ক্যাপশনে......
-
বাল্যবিবাহ, বহুবিবাহ রোধে তিনি চির স্মরণীয়,
মাতৃভক্তি, নারীসন্মানে আর অবদান অতুলনীয় ।
বর্ণপরিচয়ের মাধ্যমে মাতৃভাষায় দিয়েছেন প্রাণ ,
নারীর শিক্ষার প্রবতনে মাঝে ,সমাজে নারীর অস্তিত্ব দান।
নারী সমাজকে দেখালেন বাঁচবার পথ যিনি,
বিদ্যাসাগর বা করুনাসাগর বলতে তাকে চিনি ।
তিনি শিক্ষার দৃষ্টান্ত
দয়ার প্রতিচ্ছবি .. 🙏-
স্ট্রিট লাইটের আলোতে দীপ্ত অমূল্য রত্ন,
মাইলস্টোনের ফলক হতেও বিদ্যা গ্রাহ্য।
নারী সমাজের অস্তিত্বদাতা, সহানুভূতি করুণারসাগর,
ভারতবর্ষের ঔদ্ধত্য, ঈশ্বররূপী বিদ্যাসাগর ।।-
কৃতজ্ঞতা প্রকাশে শব্দ বৃথা যেথায়,
পথ প্রদর্শক তিনি ধ্রুবতারার ন্যায় ।
অজ্ঞের কাছে তিনি জ্ঞানের চক্ষু দাতা ,
সমাজের কাছে তিনি সুশিক্ষার দীপশিখা ।
নম্রতার মূলমন্ত্র বিলিয়েছেন প্রাণে,
তাহার স্থান সর্বদা ভক্তি ভরা মনে ।
ক্ষনিকে দুরূহ তিনি , ক্ষনিকেই স্নিগ্ধ,
দৃঢ়চেতা তিনি শিক্ষায় অবিরত ।
তিনি জ্ঞান, তিনিই শিক্ষার আলো
তিনি আচার্য্য , তিনিই গুরু ।
-
এ কেঁদেছে শহর,
হারিয়ে গেছো কোনো এক না ফেরার দেশে ।
হারিয়ে গেছো কোনো এক বেদনার বাইশে ।
তবু আজও ছন্দ ও সুরে তুমি রয়েছো হৃদয় জুড়ে ।
-
শ্রাবণের ধারায় গেছে ঝরে ,
তবু অন্তরে অক্ষয় হয়ে ।
পূজিত হে নাথ,
তুমি আজও বক্ষমন্দিরে......
-
The first rain in the monsoon when everything has dried in the scorching summer.....
-