বিবর্ণ ফ্যাকাশে হয়েছি,দুর্বল,প্রকান্ড বৃক্ষ আমি,
মৃত্তিকাও আমাকে আর টানে না,বার্ধক্য বড় বেরঙিন।
আশেপাশে গজিয়ে ওঠা আগাছারাও বিদ্রূপে বিভোর,
বর্ষা শুধু কাছে আসে শ্রাবণে, থাকে কিছু দিন ।।
-
এক পৃথিবী ভালোবাসা পায় যদি বিবর্ণ হলুদ পাতা মন
দমকা হওয়ার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি হতে আমি ও জানি ll
-
আমি এক সবুজ পাতা হলুদের বিবর্ণ রূপ
তুমি ঝরা বিকেল দমকা হাওয়া বিশেষ।-
বিবর্ণ কিছু ইচ্ছেরা তোমায় ছুঁয়ে মাখতে চায় রামধনুর রঙ,
তোমার রক্তের অনুচক্রিকায় বিলীন হয়ে যেতে চায় আমার সত্তা।
গলে পরা মোমের মতো বিকল হোক না বিদ্রোহী অভিমান গুলো যত,
অনুরাগের তীব্র দহনে বিনাশের পর আবার জন্ম নেব ফিনিক্সের মতো।-
আমি দমকা হাওয়ার এক মুখচোরা গতিবেগ,
তুমি ঝরাপাতা হয়ে তবু কেন হও আমাতেই শেষ!-
বিলীন হতে চাই আমি বিবর্ণ সভ্যতার মাঝে
বেরঙা বর্বরতা যার সব চাকচিক্যে ধরিয়েছে জঙ্
বেঁচে থাকা যেখানে সর্বক্ষণ সেজে সঙ্।-
আমায় বিবর্ণই থাকতে দাও....
আমার স্পর্শে, "রঙিন তুমি"ও যে বিবর্ণ হয়ে যাবে....-
সুখের ঘরে শ্যাওলা জমেছে,
বিবর্ণ হয়েছে রঙের ঝলক!
দেওয়াল গুলো ধ্বসে গেছে,
বিলীন হয়ে আসছে চোখের পলক।
জীর্ণ দেওয়ালে ঘিরে ধরেছে,
ঝোপঝাড় আর লতাপাতায়!
সুখের গল্প লেখা ছিল,
ছেড়া ডায়েরির পাতায়।
বিতস্তব্ধ চারপাশ,
বইছে বিরহের হাওয়া!
অতৃপ্তই রয়ে গেল,
সুখের দেখা পাওয়া।
-