Nandita Ghosh   (নন্দিতা)
129 Followers · 16 Following

নিজে মতো কাউকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল....
Joined 7 July 2019


নিজে মতো কাউকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল....
Joined 7 July 2019
12 FEB 2024 AT 19:57

অস্তরাগের ছোঁয়ায় অনুরাগ,
ভ্রমরের গুঞ্জনে বিষাদের সুর ।
নীলাম্বরী‌র্ সাজ রক্তিম,
লহমায় ফুরায় ভীড়ে হারিয়ে যাওয়ার সুখ ...।

-


23 NOV 2023 AT 16:04

পাতা ঝরা বিবর্ণ গাছে ..
হৈমন্তীর পরন্ত বেলার এক চিলতে জাফরানি রঙ মেশা রোদ্দুর,
হাজার ব্যাস্ততার মাঝে তুমি কোনো এক মন খারাপের বেনামী অসুখ l l

-


25 AUG 2023 AT 15:24

Ego-অভিমানের ফারাক, হাতে সিগারেট - চায়ের কাপ কর্পোরেটের বাইরে।
মেঘলা মন- কেবল আপোষ, একটু আশা- অল্প চাওয়া, এই বুঝি তুমি বুঝবে।।

-


23 NOV 2022 AT 19:13

আহ্নিক গতির ছন্দে ছন্দ পতন, অস্তি মজ্জার লাশ।
ক্ষত বিক্ষত আত্মা আজ শববহী গাড়ী, রবির কিরণে ঘোৱ আঁধার।।

-


29 OCT 2022 AT 22:51

ভুল, তারপর নিরন্তর যুদ্ধ -
কোষে কোষে লড়াই....
কখনো আপোষ, কখনো সান্ত্বনা,
অনুরণন আর যন্ত্রণা...।

-


1 AUG 2022 AT 23:11

শ্রাবণে, অকাল শ্রাবণে অভিমান সব মুছে যাক।
চোখের আড়ালে আবেগ গুলো তোমার কাছে গুরুত্ব পাক।।

-


25 JUL 2022 AT 21:28

সমান্তরালে চোখের আবেগে -
পেরেছি তোমায় ছুঁতে,
হৃদয় করেছি স্পর্শ ....
ভ্রান্ত মনের উপলদ্ধি সব,
দূরত্ব আজও আলোকবর্ষ...

-


23 JUL 2022 AT 1:10

like memorize - recollecting those mesmerizing memories and live those days with you once again...

Nandita

-


18 JUL 2022 AT 23:03

এখন আর কারো কাছে কোনো প্রত্যাশা নেই
পরাজিত যোদ্ধার মত শেষ আত্মবিশ্বাস টুকু আঁকড়ে,
নিরন্তৱ শুধু একটা লড়াই চলে নিজের সাথেই
আমিও বেশ পটু ভালো থাকার অভিনয়ে....

-


13 NOV 2020 AT 23:02

হয়তো তুমি কেবলই ছবি নও, তবু যেন ভীষণ অচেনা
সময়ের স্রোতে ভাসতে ভাসতে সমান্তরালে এখন দুজনের ঠিকানা

-


Fetching Nandita Ghosh Quotes