Priya Mallick   (Priya Mallick)
551 Followers · 389 Following

Hobby-Photography
Joined 10 February 2021


Hobby-Photography
Joined 10 February 2021
29 APR AT 22:41

স্বপ্নের পথে এগিয়ে যাওয়া আলোর দিকে ধেয়ে
নতুন করে সবটা শুরু জীবনের গান গেয়ে

-


28 APR AT 22:05

মনে মনে সংসার পেতেছি
তোমায় নিয়ে একা নির্জনে,
নীলে নীলে মিশে গেছে
মন প্রাণ শরীর।
খুব গোপনে তোমায় চেয়েছি
একান্তে নিজের করে
আর সেখানেই নিজেকে খুঁজেছি।
তোমার চোখে চোখ রেখে
বুঝলাম শান্ত সবকিছু
এভাবেও ভালোবাসা যায়
নিজেকে উজাড় করে...

-


26 APR AT 13:47

সন্ত্রাসের ধর্ম আছে, তাই তো ইনশা আল্লাহ বলে।
হিন্দু হলে চালায় গুলি সেই ধর্মেরই যাঁতাকলে।।

-


21 APR AT 18:34

ভুলের মাশুল দিতে গিয়ে
ফেলে আসতে হয় চেনা বন্দর,
নতুন ঠিকানাও আঘাতের চিহ্ন
দেখা যায়নি কতটা পুড়ল অন্তর।

-


19 APR AT 16:12

ছুটির পরে আর ফেরা হয়নি ঘরে
দেহ হয়ে উঠে ছিল ক্লান্ত,
চিতায় নিজেকে পুড়তে দেখে
আত্মা হয়েছিল শান্ত।

-


18 APR AT 20:09

তোমাকে চাওয়া আমার
সবকিছু নয়
তোমাতেই শুধু হারানো
আমার সবকিছু

-


17 APR AT 19:36

কিছু শোক অক্লান্ত
কিছু শোক নিষ্ঠুর
কিছু শোক থেকে যায়
হয়ে সব কিছুর...

-


13 APR AT 14:53

অপেক্ষাদের ভাষা
চিরকালই শব্দহীন।
কোথাও জিতে যাওয়া,
কোথাও হেরে যাওয়ার ঋণ।

-


12 APR AT 14:13

আমার যত মনের অসুখ
সবটা জেনো তোমায় ঘিরেই ,
মন খারাপের উদাস দুপুর
তার ছন্দও তোমার সুরেই,
কেমন তুমি অবুঝ দেখো
জেদী একটু বেশি জানি,
অজুহাতের পাহাড় ভেঙে
তোমাকেই যে ওষুধ মানি ।

-


6 APR AT 9:10

অভিমানী হৃদয়ের কত কথা
অব্যক্তই থেকে যায়
কেউ জানে না কত কথার
মৃত্যু হয় অকালে
ক্ষতদের গায়ে কালসিটের ছোপ
মৃত্যু যন্ত্রণার থেকে যদি
বেশি কিছু হয়
শূন্যতা সেখানে শ্রেয়।
ছেড়ে যাওয়ার আগে
অভিযোগ থাকে
সমস্যা আমাকে নিয়েই আছে
যত আঘাত সব আমারই ছিলো
তাই তো অভিমান আজ
বিচ্ছেদের সম্মতি দিলো ।

-


Fetching Priya Mallick Quotes