Priya Mallick   (Priya Mallick)
552 Followers · 390 Following

Hobby-Photography
Joined 10 February 2021


Hobby-Photography
Joined 10 February 2021
18 AUG AT 14:40

তার ফেরা হয়নি
আর এ পথে
ভুলেছে কবেই সব
ছেড়ে গেছে বহুদূর
তবে সে হলো কার ?
আমিই বা কার !

-


17 AUG AT 16:49

সে প্রেম কেঁদেছে শুধু
কারণে অকারণে
আর নীরবে বেঁধেছে বুক
একরাশ হতাশায়

-


17 AUG AT 10:27

যে শোক কখনো
ধরা দেয়নি চোখে
যে ব্যথা কখনো
ভাষা পায়নি খুঁজে
যে কান্না কখনো
ঝরে পড়েনি চিবুকে
হ্যাঁ সেখানেই বিরহ বাজে
একাকী নীরবে

-


14 AUG AT 23:41

কিন্তু কতটা জানেন আদৌ
কোনো মায়ের কান্না
কোনো ক্ষুদ্রার্ত পেটের জ্বালা
কোনো ধর্ষিতার চিৎকার
কোনো বেকারের গ্লানি
কোনো ব্যর্থ প্রেমের হাহাকার
কোনো অপেক্ষার দীর্ঘশ্বাস
শুনি সবই নাকি জানেন ঈশ্বর
তবে প্রার্থনায় থাক সমাধান

-


8 AUG AT 23:12

একা রাত কিছু কথা
ভেজা বালিশ কিছু ব্যর্থতা
দুঃখের প্রহরী চোখের আর্দ্রতা

-


31 JUL AT 20:36

জেদী এক ভাবনা
হঠাৎ মেঘ ঘনালো
পারছি না আর
আগের আমি হতে
একগুচ্ছ সকাল
হয়তো আবার আসবে
নতুন কোনো ভাবনায়
নতুন করে ভাসাতে

-


30 JUL AT 18:37

কোনো কিছুই চাই না আর
এমন বেঁধেছে তোমার মায়া
ক্ষত রেখা দাগ সব বিলীন
যেমন তমসার বুকে অদৃশ্য ছায়া

-


30 JUN AT 20:24

এ শহর একান্ত আমার
শুধু তোমায় নিয়ে গল্পগাথা
মিলেমিশে এক হয়ে যায়
যেখানে আমাদের চুপকথা

-


28 JUN AT 13:13

যত তুমি কাছে আসো
ভয় পাই
ভালোবাসায়....

-


26 JUN AT 23:43

হারিয়ে যাওয়ার....

-


Fetching Priya Mallick Quotes