সৌমিত্র সরকার   (বেয়াদব)
100 Followers · 52 Following

তুমি নামক নামের অপেক্ষায় আরো একবার
Joined 12 February 2019


তুমি নামক নামের অপেক্ষায় আরো একবার
Joined 12 February 2019

আচ্ছা তারাও কি আমাদের হারায়
যাদের আমরা ভালোবাসার পরেও হারিয়েছি....!

-



অসহায় কে আদৌও কি ভাবছো
নাকি ছলের জোরে আজও তুমি হাঁটছো.....

-



কথার আঘাত
রুহ অব্দি পৌঁছায়....

-



চিৎকার গিলতে পারা মানুষটাকে
কখনো সহনশীল হওয়া শেখাতে হয় না
দিন শেষে সবাই ছেড়ে গেলেও
নিজেই নিজের জন্য থেকে যায়....!

-



শেষ রাতের পথে ভেবে
হচ্ছে অনেক কাটাকাটি
ভালোবাসার মানুষের কাছে
ভালোবাসাই আজ দিচ্ছে ফাঁকি....

-



আমি প্রতি রাতে তোমার ছায়া দেখতে পাই
ছায়া গুলো অবিরত কালো হতে থাকে
ঠিক আমার দুঃখের ছায়ার মতো
হয়তো তাই অবচেতনে তোমার খুঁজে বেড়াই....

-



ভালো রাখতে পারি না তাকে
প্রতিদিন আয়নাতে দেখি যাকে

-



যে শেষের কথা বোঝে
সে কখনো শেকড় খোঁজে না....

-



আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার আজ বড়ো একলা
চোখের সামনে আমায় পেয়েও সেজেছো অন্ধ
দেখিছো আমাদের শেষ সমীকরণটা....

-



নিজের ভালোবাসার মানুষ
অন্য কাউকে ভালোবাসে !

এটা প্রমান করার জন্য দৃঢ় শক্তি
আর ভালোবাসার মানুষের উপর
অধিক বিশ্বাস যথেষ্ঠ...

-


Fetching সৌমিত্র সরকার Quotes