ভেবেছি তোমায় চরম ব্যাস্ততায়
কখনও নির্ঘুম রাতের একান্ত নিঃস্তব্ধতায় ;
মনে মনে ডেকেছি বার বার ,
দাওনি সাড়া , তবু হয়তো জেনেছো অনুভবে
তাই ফিরে এসেছো আবার ;
এখনও স্বপ্নসম মনে হয়
তোমার আমার এই কথোপকথন ,
জানি দূরত্ব আজও অনেক
তবু ভরসা , জুড়ে আছে দুটো মন ;
যাক না যদি এভাবেই যায় দিন কেটে
হয়তো একদিন আবার আসবে পরিবর্তন ,
হয়তো দূরত্ব বাড়বে , অথবা যাবে মিটে
সময়ের কথা সে সময়ই জানুক
আমি শুধু জানি আজ আছো সাথে ,
দূরে থেকেও কাছাকাছি দুটো মন ...-
আমার কবিতাদের কি জমিয়ে রাখো তুমি ?
নাকি ভাসিয়ে দাও বর্ষার জমা জলে কাগজের নৌকো যেমন ...
আমার কথারা কি ভেজায় তোমায় ?
নাকি পশলা বৃষ্টি , ফের শুকনো তোমার উঠোন...
আমার ছোঁয়ায় ঝড় ঘনিয়ে ওঠে ?
নাকি খানিক শুধুই বালিঝড়...
আমি কি তোমার ভিনদেশী এক তারা ?
ভাবাই তোমায় ? নাকি এখনো অনেকটা পর ....?-
ক্রমশ গাঢ় হয়ে এসো
প্রত্যেকটা দিনে , ঘণ্টায় , মিনিটে , সেকেন্ডে
গাঢ় থেকে গাঢ়তর ......
-
তুমি শিখিয়েছো , নিজের স্বপ্নের পুষ্টি জোগাও নিজে
অপুষ্ট স্বপ্ন শুধু ব্যাথাই বাড়ায়,
শুধু আবেগে লেখা গল্প বা কবিতা গুলো খাতার পাতাতেই শেষ হয়ে যায় ....-
ক্রমশ বুঝেছি তুমি চাও আমি মুক্ত হই
নদীর মতো বা পাখির মতো ,
খাঁচার অভ্যাস ভুলে হয়ে উঠি গাছের মতো ...-
রোজ খানিক স্বপ্ন বুনি ,
যে স্বপ্ন সূর্যের আলোর মতো আমায় পথ দেখায় ,
স্বপ্নাবিষ্ট আমিও হেঁটে চলি ,
কখনও বা থামি , জিরিয়ে নি খানিক
আবার এগিয়ে চলি ,
বুনতে থাকি স্বপ্নের নকশিকাঁথা ...-
রাতের আঁধারের মতো গোপনে নয় ,
দিনের আলোর মতন ঝলমলে হাসি মেখে
ভালোবাসা যেদিন এসে দাঁড়াবে দুই হাত মেলে-
মেখে নেবো সবখানি আলো ,
অনেক তো হলো জানালার ধারে বসে কষ্টের বিচরণ...-
না , তোমায় ভালোবেসে তাজমহল বানাবো না ,
অথবা করবোনা আকাশের চাঁদ - তারা আনার পরিকল্পনা ;
আমার ভালোবাসায় বাস্তবের মাটিতে ফুটুক ফুল ,
প্রার্থনার সাথে মিশুক পরিশ্রম ,
ভেঙে চুরে ফের গড়ে তুলি নিজেকে ,
শুধু এই কথাটুকু দিলাম ...-
তোকে দেখে বড়ো সাধ জাগছে স্বাধীন হওয়ার
একরাশ খোলা হাওয়া মেখে চোখ বুজে
যেমন তুই দাঁড়িয়ে থাকিস পাহাড় চূড়ায় ,
ঠিক যেমন ভাবে তোর মনে ইচ্ছে জন্ম নেয় -
'আর জন্মে চিল হবো ...'
ঠিক তেমনই বেয়াদপ ইচ্ছেরা যাতায়াত শুরু করেছে
গৃহস্থ কোণের আনাচে কানাচে ;
লোকে জানলে বলবে বিপদ যে দোর গোড়ায়
আমি বলবো হেসে -
'খাঁচার পাখিটি বুঝি সব কালেই থাকবে বাঁধা ?
আর বনের পাখিটি বেড়াবে উড়ে উড়ে ?'
সময়ের সাথে সময় বদলায়
আর বদলায় প্রকৃতি ....-
বুঝতে পারছিনা কোনটা মেনে নিতে পারছিনা ,
তোমার হাত ছাড়িয়ে চলে যাওয়াটা নাকি আমার ধরে না থাকতে পারার অক্ষমতাটা ?
ভেতর থেকে অর্থহীন বিষন্নতার একটা হিমশীতল বাতাস এসে অনুভূতি গুলোকে জমিয়ে দিতে চাইছে বরফের মতো...
একটু আগুন কোথায় পাই বলতে পারো ?-