আজও বেলা শেষে
হাজারো প্রতিশ্রুতিরা কেবল শব্দ বিশেষ।।-
আমি রাজত্ব করি বন্ধুদের হৃদয়ে আর
শত্রুদের মস্তিষ্কে।।
আজও কিছু কথা পড়ে থাকে
ধুলো জমা চিঠিতেই,
বাম বুকের হৃদয় নামক ডাকবাক্সে;
কখনো হয়ে উঠেনা আজও বলা।।
-
ইচ্ছেরা সব হারিয়ে গেছে কবে,
মুহুর্তগুলো আজ চির নির্বাসিত।
নিজের জন্য বাঁচতে হবে তাই,
আমার জন্য কোথাও কেউ থেকে যাবে স্থায়ী।।-
হারিয়ে যাবো হঠাৎ কোনো একদিন,
জীবন বড়োই ক্ষণস্থায়ী!
মিছেই তারে নিজের মানো,
ভালোবাসা তো পরিযায়ী।।-
আমার মতোই তোমারও কাছে জানা,
এই শহরে আর ফিরবে না;
নতুন কোনো ভালোবাসার আলো!
-
শেষ দেখায় অন্ততপক্ষে সত্যি বলে দিতেই পারতে,
"ভালো থাকো" বলেই কি সত্যিই ছেড়ে যাওয়া যায়!!-
জীবনের অগোছালো পৃষ্ঠাগুলো আজ এদিক ওদিক ছড়িয়ে,
মাঝে মাঝে মনের কোণে উঁকি মেরে পারতাম যদি ইতি টানতে ক্রমান্বয়ে সাজিয়ে!-
মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মন,
কেনো এতো চাই তোরে জানি না কারণ!
দু-চোখের কারসাজি, মন বলেছ রাজি,
কি করে আমি আর করবো বারণ!
ভাবনার বন্দরে তোর চলাচল,
ভালো লাগে স্বপ্নে এই কোলাহল!
তোকে আকাশ করে,চলেছি এ পথ ধরে;
হাওয়াতে শুনি তোর কথাপকথন।।-