একটা জন্ম এইভাবেই কেটে গেলো
পর জন্ম দেখেছে কে কজনে
হিসেব তো এই খানেই মিটে যাবে
মায়ায় জড়ানো মোহের গেরোয়
একগুচ্ছ স্মৃতির ছবি ঘুরে ফিরে
বার বার সামনের সারিতে
আটকায় পথ ফিরে দেখা
মনের আয়নায়
সাজানো পরিপাটি রংমিলান্তি
জীবনের ছন্দে যাপনের অধ্যায়ে
থেকে যাক একভাবে
কিছু কথা কিছু ব্যথা কিছু সুখ খানিকটা অসুখ
জুড়ে থাক একসাথে-
হাজারো স্বপ্ন কিছু পিছুটান অলীক প্রশ্ন
বেনিয়ম জীবন একাকীত্বের দেয়াল
বেখেয়াল মন আমিত্বের দম্ভ
কিছু হেঁয়ালি বাকিটা গল্প-
মেঘলা মনের আলগা সুখ, স্মৃতির ঘরে যন্ত্রনা
করুণ ব্যথার কাতর আর্তি, জীবন বোধের ব্যাকুলতা-
আনমনে কতো কিছুই আঁকছি বসে
মেঘের ছবি চাতক পাখি বৃষ্টির বারী
মেঘলা মনে ঝড় ওঠে অচেনা ভয় আসে
বুকের মাঝে দুন্দুভি বাজে এ কোন দিন এলো কাছে
একান্তে স্মৃতির তর্পণ চলে অনুভূতি আঁজলা ভরে আষ্টে পিষ্টে জড়িয়ে বাঁচে
মুহূর্তরা আগলে রাখে সময় কবিতার পাতায়
শব্দ দিয়ে সাজানো কথা র মালায় বিরহের ব্যথায়-
কিছু সম্পর্কের শেষ নেই
ভেঙে চুরে জুড়ে যায়
নতুন ঝকঝকে আয়নায়
আবারো মানিয়ে গুছিয়ে সংসার টেনে চলার চেষ্টায়
মান অভিমান দূরে সরে যায় ভালোবাসার টানে-
মন কেমনের একটা সকাল খয়েরি শোক
জল রঙা জীবন মনের গভীরে নিম্নচাপ
স্মৃতির গ্রাফ উঠছে নামছে
বিপদ সংকুল উথাল পাথাল নদী কুল
অগুনতি স্বপ্ন গড়ছে ভাঙছে
কিছু সংকল্প অবশিষ্ট থাকতে চাইছে
-
দুঃখের আকাশে খুশির মেঘ
পাল্টে দিয়ে বদলে ফেলা
জং ছাড়িয়ে আবারও উল্লাসে মাতা
ব্যথা মন খারাপ বিষণ্নতা কে
টাটা বলে নতুন গল্পের স্ক্রিপ্ট লেখা যেখানে শুধুই বেঁচে থাকার গল্প নয়, ভালোবেসে যাপনের কথা
ক্ষণিক জীবনের মাঝে, হাজারো অজুহাত এসে জোটে সবকিছুকে ভালো ভাবে গ্রহণ করে এগিয়ে চলা মূল মন্ত্রে বেঁচে থাকা-
"চারা"
চারার মতো প্রেম অঙ্কুর সতেজ সবুজ
সিক্ত শীতল সজীব অবুঝ
মন আয়নায় প্রতিফলন
স্মৃতির পাতায় অবলোকন
ছায়ায় মায়ায় জড়িয়ে বাঁচা
ব্যথা বিরহের ব্যাকুলতা
-
আলগা স্মৃতির অবাধ্যতায়
বৃষ্টি বিকেল তোমার নামে
মনের পাতায় বন্য প্রেম
ঠুনকো আবেগ জড়িয়ে মায়ায়-
আষাঢ়ের গল্পে বাতাস ভারী হয়ে আসে
স্মৃতিরা জাপটে ধরে কদমের সুবাস মেখে
অচেনার বেসে আবারো তুমি সামনে এলে
রেখে গেলে কিছু মুহূর্ত ভালোবেসে-