পড়ে থাকা কিছু স্মৃতি, শুষ্ক বালিয়াড়ি র মতো জীবাশ্ম আজ
বিরহ সংগীতের মূর্ছনায়, মন আজও কারোর অপেক্ষায় ভারাক্রান্ত প্রায়
জীবনের গল্পে সুর বেসুর দিয়ে বেঁধে থাকে সংসার
কখনো মধুর কখনো অম্লমধুর হয়ে যায়
তাল কাটে, কাটে রেশ তবুও মানিয়ে নিয়েই
দিন কাটে বেশ-
স্বপ্নগুলো আজও রঙিন ইচ্ছেদের ভাসিয়ে দি এদিক ওদিক
মনে হয় এই তো সেদিনের কথা শ্রেণী কক্ষ আর দিদিমণি দিদিমণি খেলা টাইম মেশিনে চড়ে ফিরে যাওয়া বিদ্যালয়ের দ্বারে যেখানে শিক্ষক শিক্ষিকাদের
সন্মান প্রদর্শন চলে।সমাজে যারা জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে প্রতিটা গৃহকোন শিক্ষার প্রসারে যারা অগ্রণী ভূমিকা পালন করে তাদের আজ দিন।বিনম্র শ্রদ্ধা সন্মান জানালাম তাদের
ছোট কিশলয় থেকে মহীরুহ কারিগর যে।-
সব কিছু নিয়ে ,বেঁচে থাকা যায়
যদি হারার চিন্তা আসে ,ফুৎকারে উড়িয়ে দিয়ে তারে
জেতার স্বপ্নগুলো সাজে ,তৎক্ষণাৎ বারে বারে
একটাই জীবন একটাই সুযোগ , সব কিছু ভেঙে নতুন শুরুর পথ প্রসারিত হতে পারে।-
"ভ্রমণ"
আকাশের সামিয়ানায় রামধনুর ওড়না
পাহাড়ের বুকে প্রশান্তির বারী
সমুদ্রের জলে জোৎস্না সিক্ত চাঁদের প্রতিবিম্ব
ভ্রমন পিপাসু মন ঘর ছেড়ে ছুটে চলে টানে
বাঁধাধরা জীবনের থেকে কিছুটা সময় ছুটি চেয়ে নেওয়ার অছিলায়-
খেয়ালি ভাবনারা আলপনা টানে মনে,
রঙিন জীবনের মাঝে কত মুহূর্ত কেটে যায় ।
মায়াময় পৃথিবীর আয়নায়
ভালোবাসা নিরেট বোধ হয়।।
কতো বসন্ত ফুরিয়েও ফিরে আসে বারবার,
কতো স্মৃতির রোমন্থন চলে সুদূর পানে চেয়ে,
শুধু সময় চলে গেলে আসে না আর ফিরে ।
ভালোই আছি তাই নিজের চাওয়া পাওয়ার ঘরে।।-
স্মৃতি জমা চৌকাঠে গল্পের সাতকাহন
ইট কাঠ ইমারতের দেয়ালে ভালোবাসা বাসা বাঁধে
অবুঝ মনের ক্যানভাসে রঙ তুলির বাহারে ধূসর বর্ন
ফেলে আসা দিনের প্রাক্কালে
বিদায়ী বসন্ত
শিকড়ের টানে বেলা প্রায় শেষ প্রহর
ঘরের ফেরার সুখটানে অনভ্যাসে জীবন যাপন-
একলা ভীষণ বড্ডো নরম
অবুঝ বড়োই অদম্য সাহস
হিসেব কষে মেলায় পা
তবুও পা পিছলে যায়
অগোছালো জীবন জটে
বাধা আসে প্রতি পদে
তবুও সাহসে ভর করে
এগিয়ে চলার লক্ষ্য পূরণে
প্রতিবাদী নারী আমি
জয় টুকু ছিনিয়ে নিয়ে
সফলতার সোপান বেয়ে
এগিয়ে চলি-
বাঁধা মন সারি সারি বিছানো পথ আলো বেলোয়ারী
দিগন্ত ছুঁয়েছে নদী সমভূমি
শহরের গল্পে শুধু ছাড়াছাড়ি
তুমি আমি যোজন ক্রোশ দূরে আড়াআড়ি
মিলবে না কোনদিন পথ শুধু থেকে যাওয়া
মনের অন্তরালে তারি-
বিরতি নেই যে, দাঁড়িতে থামে না শহর
অভিমান শুধু, মনের কোণে
দুঃখ বিলাপের, খোঁজ নেয় না কেউ কারোর
জীবন বড়োই ক্লিশে গড়িয়ে চলে সময়
স্মৃতিরা শুধু সাথে জুড়ে অসময়ের সম্বল-
বিরতির সন্ধানে মন
চোখ দুটো খোঁজে সুখ
ইচ্ছে মতো হারিয়ে যাওয়া
পরিযায়ী পাখি হয়ে
ছুঁয়ে ফেলা অজানা গন্তব্য
যেখানে শুধুই স্বাধীনতা
সাথে গুটিকয়েক ভাবনা আর খানিকটা নীরবতা।-