ফুটপাতের সস্তা ঘুমে চাঁদের আলো মাখা
ঠান্ডা ঘরেও ঘুমের বড়ি বোঝায় কষ্টে থাকা-
অতল সাগরে ডুব দিয়েছি,গভীর বড্ড আকারে;
ভালোবাসা বিষ'র অধিক বলে দিও তারে।-
রাত্রি যখন পাশ ফিরে শোয় ক্লান্ত দুটি আঁখির সনে,
রাত জাগা শেষ তারার দেশে চুপিসারে সন্ধ্যা নামে।-
আলোআঁধারি খেলায় মেতে মন,
কার্নিশ ছোঁয় অপেক্ষাদের গান,
স্বপ্নগুলো সত্যি হত যদি,
হয়তো আবার সংসার সাজাতাম।
ঘুম ভেসে গেছে অচেনা চোরাস্রোতে,
জানলা ছুঁয়েছে বোবা রাতের প্রহর।
লুকোচুরি খেলায় মেতেছে অনুভূতি,
সাজাতে চাইছি তোমার আমার গ্রহ।।
-
ঘুম দরজা ছেড়ে বেরিয়ে যায়,
নিঃশব্দে।
আমি ছুঁয়ে দিতে যাই কেবল,
স্বপ্ন দেখব বলে,
আমার কাছে স্বপ্ন আর তুই এক।
হাত পিছলে যায়-
ধরা হয়না আর তোকে।
স্বপ্নটাও তোর মতো
ধরতে গেলে বেরিয়ে যায় জলের মতো।
মাঝে থেকে আর ঘুম আসে না আমার।।-
ভীষণ রকম গুটিসুটি
কিছুই নয় পরিপাটি
শীতের দিনের সকালটি
ঠান্ডায় অবশ দাঁতকপাটি
পাশ ফিরে শুয়ে দিচ্ছি ঘুম
মায়ের তখন ডাকার ধুম
" আর মা ১০টা মিনিট "
এই Dialogue সুপারহিট
উঠে বসতে পারলে একবার
ক্লান্তি তখন সত্যি দুর্নিবার
শীতঘুম না তোমার Spirit
এই নিয়ে প্রতিবছর fight ✔︎
— % &-
মেঘের পালক বুলিয়ে আনলে ঘুম
ঘুম ভাবলে, "কোথায় আনলে আমায়?"
ঘুমকে বললে মুচকি হেসে তখন
"শেষ তারাটা যেইখানে রোজ দাঁড়ায়।"-