আচ্ছা তারাও কি আমাদের হারায়
যাদের আমরা ভালোবাসার পরেও হারিয়েছি....!-
সৌমিত্র সরকার
(বেয়াদব)
100 Followers · 52 Following
তুমি নামক নামের অপেক্ষায় আরো একবার
Joined 12 February 2019
28 MAY 2023 AT 6:04
26 MAY 2023 AT 5:26
চিৎকার গিলতে পারা মানুষটাকে
কখনো সহনশীল হওয়া শেখাতে হয় না
দিন শেষে সবাই ছেড়ে গেলেও
নিজেই নিজের জন্য থেকে যায়....!-
25 MAY 2023 AT 5:59
শেষ রাতের পথে ভেবে
হচ্ছে অনেক কাটাকাটি
ভালোবাসার মানুষের কাছে
ভালোবাসাই আজ দিচ্ছে ফাঁকি....-
25 MAY 2023 AT 5:45
আমি প্রতি রাতে তোমার ছায়া দেখতে পাই
ছায়া গুলো অবিরত কালো হতে থাকে
ঠিক আমার দুঃখের ছায়ার মতো
হয়তো তাই অবচেতনে তোমার খুঁজে বেড়াই....-
23 MAY 2023 AT 5:59
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার আজ বড়ো একলা
চোখের সামনে আমায় পেয়েও সেজেছো অন্ধ
দেখিছো আমাদের শেষ সমীকরণটা....-
23 MAY 2023 AT 0:53
নিজের ভালোবাসার মানুষ
অন্য কাউকে ভালোবাসে !
এটা প্রমান করার জন্য দৃঢ় শক্তি
আর ভালোবাসার মানুষের উপর
অধিক বিশ্বাস যথেষ্ঠ...-