-----ওরা যারা দূর থেকে ভালোবাসে-----
টোকা দিলে মগজ মনের কিনার
বুকের খাঁচায় হাজার ঢেউয়ের লড়াই !
পাছে বাইরের কেউ শব্দ শুনে ফেলে
ঢোক গিলে সব কষ্টগুলো জুড়াই..
সৈনিক ভোলে নিজেদের ডাকনাম
তুমি হদ্দ বোকা, চোখ জুড়ে রক্তজবার আলো...
অজুহাতে বোনো মাঝরাতে জ্বর শুধু,
মেখে দেখো তার আতর,কাজল কালো..
হাত ধরে তার মাঝসমুদ্রে নামো,
স্পর্শ হবেই অনুভূতি এক জাহাজ।
ভরে বালি কাঁটায় দুটো প্রহর থামো,
মেপো ফিকে অন্ধকারে চাঁদের নীলচে কোলাজ...
যদি পারো তার ছুঁয়ে দেখো আহত চিবুক ,
ধুলোমাখা আঁচলে বেঁধো ভাঙাচোরা ঝিনুক !
ফের ভরে দিও আলগোছে কাটাকুটি ক্ষতের,
যেমন নোনাজল কলঙ্ক মোছে সমুদ্র সৈকতের..
চুপিসারে ফিরে যেও খুনসুঁটি দিনে
রোদ্দুর-বিকেলে মেঘ নিও এক ফাঁকে চিনে,
সূত্রগুলো ওলট পালট, ভুল অঙ্কে হাসি
তার চেনা ঠোঁটের কোণে এঁকে দিও...
ভালোবাসাবাসি!
আলো মাখা রিংটোন -
বুকের ভেতর স্বপ্ন কঠিন !
না ছুঁতে পাওয়া দুজন পোষে ভালোবাসা রাত্রিদিন...
আর কথার পরতে রোজ বেড়ে চলে টুকরো ঋণ ।
বাসা খুঁজে নিয়ো তার ওই মুঠোহাতে,
আকাশ ছুঁতে চেয়ো অগোছালো রাতে...
তার স্বপ্নের ঠিকানায় উড়িও কতক নীল পাখি ,
তার হারানো জামার বোতামে, হয়ে ঝরে পড়ো....
কালবৈশাখী !
তার চেনা ঠোঁটের কোণে এঁকে দিও একমুঠো.....-
দূর থেকে ভালোবাসতেও ❤
জানতে হয় আদব- কায়দা😎
যেটা সকলের হয়ে ওঠে না🙃
বুঝলেন "দাদা "😊😊😊।।-
দূরত্ব প্রেম আজও বিদ্যমান
বিশ্বাস-কে প্রমাণ করে।
প্রেমিক হৃদয় রয়েছে অপেক্ষায়,
নির্ঘুম রাএিযাপনায়।।
-
কিছু ব্যর্থতা চায় সার্থক হতে,
পাওয়া কষ্ট ভুলিয়ে তৃপ্ততা দিতে;
কিছু ভুল বোঝা,কিছু অকারণ সন্দেহ,
তার নখদন্ত উন্মুক্ত করে প্রতিমুহূর্তে
আমার হৃদয়কে করেছে বিদ্ধ।
সহনশীলতা আজ সংকটাপন্ন,
সে তো ধ্বংসপ্রায়,মৃতপ্রায়,
ধ্বংসপ্রাপ্ত হওয়ার আগে তাকে রক্ষা কর।
দূরত্ব অসীম-তাকে ক্ষুদ্রতম করার ইচ্ছা প্রবল,
এখনও যে অন্তরঙ্গ হওয়া বাকি।-
তুমি সূর্য হয়ে উজল কিরণ ঢালো...
আমি সবুজে সবুজে ক্লোরোফিল নেবো মেখে।
সালোকসংশ্লেষ তোমার সাথেই আমার,
তুমি শতযোজন দূরেই কেন না থাকো!-
অকস্মাৎ দেখি হারানো সুখ আমার সম্মুখে দাঁড়িয়ে...
তোলপাড় মনের দূরত্বের পরিধি আজ ধরা দিল,তোমায় পেয়ে।-
মহালয়ার রাত বারোটা ফোন করে happy mahalaya বলার মধ্যে মহালয়া হয়না, সকালে বীরেন্দ্রকৃষ্ণভদ্রের গলায় মহালয়া শুনে সকাল-সকাল শুভ মহালয়া বলার মজায় আলাদা তোমাকে। তারপর তুুমি কী পরবে কোনদিন আমার জামার সাথে match হবে কতটা! তা দেখার কত বড়ো দায়িত্ব আমার দুই-তিন দিন। ষষ্ঠীতে আমার ওই চুড়িদার আর তোমার সেই জামা আর চশমাটা কী দারুণ মানিয়েছে, সপ্তমীর হালকা হলুদ কুর্তি আর তোমার হালকা হলুদ কুর্তা উফফ কী মানাচ্ছে, অষ্টমীতে তোমার আমার একই দোকানে একই রকম সাড়ি আর পাঞ্জাবি ওটারতো তুলোনাই হয়না, নবমীর কালো লালের combination শুধু এটাই বলবো just awesome।দশমীর দিন দুজনেরই সিন্দুর রাঙা-গালদুটো সব কিছুকে হার মানায়। তবে সব plan হওয়া সত্বেও অঞ্জলি গুলো একসাথে দেওয়া হলোনা, আবার একসাথে হাত ধরে মণ্ডপে-মণ্ডপে ঘোরাটাও হলোনা। ভাগ্য ভালো Google Duo ছিলো নইলে দেখাটাও হতোনা, আমাদের-যে long distance relationship সব plane-র সত্বেও সাথে থাকাটা পুজোয় হয়ে উঠলোনা,আবার একটা বছরের অপেক্ষা, আবার plan next year-এর আসবে বলে, মাকেও এতাই বলা পরেরবার জেনো অঞ্জলি গুলো একসাথে দিতে পারি,আর জমিয়ে সিন্দুর খেলতে পারি দশমীর দিন তোমার সাথে। অনেক দূরত্ব বাঙ্গালি প্রেমের পুনরায় মিলন হয় এই দুর্গা পুজোয়।
-
রোজই তো খুঁজি, প্রেমের অনুভূতি কথার অন্তরালে;
দূরত্বটা ঘুচে যায়, ভালোবাসার ছোঁয়ায় সামনে দাঁড়ালে।-