Antara Das   (Antara Das)
65 Followers · 44 Following

♥️study,music,drawing,writing
Joined 3 May 2020


♥️study,music,drawing,writing
Joined 3 May 2020
8 APR 2022 AT 22:50

পছন্দটা হোক সবার জন্য এক।
এমনটা হয় না যেন...
এর জন্য এক , তার জন্য অন্য আরএক!

-


15 AUG 2020 AT 11:54

-


4 MAY 2020 AT 18:08

ইচ্ছে করেই ইচ্ছেগুলো লুকিয়ে রেখেছি আমি,ইচ্ছে র জন্যেই উপায় খোঁজা এখন অনেক দামি।

-


10 MAR 2021 AT 22:44

বিশুদ্ধ বাতাসে বিষাক্ত ধূলি কণা,
নিশ্বাসে ঢোকে ভাইরাসের প্রাণ;
বড্ড কঠিন মুখোশ মানুষ চেনা,
মনের ভেতর বহুরূপের স্থান!

-


5 FEB 2021 AT 21:47

ঝরা পাতার মতো, অসময়ে ঝরল সুখের জীবন,
ভুলের মাশুল দিচ্ছি গুণে, মিথ্যে দেখে গুচ্ছ স্বপন!
মানুষ তুমি ভুলে ছিলে,হয়তো ছিল আমার ভুল,
নদীর গতিপথের মতো,পাল্টে গেছে জীবনের কুল!
নিষ্ঠুর এই আবেগ গুলো,মোহ র মতোই ক্ষীণ স্থায়ী,
খুঁজে বেড়ায় দু চোখ আবার,নতুন করে পরিযায়ী!!

-


4 FEB 2021 AT 21:50

এক চিলতে সিঁদুর দানে,
জীবন সঙ্গী তুমি হলে।
জয়ধ্বজা উঠল বুকে;
বিজয় কানন গড়ব সুখে!

-


4 FEB 2021 AT 21:47

এক চিলতে সিঁদুর দানে,
জীবন সঙ্গী তুমি হলে।
জয়ধ্বজা উঠল বুকে;
বিজয় কানন গড়ব সুখে!

-


1 FEB 2021 AT 19:00

আঘাত পাওয়া মন জুড়ে,
ভয় আর ঘেন্না হার্টবিট বাড়ায়।
রাতে যখন ঘুমের সময়,
মিথ্যে স্বপ্ন গুলো রাত জাগায়!

-


8 JAN 2021 AT 21:47

পাড়ি দেব আমরা দুজনাতে,
সব বাধা পেরিয়ে তেপান্তরে,
যতই আসুক ঝর ঝাপটা
তবুও অটুট থাকবে
চার হাত একসাথে।

-


8 JAN 2021 AT 13:09

যদি খুঁজেপাও তোমার সাথে আমার অন্ত্যমিল,
অমি হয়ে রব তোমার বুকে শঙ্খচিল।।

-


Fetching Antara Das Quotes