-
চিলেকোঠা
__________
চিলেকোঠার অদ্ভুত নিস্তব্ধতা প্রায়শই চমকপ্রদভাবে দুর্ভেদ্য হয়ে ওঠে তার ফোঁপানো ক্রন্দনে,
কিন্তু জনসম্মুখে তার মুখ উজ্জ্বল হয়ে যায় হাসির প্রলেপের আবরণে।
সেই হাসির প্রলেপ তো একটা সামান্য অলক্ষ্যিত মুখোশ মাত্র,
যা সময়ে অসময়ে কাজে লাগে সর্বত্র।
একমাত্র চিলেকোঠাই চেনে তার দুঃখ যন্ত্রনাময় চোখের ভাষা,
তাইতো চিলেকোঠাই তার কষ্টময় সময়ের অদৃশ্য সঙ্গী ও অন্তরঙ্গ ভালোবাসা।
চিলেকোঠা চেনে এমনই কতজনের দুঃখমাখা দৃষ্টি,
মাঝে মাঝে মনে হয় বোধহয় সবার চাপা কষ্ট লুকানোর জন্যই চিলেকোঠার সৃষ্টি।
-
যে শহর আগে মুখরিত হতো, জনতার কোলাহলে
সেই জনমুখর শহর আজ শূন্যপ্রায়, পীড়িত নিস্তব্ধতার কবলে।-
অন্ধকার যেটুকু আলো
লুকিয়ে রাখতে জানে,
জেনে-বুঝেই সেটা শুষে নিয়েছি ।
চোখের সামনে শব্দ ভাঙছে একটু একটু করে ।
আমি তুলে নিয়ে যাবো এঁটো পাতা ।
জোনাকিরা এ মৃত শহরে,
আলো দিতে আসে না ।
এখানে আলোর প্রয়োজন নেই,
এখানে এক-একটা লাশের শরীরে,
উত্তাপ দরকার খালি ।
সারারাত বসে কি জমাও?
উত্তর আসে ; চিৎকার ।
নিস্তব্ধতায় মরতে চাই না যে,
ওখানে একটু কোলাহল পাঠিয়ে দিও ।
থামো ! আমি তর্ক করি ।
নিস্তব্ধতার অনেক জোর, বুঝলে ! অনেক....
- শাশ্বতী 🥀
-
আত্মহত্যা টাই চোখে পড়লো শুধু!
নিশ্বাস পড়লেও যে আজ
কতো নিরীহ প্রাণ ভিতর থেকে মৃত!-
এসো, একান্তে বসি কিছুক্ষন।
শহুরে কোলাহল থেকে কিছুটা দূরে...
নিরালা দুপুরে ভেসে আসা কোন ভুলে যাওয়া গানের সুরে,
শত ব্যস্ততার ভীড়ে, নিরবতাকে স্পর্শ করি।
সন্ধ্যার আবছায়া আলোয় ছবি আঁকি অবয়ব পেলবতার,
ছুঁয়ে দেখি নিঃস্তব্ধ রাতের গহীন অন্ধকার।
এসো, বিস্তীর্ণ নদীখাতের ধারে ঘাস বনে ঘুরে বেড়াই,
জোনাকি পোকার আলোর সন্ধানে।
হাতের মুঠোয় বন্দি করি সময় যা অজান্তে ফুরোয়।
শিশির ভেজা ঘাসে হাত বোলাই..
আঙুলে মাখি ভিজে মাটির ঘ্রান।
পুকুরের জলে পা ডুবিয়ে বসি আরো কিছুটা সময়।
পদ্ম পাতায় ধরে রাখা জলবিন্দুর মতো ক্ষয়ে যাওয়া প্রহর,
এসো কিছুটা ক্লান্ত বিভাবরী নিভৃতে কাটাই।-
....নিস্তব্ধতা....
আমাদের নিস্তব্ধতা,
হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাওয়ার পথে..
আমাদের নিস্তব্ধতা,
পরস্পরের দিকে একসাথে একদৃষ্টে তাকাতে..
আমাদের নিস্তব্ধতা,
আচমকা বসন্ত আসাতে..
আমাদের নিস্তব্ধতা,
মনের কথা পড়ে মুঠোফোনের এপার-ওপারে..
আমাদের নিস্তব্ধতা,
স্বপ্নে তাঁকে দেখা কোনো এক অচেনা পাহাড়ে..
আমাদের নিস্তব্ধতা,
অন্য রঙে সহসা রাঙানো..
আমাদের নিস্তব্ধতা,
কথার শিহরণে কল্পনা সাজানো..
নতুনত্বের আস্বাদন..
রোজ নতুন করে চেনা,
গভীর নিস্তব্ধতায়..
বন্ধুত্ব, ভালোলাগা, আবেগ লুকিয়ে..
বেনামী সম্পর্কের গোপনতায়।-
সময়টা না হয় রাত্রি হোক,
সাক্ষী হোক পীত বর্ণা একফালি সেই চাঁদ,
সম্মুখে ধূসর সমুদ্র থাক-
দিগন্ত না হয় পাহারা দিক...
নৌকাটা, তার ক্লান্তি ঝাড়ুক ভেজা বালির প্রান্তরে
আমরা না হয় থমকেই থাকি-
শব্দেরা না হয় বন্দি থাক,
তোমার আমার চোখের ভাষায়।
-
অজুহাত দিয়ে সে মিথ্যে গল্প বানায়
যন্ত্রনা প্রকাশ করা তার স্বভাব নয়..-