চোখে অন্ধকার সয়ে গেলে সে আলো খুঁজে নেয় ঠিক ।
শুধু সেই সয়ে যাওয়ার সময়টুকু দেওয়া প্রয়োজন !-
যখন বুকের মধ্যে ধুলোর ঝড় ওঠে !
প্রত্যেকের জীবন গোটা একটা উপন্যাস।
আর প্রত্যেকেই,
নিজের গল্পের নায়ক আর অন্যের গল্পের খলনায়ক।
দুটো চরিত্রকেই আপন করা শিখে নেওয়াই ম্যাচুরিটি!-
কালও ছিল মান আর হুঁশ, আজ রাতে শূন্য তা
জলের দরে কিনছে মানুষ, মনখারাপ আর শূন্যতা।-
-----ওরা যারা দূর থেকে ভালোবাসে-----
টোকা দিলে মগজ মনের কিনার
বুকের খাঁচায় হাজার ঢেউয়ের লড়াই !
পাছে বাইরের কেউ শব্দ শুনে ফেলে
ঢোক গিলে সব কষ্টগুলো জুড়াই..
সৈনিক ভোলে নিজেদের ডাকনাম
তুমি হদ্দ বোকা, চোখ জুড়ে রক্তজবার আলো...
অজুহাতে বোনো মাঝরাতে জ্বর শুধু,
মেখে দেখো তার আতর,কাজল কালো..
হাত ধরে তার মাঝসমুদ্রে নামো,
স্পর্শ হবেই অনুভূতি এক জাহাজ।
ভরে বালি কাঁটায় দুটো প্রহর থামো,
মেপো ফিকে অন্ধকারে চাঁদের নীলচে কোলাজ...
যদি পারো তার ছুঁয়ে দেখো আহত চিবুক ,
ধুলোমাখা আঁচলে বেঁধো ভাঙাচোরা ঝিনুক !
ফের ভরে দিও আলগোছে কাটাকুটি ক্ষতের,
যেমন নোনাজল কলঙ্ক মোছে সমুদ্র সৈকতের..
চুপিসারে ফিরে যেও খুনসুঁটি দিনে
রোদ্দুর-বিকেলে মেঘ নিও এক ফাঁকে চিনে,
সূত্রগুলো ওলট পালট, ভুল অঙ্কে হাসি
তার চেনা ঠোঁটের কোণে এঁকে দিও...
ভালোবাসাবাসি!
আলো মাখা রিংটোন -
বুকের ভেতর স্বপ্ন কঠিন !
না ছুঁতে পাওয়া দুজন পোষে ভালোবাসা রাত্রিদিন...
আর কথার পরতে রোজ বেড়ে চলে টুকরো ঋণ ।
বাসা খুঁজে নিয়ো তার ওই মুঠোহাতে,
আকাশ ছুঁতে চেয়ো অগোছালো রাতে...
তার স্বপ্নের ঠিকানায় উড়িও কতক নীল পাখি ,
তার হারানো জামার বোতামে, হয়ে ঝরে পড়ো....
কালবৈশাখী !
তার চেনা ঠোঁটের কোণে এঁকে দিও একমুঠো.....-
Isn't it magical when someone says I trust you and
You have more power than you can think off!-
আগুন ছাড়া বারুদ যেমন
নামেই বাগান, শূন্য কুঁড়ি।
হাতের মুঠোয় ইস্তফা আর
নিজেই নিজের কবর খুঁড়ি।-
খানিক ইচ্ছে করেই রাখিনি কখনো
নতুন জগৎ, নতুন সংসার
তবুও আঁকড়ে ধরিনি একদিনের জন্য।
ফুলশয্যার রাতেই যে অদৃশ্য রেখা টেনেছিলাম
তুমিও কোনোদিন স্পর্ধা করোনি পার করতে।
তোমার গন্ধ নাকের নথ করিনি,
তোমাকে দোসর করিনি একদিনের জন্য।
তবুও একটা ছবি তৈরি হচ্ছিল সবার অলক্ষ্যে
প্রেম হয়েছিল আমাদের? না না আশ্রয় সম্ভবত।
উথাল পাতাল হয়ে এসেছিল সব,
যেদিন না ধরা হাত ছেড়ে এলাম।
রেখাটা সেই কবেই চাপা পড়েছে চোরাবালিতে;
যেদিন জেনেছি ফিরে দেখলে মায়া বাড়ে
সেদিন থেকে ফিরে ফিরে দেখেছি
দেখেছি এক যুগ পরেও মায়া মাখা পিছুটান!-
আঁকড়ে ধরতে গেলে যার পিছলে যাওয়াই স্বভাব
চাহিদা শেষে ফুরোবে তুমি, ফুরোবে তোমার অভাব।-
কেউ কেউ ভীষণ অভিমানী,
কারো গাল বেয়ে উষ্ণতা নেমে আসে।
কেউ কেউ সত্যিকারের কাছের,
কেউ কেউ অভ্যাসে ভালোবাসে।-
যে চোখের সাথে কথা বলা যায় না,
তারা খুব সহজেই অন্যকে জ্বালিয়ে দিতে পারে।-