Kuheli Sur   (কুহেলী সুর)
433 Followers · 73 Following

Joined 28 June 2021


Joined 28 June 2021
AN HOUR AGO

একটা জন্ম এইভাবেই কেটে গেলো
পর জন্ম দেখেছে কে কজনে
হিসেব তো এই খানেই মিটে যাবে
মায়ায় জড়ানো মোহের গেরোয়
একগুচ্ছ স্মৃতির ছবি ঘুরে ফিরে
বার বার সামনের সারিতে
আটকায় পথ ফিরে দেখা
মনের আয়নায়
সাজানো পরিপাটি রংমিলান্তি
জীবনের ছন্দে যাপনের অধ্যায়ে
থেকে যাক একভাবে
কিছু কথা কিছু ব্যথা কিছু সুখ খানিকটা অসুখ
জুড়ে থাক একসাথে

-


17 HOURS AGO

হাজারো স্বপ্ন কিছু পিছুটান অলীক প্রশ্ন
বেনিয়ম জীবন একাকীত্বের দেয়াল
বেখেয়াল মন আমিত্বের দম্ভ
কিছু হেঁয়ালি বাকিটা গল্প

-


18 HOURS AGO

মেঘলা মনের আলগা সুখ, স্মৃতির ঘরে যন্ত্রনা
করুণ ব্যথার কাতর আর্তি, জীবন বোধের ব্যাকুলতা

-


5 JUL AT 12:00

আনমনে কতো কিছুই আঁকছি বসে
মেঘের ছবি চাতক পাখি বৃষ্টির বারী

মেঘলা মনে ঝড় ওঠে অচেনা ভয় আসে
বুকের মাঝে দুন্দুভি বাজে এ কোন দিন এলো কাছে

একান্তে স্মৃতির তর্পণ চলে অনুভূতি আঁজলা ভরে আষ্টে পিষ্টে জড়িয়ে বাঁচে

মুহূর্তরা আগলে রাখে সময় কবিতার পাতায়
শব্দ দিয়ে সাজানো কথা র মালায় বিরহের ব্যথায়

-


4 JUL AT 17:13

কিছু সম্পর্কের শেষ নেই
ভেঙে চুরে জুড়ে যায়
নতুন ঝকঝকে আয়নায়
আবারো মানিয়ে গুছিয়ে সংসার টেনে চলার চেষ্টায়
মান অভিমান দূরে সরে যায় ভালোবাসার টানে

-


4 JUL AT 16:30

মন কেমনের একটা সকাল খয়েরি শোক
জল রঙা জীবন মনের গভীরে নিম্নচাপ
স্মৃতির গ্রাফ উঠছে নামছে
বিপদ সংকুল উথাল পাথাল নদী কুল
অগুনতি স্বপ্ন গড়ছে ভাঙছে
কিছু সংকল্প অবশিষ্ট থাকতে চাইছে

-


3 JUL AT 11:24

দুঃখের আকাশে খুশির মেঘ
পাল্টে দিয়ে বদলে ফেলা
জং ছাড়িয়ে আবারও উল্লাসে মাতা
ব্যথা মন খারাপ বিষণ্নতা কে
টাটা বলে নতুন গল্পের স্ক্রিপ্ট লেখা যেখানে শুধুই বেঁচে থাকার গল্প নয়, ভালোবেসে যাপনের কথা
ক্ষণিক জীবনের মাঝে, হাজারো অজুহাত এসে জোটে সবকিছুকে ভালো ভাবে গ্রহণ করে এগিয়ে চলা মূল মন্ত্রে বেঁচে থাকা

-


2 JUL AT 19:44

"চারা"
চারার মতো প্রেম অঙ্কুর সতেজ সবুজ
সিক্ত শীতল সজীব অবুঝ
মন আয়নায় প্রতিফলন
স্মৃতির পাতায় অবলোকন
ছায়ায় মায়ায় জড়িয়ে বাঁচা
ব্যথা বিরহের ব্যাকুলতা

-


1 JUL AT 21:14

আলগা স্মৃতির অবাধ্যতায়
বৃষ্টি বিকেল তোমার নামে
মনের পাতায় বন্য প্রেম
ঠুনকো আবেগ জড়িয়ে মায়ায়

-


1 JUL AT 18:48

আষাঢ়ের গল্পে বাতাস ভারী হয়ে আসে
স্মৃতিরা জাপটে ধরে কদমের সুবাস মেখে
অচেনার বেসে আবারো তুমি সামনে এলে
রেখে গেলে কিছু মুহূর্ত ভালোবেসে

-


Fetching Kuheli Sur Quotes