগ্য
ভাগ্য তো তারও আছে যে হাত চাড়া বাঁচে-
ভাগ্যের লিখন,
"ভাগ্য বলে কিছু নেই, মানুষের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা দিয়ে তা গড়ে ওঠে "-
জীবন নিয়ে অনেক পরিকল্পনার পর যখন আমরা ব্যর্থ হই তখনই আমরা আমাদের জীবনকে ভাগ্যের উপর ছেড়ে দিতে বাধ্য হই। আসলে তখন এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যে ভাগ্যকে অস্বীকার করার কোনো জায়গা থাকে না।।
-
হাতের রেখায় ভাগ্য লেখা, এটা যারা বলে
তারা কি ভুলে যায়,
হাত নেই যার সেও ভাগ্য গড়ে পরিশ্রমের বল এ..-
জীবন নিয়ে
আমরা যতই পরিকল্পনা করিনা কেনো
অবশেষে ভাগ্যে যা আছে
ঘটবে তো সেটাই— % &-
ফুটে ওঠা, ফের ঝরে পড়া
মাঝের সময়টুকুতে রূপ- রস- গন্ধ- বর্ণে হৃদয় মুগ্ধ করা।
এইই ভাগ্যলিখন,তবু কেমন খুশিতে উজ্জ্বল ওদের মুখ!
নিজেকে বিলিয়ে বিলীন হওয়াতেও বুঝি আছে এক ধরনের সুখ......
-