কীভাবে হাসতে হয় ভুলেছি ক্ষণ
হাসির থেকে কান্না হয়েছে আপন ।।-
।। স্বপ্ন তো অনেক বড়ো
গড়তে চাইছি খুব
স্বপ্নরা সব মেলবে ডানা
বাস্তবে নেবে রূপ ।।
জীবনের গ্রাফ আঁকতে গিয়ে দেখি
দুঃখের পরিসংখ্যান এত বেশি, যে
সুখ কোণঠাসা....
-
শব্দরা আজ হার মেনেছে
নীরবতাই যেন শ্রেয়...
সম্পর্কের সমীকরণ
পেলনা সমাধান..
রাখলে সবই মনিকোঠায়
শুধু আমায় ভুলে গেলে প্রিয় ।।-
সেজেছে শহর..
কিন্তু, সাজলো কি হৃদয় ঘর?
আজও কেন বিবর্ণ রূপ...
মনখারাপি, ঝলসানো..?
অশ্রু ঝরে ঘন ঘন....।
-
যেতে চাই
নতুন জীবন পাবার আশায়...
আলো আধাঁরি খেলায়
শুধু আঁধারিতে,
জীবন কেন ভেসে যায় ....?-