দুঃখগুলো লুকিয়ে বাঁচি সুখ পাওয়ার আশে...
সুখ পাখিটি ক্ষণিক আশায় দুঃখ জিইয়ে রাখে।
ক্ষণিক ধাঁধায় পাগল হিয়া ঘোরে ভ্রান্ত পথের বাঁকে,
দুঃখ সুখ পাগলপারায় জীবন বইবে কোন ধাঁচে!!
-
ভালোবেসে যে নিজেকে সবচেয়ে ধনী মনে করে..
সেই ভালোবাসাই তার নিঃস্ব হওয়ার কারণ।-
যে হারানোর সে হারিয়ে যাবে...কিন্তু যাকে আটকানো যাবে সময় থাকতে আটকে নাও নাহলে পরে শেষ চিহ্নটুকুও ফিরে পাবে না।
-
তুমি কারো জন্য হয়তো তোমার মূল্যবান সময় ত্যাগ করেছ,
কারো জন্য তোমার প্রিয় জিনিস বিলিয়ে দিয়েছ,
কারো জন্য তোমার ভালোলাগা সব কিছু বিসর্জন করেছ,
কারো জন্য তোমার মনের বলিদান দিয়েছ,
তবু...তুমি তো কিছুই করোনি, কিই বা করেছ..
এগুলোই তোমার প্রাপ্তি জীবনের কঠিন বাস্তব থেকে।-
Life partner:
Life partner মানে life-এর বিভিন্ন part-এ যাকে স্থান দেওয়া হয়, যাকে গুরুত্ব দেওয়া হয়..। partner কে যদি জীবনের অঙ্গ না ভেবে শুধুমাত্র অংশ ভাবা হয়, তাহলে শব্দটির গুরুত্ব সত্যিই শেষ হয়ে যায়।-
বাইরের জীবনের চাকচিক্য দেখে মানুষ বুঝতে অপারগ মনের ভেতরের রিক্ততা...। বাইরের অভিনয়ে অন্তরের ফাঁকাটা আসলে কেবলই ঢাকা।
-
সবচেয়ে কাছের মানুষ কে...?
যাকে মন খুলে সমস্ত কিছু বলা যায়। ভালো,মন্দ সব যার সাথে ভাগ করা যায়।
সবচেয়ে দূরের মানুষ কে....?
যে কাছে থাকলেও যাকে একটা কথাও মন খুলে বলা যায় না। গভীরের কষ্ট, যন্ত্রণা,ভালো মুহূর্ত,খারাপ পরিস্থিতি কিছুই ভাগ করা যায় না।
কেউ সহজেই কাছের মানুষ হয়ে উঠতে পারে। কেউ কাছের মানুষ হয়ে উঠতে চাইলেও হতে পারে না। কেউ চেষ্টা করে যায় কিন্তু সুযোগটাই পায় না। আপনকে আপন না ভাবলে সে পর হয়ে যায়। কেউ আবার পর থেকে কখন এত্ত আপন হয়ে ওঠে জানাও যায় না। সবকিছুই ব্যক্তিগত মানসিকতার উপর নির্ভরশীল।-
যদি হই....মন খুলে সব কথা কই;
যদি হই, তুইও ব্যথার পাহাড় ডিঙিয়ে হাত বাড়াস সই।
-
বৃষ্টি নামুক মনের ঘরে...
আগলে রাখা স্মৃতিগুলো
বাদল দিনে ঘরের আগল ভাঙুক।-