Rimpa Kundu   (Rimpa)
79 Followers · 20 Following

read more
Joined 4 April 2019


read more
Joined 4 April 2019
12 FEB 2024 AT 23:32

পরে মনে প্রথম দিনে...
মোর মস্তক তব বক্ষে,
কপোল বেয়ে অশ্রু ধারা
দুটি হাত দিচ্ছে সাহারা।
হঠাৎ, দুটো ঠোঁটের ছোঁয়া
ললাট মাঝে হলো আঁকা;
মোচর এলো বক্ষ মাঝে
বুঝি, এই হারালাম
তোমাকে!

-


6 FEB 2023 AT 0:33

নদীর স্রোতের মতো
বসন্তের বাতাসের মতো-
যে রকম বয়ে গেছি,
শিরার রক্তের মতো
স্নায়বিক স্পন্দনের মতো...
থেকে কিন্তু কখনোই যায়নি,
স্থায়ী আমি কোনোদিন-ই হইনি।

-


25 NOV 2022 AT 23:16

বন্ধ চোখ
চেনা মুখ
চেনা স্বর,
না বলা কথা
লুকানো চিঠি
আর শেষ টা!
অপূর্ণতা....

-


3 JUL 2022 AT 0:38

কিভাবে?
বিশ্বাস- এ ভর করে ।

-


27 JUN 2022 AT 18:03

রাত্রি তখন মধ্য
ঘড়ির কাঁটারাও একত্রিত,
হঠাৎ কিছু ছবির মাঝে-
অসামান্যা রং, সাজে
অনন্যা, অপরূপা
চোখগুলো যখন খুঁজছিল নাম,
'নন্দিনী' লেখা দেখলাম।

-


9 MAY 2022 AT 11:57

Rejection is not my intention,
Actually
Time is not perfect, to
ACCEPT.

-


4 MAY 2022 AT 17:05

ওই হাজার সবুজের দলে,
ফিরবে না জানি
ওই বাদামি গাছের ডালে,
ফিরবে না জানি
ওই আকাশের নীলে;
বিবর্ণ হলে
সবুজ হারালে,
ত্যাগ করলে মায়া,
লুটিয়ে পড়লে...
আঁচল পাতল
ধরিত্রী মাতা ।।

-


2 FEB 2022 AT 20:50

সূর্য কেবল দিগন্ত ছুঁল,
চন্দ্রমা ও উপস্থিত,
জলের ধারে তারার পানে...
ছিলেম চেয়ে দুজন মিলে।

হঠাৎ! তুমি ছাড়লে হাত
গেলে কোথায় চলে ?
পথচলতি সব মানুষের ভিড়ে
করেই গেলে একলা মোরে ।।

-


1 FEB 2022 AT 19:28

সৌন্দর্যের অপরূপ মগ্নতায়,
তোমার শব্দে দৃষ্টি অপলক
তোমাতেই পরম তৃপ্ত অনুভব।

-


15 NOV 2021 AT 17:41

শরীর জুড়ে শিহরণ,
হেমন্ত হাসছে প্রকৃতি জুড়ে...
ঠিকঠাক প্রাণবন্ত হতে পারল কি?
বর্ষা এখনো কাটাতে পারেনি মায়া!
তাই তো মেঘ সরাচ্ছে না তার ছায়া।

-


Fetching Rimpa Kundu Quotes