আজকাল প্রত্যেক মানুষের ব্যাবহার কেমন যেনো অন্য রকম। নিজের প্রিয় মানুষগুলিও এখন এক অচেনা স্বপ্নের চরিত্র।
সময়ের সাথে সামঞ্জস্য রেখে সবাই ঠিক বদলে যায়। শুধু এক থেকে যায় তাদের খুচরো কিছু স্মৃতি।
তাই আমিও আর প্রিয় মানুষের লেখনীতে কারোর নাম লেখাতে মনোযোগী নয়।
বরং কালো আকাশে মেঘেদের ঘনঘটায় একটু হারিয়ে যেতে চাই। বৃষ্টির ফোঁটায় নিজেকে উজাড় করতে চাই, একটু তৃপ্তির ধারায় প্লাবিত হতে চাই।-
আর চরিত্র প্রকাশ পায় মানুষের ব্যাবহারে।
I am not a prof... read more
আর কিছুটা পথ বাকি, সময়ও আর অর্ধেক!
ঐ যে তোমার বাড়ি।
দিপদিপ করে আবছা কিছু হলুদ আলো...
প্রাণহারা ঊর্ধ্বমুখী লম্বা গাছটাও টলমল মাতাল...
এই রাতের শিরশিরে হাওয়াটা একটু অন্য রকম...
পুরনো প্রেম, পুরনো অনুভূতি...
পুরনো কিছু মনছোঁয়া কথা...
সব মিলিয়ে এক নতুন উদ্বিগ্নতা।
তবুও এই নতুনের মধ্যে শুধু তুমিই পুরনো,
তুমি পুরনো হলেও হৃদয়ের ক্ষত আর পুরনো হলো কই?
-
- Who is your best friend?
- Who will never avoid me because of someone else.-
"একগুচ্ছ স্মৃতির পালক নিয়ে, চেনা চৌকাঠ পেরিয়ে অচেনা রাজ্যের এক রাজপ্রাসাদের চৌকাঠে পা রাখা" - এ তো প্রত্যেকটি মেয়ের পরিচিত কাহিনী।
কাছের চেনা মানুষ গুলোও একসময় আত্মীয় হয়ে যায়। গুটি গুটি পায়ে ঘুরে বেড়ানো নিজের বাড়িটাও কয়েকদিনের জন্য বেড়াতে আসতে হয়। মায়ের বকুনি গুলোও একসময় আড়ালে বসে দু এক ফোঁটা চোখের জল ফেলে। বাবার রাতে বাড়ি ফিরে এসে 'মা' ডাকটাও আর শোনা হয়না।
ছোট্ট মেয়েটা হঠাৎ বড়ো হয়ে উঠে।
নতুন মানুষের সাথে নতুন জীবন সূচনার পথে অগ্রসর হয়।ভালোবাসার মানুষের সাথে নতুন জীবন। সে তো খুব আনন্দের ব্যাপার। তাহলে এত কষ্ট কেন? যাদের ছেড়ে এলাম তারাও যে ভালোবাসার মানুষ।
কনকাঞ্জলিতেই সম্পর্ক শেষ হয়না।-
অভিমান?
এখন আর নেই।
অভিযোগ?
ছিল এক সময়।
অনুভূতি?
একটু অন্য রকম।
প্রেম?
হলুদ ডাইরিতে অস্পষ্ট ছাপ।
ভালোবাসা?
আছে হয়তো।
বন্ধুত্ব?
থাকা উচিত ছিল, তবে থাকলো আর কই।
আর এখন?
চেনা মানুষ অচেনা পথের পথিক।-
বৃষ্টি ভেজা সকালকে বলছে হেসে,
'আজ না হয় মিষ্টি হাসিটা মনেই থাক'!
আবেগ আপ্লুত কন্ঠে না হয়,
গানটা তোলা থাক।
অনুভূতিরা না হয় আড়ালেই থেকে যাক।
প্রকাশ্যের ব্যথা গুলো না হয় প্রানেই থাক।
শুধু তোমার অস্থিরতা টা যেনো ভালো থাক।-
Value the person who gives you time, it's not just time. They share a part of their life with you.
-
Attitude, mindset and maturity
are more attractive than looks.-
Our lovers.
But nothing to do.
Time will teach you
To ignore the person.-
Never give me trouble.
But the moment when you leave,
I feel like a pauper.-