QUOTES ON #ডাক্তার

#ডাক্তার quotes

Trending | Latest

স্টেথোস্কোপ টা শক্ত করে ধরে,
ধরেছে তারা জীবনের বাজি।
তারাও যে মানুষ সবার মত,
কজন এটা মানতে হয় রাজি?

দিন রাত্তির এক করে দিয়ে যারা,
রুগীর জন্য সঁপেছে নিজের মন।
তারাই যখন আক্রমণ করে,
বাধা দিতে আসে খুব কম জন।

কখনো চেম্বার কখনো হাসপাতাল,
জীবন তাদের কাটে ওষুধ ঘিরেই,
রুগীর সেবায় ব্রতী হয়েছে তারা,
রুগীর চিন্তা তাদের মন জুড়ে।

অনেকের কাছে ডাক্তার মানে,
অর্থলোলুপ পিশাচ তারা,
ভেবে দেখো তাদের কথা,
কোভিড যুদ্ধে নেমেছে যারা।।

-


1 JUL 2020 AT 22:43

আমরা ঈশ্বর কখনো চোখে দেখিনি
তবু তিনি আছেন অন্তরে সদাই ,
নিত্য মানুষের প্রান বাঁচান যাঁরা,মোরা
তাঁদের ঈশ্বরের আসনে বসাই ।
অপরিসীম ধৈর্যের সাথে সেবা করেন
তাঁরা,বিরক্তি কভূ নাই মুখে ,
তাঁদের একটুকু আশ্বাস বানীই মোদের
সবার মুখে ফোটায় হাঁসি সুখে ।
তাই ডাক্তার হয়েই নিলেন তাঁরা মানুষের
সেবার মতন মহান কাজের ভার ,
কোনো কারণে ত্রুটি বিচ্যুতি ঘটে গেলেই
ডাক্তার হলেও কিন্তু পান না ছাড় ।

-


22 OCT 2020 AT 9:52

ওহে ডাক্তার কত করে পাও তুমি কমিশন?
রোগীদের করছো এমনি করে নিপীড়ন।

পুরোটা পড়তে caption-এ চোখ রাখুন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

-


1 APR 2020 AT 12:40

দিভাই

-


29 MAR 2020 AT 19:16

ডাক্তার আজ মনুষ্য রূপে ভগবান,
জীবন বাঁচানোর যুদ্ধ করছে প্রাণপণ।
ভিনদেশী এক ভাইরাসের চরম প্রকোপ,
অকালে নিচ্ছে জীবন, তাই গৃহবন্দী সব।।

-


31 MAR 2020 AT 10:26

ডাক্তার ওরা, বিরতি নেই কাজের, ভয়নক সব মারণ রোগে
ওদের দেখে শিখেছি রক্ত মাংসের ঈশ্বর কাকে বলে লোকে !

-


1 JUL 2021 AT 13:11

প্রতিদিন অল্পেতেই চলে‌ যেত‌ হাজারো প্রাণ
যদি না থাকতো সাদা উর্দি পরা ভগবান।

আমার চোখে ডাক্তাররা আসল ভগবান
একমাত্র তারাই পারে ফিরিয়ে দিতে প্রাণ।

জাতীয় ডাক্তার দিবস🩺❤️🙏🏿

-


1 JUL 2020 AT 14:00

পৃথিবীর সর্বত্রে ভগবানের অ-ব-তা-র,
অন্যকে বাঁচালে পরে তুমিও ডা-ক্তা-র।

-


1 APR 2020 AT 15:47

ডাক্তার রাই আজ সবার ভগবান,
তারাই তো এখন রাখছে আমাদের দেশের মান,
নিজের জীবন বিপন্ন করে সর্বদা করছে লড়াই,
কিভাবে মোরা এদেশ থেকে করোনা কে তাড়াই,
তাইতো জনস্বার্থে গৃহবন্দি হয়েছে যে সবাই,
আমরা সবাই মানবো নিয়ম কেউ কাউকে যেন না হারাই,
এই মহামারীর আতঙ্কে ভুগছে এখন গোটা বিশ্ব,
তাই ডাক্তার আর বিজ্ঞানীরা সর্বদাই ভাবছে কী করে এদের করবে নিঃস্ব।

-



চারিদিকে সোচ্চার চিৎকার....
সমাজ সেবার নামে এ কোন ডাক্তার?
মেধাবী ছেলে বেছে সনদ দেয় সরকার,
মানুষের সেবার ব্রত এই নাকি অঙ্গীকার!

-