দিগন্তের আলো এসে পড়েছে ছাদে
সজীবতার হাসিতে ভরে যায় আশপাশ
মৌমাছি ছুটে যায় ফুলের কাছে
বাতাসে ছড়িয়ে পড়ে ফুলের সুবাস ।
দিগন্তের আলো এসে পড়ে জলে
জলজ'রা হয়ে ওঠে আনন্দে বিভোর
তীরের গাছেরা তালে তালে দোলে
তাদের প্রতিচ্ছবি স্পষ্ট করে সরোবর ।-
আমার মতো অধমের বায়ো তে আপনাকে স্বাগতম। নিজের সম্পর্কে বলার মতো অনেক আছে কিন্তু স্... read more
নবমীটা আসি ঘুরে হাত ধরে চলো
আমার তো এই ইচ্ছা - তুমি কী বলো ?
পাশাপাশি পথ চলার কিছুটা আদত
বৃদ্ধি করি এই রাতে , তুমি কী বলো ?
যদি বলো মন নেই , বিষয়টা সন্দিগ্ধ
আমিও মত বদলাবো , করবো না জোর
এবারেও না হয় ধৈর্যধারণ করবো
পূর্ণ বিশ্বাস আছে আমার তোমার উপর ।-
যখন আসে না ঘুম বই খুলে ধরি
হিসাবানুসারে চোখ ঢুলে পড়ে ।
কখন যে বইয়ে ঢেকে যায় মুখখানা
ঘুম ভাঙে গিয়ে কয়েক ঘণ্টা পরে ।-
তোমাকে মুক্তি দিয়ে নিজেকে নিয়ে ভাবতে গিয়ে
ভাবার মতো পেলাম কিছু ভাবতে ।
বারংবার একই ভাবনা যতই ভেবেছি আর ভাববো না
তবে , বেশ আনন্দ আনন্দ পাই তোমার পিছু ভাবতে ।-
তুমি ঠিক নবমীর মতো ,
উদ্বিগ্ন আর দুঃখের মিশ্রণ ।
তুমি অস্তগামী সূর্যের ছটা
সকাল না হওয়া ভোরের মতন ।
তুমি ঠিক একলা ঘরের মতো
শান্তি আর বিরক্তের মেলবন্ধন ।
তুমি আগমনীর অপেক্ষার মতো মধুর
দশমীর মতো শোকের বিস্ফোরণ ।-
ভেবো না মোরে কোনো অমূল্য বস্তু
আবার ভেবোনা মূল্যহীনও ।
আমি যেমনি থাকি না উৎকৃষ্ট না নিকৃষ্ট
না প্রশস্ত আবার না সংকীর্ণ ।
তবে স্পষ্ট এক সত্য কথা
সস্তা হলেও সুলভ নয় ।
তবে উপস্থিত থাকি আশেপাশে
খুব প্রয়োজনে প্রকট হই ।-
হৃদয় আজ প্রস্ফুটিত ভোরের শিউলির মতো স্নিগ্ধ
তোমার দর্শনের পূর্বে তাতে ছিল বুঝি তীর বিদ্ধ ।-
সত্যি কিনা জানি না আমি হতেই পারে ভুলভাল
কিন্তু আমার পূর্ণ বিশ্বাস নয় এ কোনো ইন্দ্রজাল ।
দেখেছি তোমায় আমায় নিয়ে ভাবনায় গেছো ছেয়ে
সিনেমার মতো ভাবতে ভাবতে উঠেছো গান গেয়ে ।
নৃত্যরত তুমি - আমি আর বাকিদের ভুলে
কাটাচ্ছি বসন্তকাল নির্বিঘ্নে হেলে দুলে ।
অভিমানী গাল ফোলা মুখ তুমি হঠাৎ করে
চলে গেলে মুড পাল্টে আমার থেকে দূরে ।
এ তো ভারি মুশকিল হলো অকস্মাৎ অগ্নুৎপাত
বাজলো তখন ফোনের অ্যালার্ম - " সুপ্রভাত " !-
সত্যি কথাও করিনা বিশ্বাস
যাচাই না করা পর্যন্ত ,
সবকিছুরই কারণ খুঁজে বেড়াই
কারণ না পেলে ভাবি - ' ভ্রান্ত ' ।
সবকিছুর কারণ খুঁজতে নেই
বলে ওরা দেয় সান্ত্বনা ।
আমার বিশ্বাস কারণ না ছাড়া
কোনো কিছুরই অর্থ হয়না ।-
করিনি খেয়াল কখন যে
মেঘ এসে দাঁড়িয়েছে দ্বারে -
আমার বৃষ্টির খুব প্রয়োজন
দীর্ঘদিন ধরে খরা মনের ঘরে
ভাগ্যের কী পরিহাস
এখন টলেছে আমার দিকে -
কয়েকদিন আগে পর্যন্ত
ছিল আমার বিপরীতে ।
আমি তখন নিপীড়িতর
ধৈর্য্য ধরে দেখছিলাম -
প্রমাণ স্বরূপ শব্দদের
একত্রে জড়ো করছিলাম ।-