Rahul Starrs :)   (Adhir Mahato ( Rahul ))
923 Followers · 155 Following

read more
Joined 15 April 2020


read more
Joined 15 April 2020
11 MAY AT 9:41

তুমি কখনো স্বার্থপরতা শেখাও নি মা
বারবার বলেছো ভাগ করে নিতে ।
কিন্তু আমারই মাতব্বরিতে কুসঙ্গ ধরে
ফলস্বরূপ শিখে গেছি অহমে বাঁচতে ।
তুমি কখনো তার্কিক শেখাও নি মা
বারবার বলে গেছো সহ্য করতে ।
কিন্তু আমারই মাতব্বরিতে কুসঙ্গ ধরে
ফলস্বরূপ শিখে গেছি সবার সাথে লড়তে ।
তুমি কখনো ঘরকুনো রাখোনি আমাকে
বারবার বলে গেছো সমাজে মিশতে ।
যাদের সাথে আমার হবে না মানান
তবুও তাদের সাথে রেখেছিলে আটকে ।
ফলস্বরূপ আজ মোকে পারো না দেখতে
নাক যায় কাটা নাকি সম্পর্ক টানতে !
সত্যিই কি আমি এত অধম মা গো
আমাকে যায় না ধর্ম পথে আনতে ?
ছায়ার মায়ায় পারোনা আটকাতে
করোনা শোধরানোর চেষ্টা ।
ভূমিকা , ক্রমবর্ধমান হোক না নষ্ট
ভালো হোক খানিক শেষ টা ।

-


3 APR AT 8:19

ঘরের দিকে তাকাবার ইচ্ছে যতটুকু বেঁচে আছে
তারও হচ্ছে ক্ষীণ মৃত্যু পরিস্থিতির চাপে ।
ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মধ্যে যেন আছি
বাক্যনিনাদ অসহ্যকর ভুগছি শান্তির অভাবে ।
কল্লোলে আর শুনতে পাইনা বহিঃস্থের ডাক
আমার মন মস্তিষ্কে চলমান কেবলই মারকাট
কখনো কখনো ইচ্ছে হয় মহাভিনিষ্ক্রমণ করি
কিন্তু চক্রব্যূহ আর লক্ষ্মণরেখায় পুড়েছে ললাট ।
শুশ্রূষা পেলে হয়তো ললাট ফিরে পাবে স্বর্গরাজ্য
ঘরের দিকে বাড়বে মনোযোগ , অশান্তিকেও করে অগ্রাহ্য ।

-


2 APR AT 21:12

প্রেমিকা তোমার অনেক নাম অনেক রূপ
কখনো চঞ্চলা কখনো সরলা কখনো বা মূক
তোমাকে চিরপ্রাপ্ত করা প্রেমিকের লোলুপ ।

-


2 APR AT 20:21

প্রেমিকা তোমায় চিনতে পারিনি তোমার মুখে অপরিচিত ছাপ
আলোময় তবু ছায়াহীন অবিশ্বাস্য হতভম্ব বিচিত্র সংলাপ ।
সব জেনেও মোহগ্রস্ত আমি তোমার প্রেমেই খাচ্ছি ঘোরপাক ।

-


26 MAR AT 19:05

ঘুমের ঘোরে থাকি ঠিকই কিন্তু ঘুম হয় না
হিসাব মেলাতেই ভোর হয়ে যায় ।
চোখ মেলি আর খুলি কাউকে বুঝতে দিই না
কত দুশ্চিন্তা আমার মনে রয়ে যায় ।

-


19 MAR AT 17:49

আগে ভাবতাম সাফল্য হাতের মোয়া- পাওয়া যায় হাত বাড়ালেই ;
বুঝছি এখন সাফল্য আর ডুমুরের ফুলের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই ।

-


17 MAR AT 20:23

সত্যি বলতে যাহারা আজও দেহকেই ভাবে সত্য
কৃষ্ণ-গোড়ার অন্তঃদ্বন্দ্বে তাহারাই দুশ্চিন্তাগ্রস্ত ।
বিজ্ঞানও করিয়াছেন প্রমান তবুও একপক্ষ
বুঝতে পেরেও মানতে নারাজ সেই বিশেষ তত্ত্ব ।
মেলানিন যাহার দেহে যেরূপ সেরূপ তাহার বর্ণ
এই বর্ণ নির্ধারণ করেনা সে সুন্দর কে জঘন্য !
অন্তরের চরিত্র আর বাহ্যিক আচরণ যাহাদের শুদ্ধ
তাহারাই প্রকৃত সুন্দর; সকলের প্রলুব্ধ ।
বাহ্যিক রূপ সে কেবল মায়ারই ফাঁদ
অন্তর ভালো হলে ঈশ্বরের আশীর্বাদ ।
শরীরের যত্নের চাইতে আত্মার যত্ন বেশি প্রয়োজন
তবেই হবে নিশ্চিত স্থায়ী শান্তি অর্জন ।

-


8 MAR AT 19:29

নারী , তুমি অনন্য
কখনো আবার জঘন্য ।
তোমাকে বোঝা শক্ত
এই শীতল - এই উত্তপ্ত ।
তোমার চোখে ধুলো দেওয়া
সবারই দুঃসাধ্য
তোমার এই বিশেষত্বের কারণ
সবারই আরাধ্য ।
নারী তুমি আদরণীয়,পূজ্য
তবে কিছু অবগুনের দরুন ঘৃন্য
কারোর কাছে দেবী সুলভ
তো কারোর কাছে পণ্য ‌।
আজকের নারী তুমি সমালোচনীয়
ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে
নেট দুনিয়ায় হতে চায় ভাইরাল
নির্বস্ত্র হওয়ার যুদ্ধে ।
তবুও যারা আদতে ভারতীয় নারী
ভারতীয় সংস্কৃতির পক্ষে
তাদের প্রতি আমার নমস্কার হাজার
তাদের স্থান আমার বক্ষে ।
নারী তুমি খুব চালাক শৃগালেরও উর্ধ্বে
পুরুষ ফাঁসানোর নিয়ম তোমার অনুকূলে
তাই বলে তো দূর্বল নও জনসম্মুখে চেঁচাও
তবে কেনো অ্যালিমোনি'র মামলায় নিষ্ফাপকেও চড়াও শূলে ?
নারী , তুমি অনন্য - তোমায় চেনা অসাধ্য
"সর্বরূপেণ সংস্থিতা" তাই সর্বদা আরাধ্য ।

-


7 MAR AT 20:42

দিতে পারি অনেককিছুই, বিষয়টা প্রয়োজনের
নতুবা শখের হলে দুদিন পরেই খেলনা
আমি দেখে দুঃখ পাবো, তোমায় উপর অভিমান হবে
তাই দিতে পারলেও অনেককিছু তোমায় দিই বেছে বেছে ।

-


7 MAR AT 9:43


ইচ্ছে তো হয় খোলা আকাশ হই
কিন্তু ফুরসৎ কয় ?
কাছে পেলে সব ভুলে যাই
একখানা ভালো বই 📚
হয়ে যাই তখন বধির আমি
চোখ থাকতেও অন্ধ
বলে বোঝাতে পারবো না খুলে
কী খুশি হয় প্রচন্ড । ☺️
তখন কেবল পাঠক নয় আমি
সেই গল্পেরই চরিত্র
সুখে সুখী - দুঃখে দুঃখী
বইপোকা আমি বিচিত্র । 🤡

-


Fetching Rahul Starrs :) Quotes