QUOTES ON #চোখের

#চোখের quotes

Trending | Latest

বেদনার যে অশ্রুতে, ধুয়ে গেছে আমার চোখের কাজল,,
সেই কাজলেই এঁকেছিলাম তোমায়,
আমার মনের খাতায়,বুঝলেনা তুমি,
ভালোবাসলে না আমায়,
শুধু ধুয়ে গেল কাজল তোমার মনের আঙিনায়।।

-


12 MAY 2020 AT 18:11

তোমার নামের কাজলে,
চোখে ভালো লাগার অঙ্গীকার....
তোমার গন্ধ মাখা নির্ঝরের অন্তিম গন্তব‍্যে,
আমার কাজলের ধার....

-


10 JUL 2024 AT 12:55


চোখের কথায়,

প্রথম দেখার মহেন্দ্র ক্ষণে-
কি কথা লেখা ছিল নয়নে নয়নে।
যেথা মৌন মুখের ভাষা-
সেথা গোপন কথাটি ফুটিয়া ওঠে চোখের তারায়।
ভালোবাসি অনুভবে বুঝে নিতে হয় -
নতুবা মনের ‌কথা মনে জেগে রয়,
অপ্রাপ্তি হৃদ‌য় কোণ‌ বেদনা জাগায় ।
আপন করিয়া‌ বাঁধিতে‍‌ চাহি হায়!
কেন জানি বারেবার বন্ধন টুটে যায়?
প্রণয়ের ভাষা রূপ পায় চোখের কথায়-
চকিত নয়নে প্রেমিক হৃদয়ে প্রণয় জাগায়।

-


28 AUG 2018 AT 20:23

আমারো আছে এক মুঠো রোদ,ধূসর বিকেল;
চোখ ধাঁধানো প্রশ্রয়-নাতিশীতোষ্ণতা,
যেখানে চোরাস্রোতে উবু হয়ে অস্থিরতা নামে,
ব্যাকুলতা হার মানে চোখের স্তব্ধতায়;
সেখানে বাড়াবাড়িতে শুধু তোমায় রাখি,
আর নতজানু হয়ে ভালবাসা মাখি।

-


27 AUG 2020 AT 21:34


তোমার চোখের নীল মনিটায় দেখি
আমার অগাধ ভালবাসা ,
তোমার চোখের কাজলেই দেখেছি
আমার মনের সকল আশা ।
তোমার চোখের তারা দুটি জ্বলজ্বল
করে আমার খুশির আনন্দে ,
তোমার চোখে দেখি অশ্রু ঝরতে মোর
বেদনার বিরহী গানের ছন্দে ।

-


5 NOV 2019 AT 7:50

"চোখের বালি" সেজে যে করবে তোমার প্রেম জীবনে প্রবেশ,

"চোখের তারা" কেরে নিয়ে সেই করবে তোমায় নিঃশেষ।

-


4 OCT 2019 AT 2:11

চোখের পাতায় বইছে স্রোত, অজানা গতির কারণে ,
যা পেয়েছো অথবা দিয়েছি হয়তো যথেষ্ট না ;
বিষাদ মন ফোঁপায়, আছে আরো গচ্ছিত হৃদয়ে অফুরন্ত ,
দ্বার খুলে রইলাম, তবুও ফিরে তাকালে না।

-


15 DEC 2017 AT 0:14

দূরে আছ,সুখেই আছ,বেঁধেছ সুখের নীড়,
দুঃখের আঁচ লাগবে না সেথায়,হবে না মন চৌচির।

-


12 MAY 2022 AT 9:55

চোখের মাঝে এক ফোঁটা জল
বুকের ভিতর শুধুই কোলাহল

-


12 MAR 2020 AT 20:28

তোমার সঙ্গে আজ যুদ্ধ করতে চাই
বাণীর যুদ্ধ নয়
শব্দের যুদ্ধ নয়
কি শক্তির যুদ্ধ নয়
চোখের সঙ্গে চোখের যুদ্ধ
দেখবো তুমি জিতবে না আমি জিতবো।
চোখের পাতা কার আগে পড়বে
যদি তুমি হেরে যাও তাহলে আমার কাছে
বন্দী হবে ।
যদি আমি হেরে যাই তাহলে তোমার কাছে
আজীবন বন্দী হবো।
সম্মতি আছে কি তোমার এই শর্তে ?
নিহার✍️





-