পছন্দটা হোক সবার জন্য এক।
এমনটা হয় না যেন...
এর জন্য এক , তার জন্য অন্য আরএক!-
ইচ্ছে করেই ইচ্ছেগুলো লুকিয়ে রেখেছি আমি,ইচ্ছে র জন্যেই উপায় খোঁজা এখন অনেক দামি।
-
বিশুদ্ধ বাতাসে বিষাক্ত ধূলি কণা,
নিশ্বাসে ঢোকে ভাইরাসের প্রাণ;
বড্ড কঠিন মুখোশ মানুষ চেনা,
মনের ভেতর বহুরূপের স্থান!
-
ঝরা পাতার মতো, অসময়ে ঝরল সুখের জীবন,
ভুলের মাশুল দিচ্ছি গুণে, মিথ্যে দেখে গুচ্ছ স্বপন!
মানুষ তুমি ভুলে ছিলে,হয়তো ছিল আমার ভুল,
নদীর গতিপথের মতো,পাল্টে গেছে জীবনের কুল!
নিষ্ঠুর এই আবেগ গুলো,মোহ র মতোই ক্ষীণ স্থায়ী,
খুঁজে বেড়ায় দু চোখ আবার,নতুন করে পরিযায়ী!!
-
এক চিলতে সিঁদুর দানে,
জীবন সঙ্গী তুমি হলে।
জয়ধ্বজা উঠল বুকে;
বিজয় কানন গড়ব সুখে!-
এক চিলতে সিঁদুর দানে,
জীবন সঙ্গী তুমি হলে।
জয়ধ্বজা উঠল বুকে;
বিজয় কানন গড়ব সুখে!-
আঘাত পাওয়া মন জুড়ে,
ভয় আর ঘেন্না হার্টবিট বাড়ায়।
রাতে যখন ঘুমের সময়,
মিথ্যে স্বপ্ন গুলো রাত জাগায়!-
পাড়ি দেব আমরা দুজনাতে,
সব বাধা পেরিয়ে তেপান্তরে,
যতই আসুক ঝর ঝাপটা
তবুও অটুট থাকবে
চার হাত একসাথে।
-
যদি খুঁজেপাও তোমার সাথে আমার অন্ত্যমিল,
অমি হয়ে রব তোমার বুকে শঙ্খচিল।।
-