Moon Dutta   (মুন🥀)
876 Followers · 2 Following

read more
Joined 27 August 2019


read more
Joined 27 August 2019
23 AUG 2020 AT 9:31

Pray for others & help them who need help.

-Moon.

-


25 JAN 2020 AT 8:51

নিরাসক্ত কাব্যেরা আবেগসিক্ত বিষয় খুঁজে চলে,
জীবন্মৃত অনুভূতিরা দাবানলের মতো করে জ্বলে।
অভিলাষের মিথ্যে প্ররোচনায় উদাসী উজান ভাসে,
প্রেমের কবিতা হয়ে মিশছে ময়দানের দুব্বা ঘাসে।

তিলোত্তমা আজ ধুঁকছে কেবল বিরহের জ্বরে,
পরিযায়ীর আনাগোনা সারাক্ষন ব্যস্ত বন্দরে।
দিনশেষে সেই নির্জন হতেই হয় ব্যস্ত "বন্দরকে",
তাই আমার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিৎ "আমিকে"।

-


16 JAN 2022 AT 18:23

চলতে হবে একাই যখন,
সামলে নিও নিজের শোক।
'সম্পর্কের কথা' নাহয় থাক এখন,
এবার নিজের সাথেই বন্ধুত্ব হোক।।

- তিথি দত্ত।🥀

-


4 JAN 2022 AT 17:18

'জীবন' সবাই কাটায়।
জীবনের সংজ্ঞা জানে কজন!
প্রতিশ্রুতি সবাই দেয়।
শেষ অবধি রাখে কজন?

- তিথি দত্ত। 🦋

-


14 NOV 2021 AT 16:35

কথকতায় নীরবতার ভিড় তখন,অপেক্ষা করেনি কেউ।
মেঘ করেছিলো সেদিনও খুব,কেবলই বৃষ্টি হয়নি।।
বিরক্তি স্রোতে আকুলতা তখন অনেকখানি ফিকে।
পার্থক্য শুধু, সেদিন ছিলো অনুরাগ আর অভিযোগে।।

- তিথি। 🦋

-


13 JUL 2021 AT 22:01

ভাঙাচোরা পথ,গল্পের মোড় অজানা অশনি সংকেত;
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া সংশয়ের কাছে শত্রুত্ব প্রকট।
ফেরারী স্মৃতি,কাঁটাতারে ঘুরে মিথ্যেই ক্ষতবিক্ষত;
বর্তমানে 'আমি'র অস্তিত্ব সূর্যমুখীর ন্যায় অপ্রতিহত।

@তিথি দত্ত।🥀

-


20 APR 2021 AT 19:05

প্রত্যাশাহীন করে নিজেকে গড়ে নিলাম ।
কতোজনই তো কাব্য লেখে 'কারোর' নাম করে,
সবাই কি আর "শ্রেষ্ঠ কবির" তালিকায় পড়ে ?

-


20 APR 2021 AT 16:39

প্রত্যাশার রাতগুলো আজও ঘন কালো।
পরিযায়ীরা এখনও ঘর খুঁজে বেড়ায় রাস্তায়,
বিকেলগুলো রোজ বাঁচে স্থায়ীত্বের ব্যর্থ প্রচেষ্টায়।

-


17 APR 2021 AT 19:31

1) Self-respect.
2) Love.
3) Trust.
4) Action.
5) Intention.

-Moon.🥀

-


9 JAN 2021 AT 10:02

অনুভূতিরা শ্বাসকষ্টে ভুগতে থাকে,
বেনামী চরিত্রেরা উপসংহারে অপ্রাপ্তির ব্যাখ্যা রাখে।

-


Fetching Moon Dutta Quotes