QUOTES ON #গোলাপ

#গোলাপ quotes

Trending | Latest
15 MAY 2020 AT 21:38

সেদিন যারা গোলাপ নিয়ে দুজনে দুজন হাতে,
চোখের চাওয়ায় মন পেতে চায় 'ভ্যালেন্টাইন ডে' তে।
আজও তারা অনলাইনে গোলাপ পাঠায় রোজ,
সুপ্রভাতের 'শুকতারাটা'র 'কোয়ারেন্টাইনে' খোঁজ।

-


7 FEB 2020 AT 18:31

মনের ক্ষতে সোহাগ মেখে
একটা অজুহাত–
ভালোবেসে যত্নে রেখো,
তোমায় দেওয়া সেই 'সাদা গোলাপ'...

-


7 FEB 2020 AT 17:52

গোলাপ ওঠাতে কাঁটা ছাড়িয়ে,
ফুলটা তোমায় দিলো।।
গাছটা তাঁর প্রাণ হাঁড়িয়ে,
ক্ষনিকে মান-সম্মান করালো..





পড়লো ভেঙে, গোলাপটা- গোলাপের রসে..
প্রেমিকটাও রঙে জুড়লো, প্রেমিকের বসে..
দুজনের আব-ভাবটা, গোলাপ কি? আর বুঝবে..
গোলাপের স্বভাব 'যা', গোলাপী!!! কেই... খুঁজবে।।

-


7 FEB 2020 AT 23:13

~-ঃগোলাপঃ-~
একগুচ্ছ গোলাপের পরশে যে ভালোবাসা আকাশ ছুঁয়ে,সম্পর্কের উজ্জ্বলতা রবির মতো দীপ্তিমান করতে চেয়েছিল,গোধূলির মৃদু আলোয় সেই ভালোবাসা গোলাপের কোমলতা স্পর্শ করতে পারেনি,শুধু পেরেছিল তার কাঁটায় নিজেকে দগ্ধ করে জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাতে।

-


7 FEB 2020 AT 12:10

......

-


7 FEB 2021 AT 9:09

একটা গোলাপ তোমার নামে,
পাঠিয়ে দিলাম মনের খামে।
আর একটা
বৃষ্টি ভেজা গোলাপ হাতে,
শুরু হলো প্রলাপ প্রাতে।

-


7 FEB 2020 AT 18:38

গোলাপগুলো আজ নিষ্প্রাণ প্রায়,
পরষ্পরের অভিমানের চোরাস্রোতে৷
শুধু পাপড়ির গন্ধে বেঁচে থাকে স্মৃতি,
একলা থাকার অভ‍্যাস নিদ্রাহীন রাতে৷

-


12 MAR 2021 AT 15:22

অনেকেই ভালোবাসে' কিন্তু
পায়না সকলে লাল গোলাপ।
অনেক সময়,ঠোঁট ছুঁয়ে প্রতিবাদ ও দীর্ঘ
মিছিলেও সফল হয়না ইনকিলাব।

-



লাল গোলাপ শুভের প্রতীক সর্বক্ষেত্রে হয় আকৃষ্ট
কালো গোলাপ কেন হয় অশুভের প্রতীক সর্বক্ষেত্রে অবহেলায় পৃষ্ঠ??
রঙ বদলানোর সাথে ফেলি করে খুব সহজেই আমরা শুভ- অশুভের বিচার
তেমনি করে ফেলি মানুষের ক্ষেত্রে, রূপ সৌন্দর্য সবটুকুই থাকে শুধুমাত্র ফরসার।
ভাবি আমরা কালো জিনিস সে একেই কালো ,সে কী পারে হতে রূপ সৌন্দর্যের অধিকারী??
তাহলে বলবো তখন আপনার মানসিকতা বদলানোর এখন হয়ে পড়েছে খুবই দরকারি ।
তাই বলবো কোনো জিনিসের ভালো- মন্দ,শুভ-অশুভ করবার আগে বিচার
জিনিসটাকে আপন করে পরোখ করে দেখে নিন একটিবার ।




-


11 APR 2019 AT 17:15

আমরা দুজনে মিলে বাগানটা যখন সাজিয়েছিলাম-
সে বলেছিল, লাল গোলাপগুলো ঠিক আমার ঠোঁটের মতো,
আরও বলেছিল, আমাদের প্রেমের গভীরতার সাথে গোলাপগুলো আরো আরো লাল হবে!
জানো, সেদিন হঠাৎ আসা কালবৈশাখী সারা বাগান তছনছ করে দিয়ে গেছে, গোলাপের গাছটাও-
বাঁচাতে পারিনি আমি, ঠিক আমাদের সম্পর্কের মতোই।

তুমি আমার হাতটা ধরে বললে, চলো আরেকটিবার বাগান সাজাই -
এবার প্রেম দিয়ে গাছ পুঁতব, ভালোবাসা ভরে জল দেব, আদর মাখিয়ে দেব প্রতিটা পাতায়।
আমি বললাম, প্রেম করা যে বাগান তৈরির মতো সহজ নয়
তুমি বললে, আমি তোমায় ভালোবাসব, তছনছ হয়ে যাওয়া বাগান আবার সাজিয়ে তোলার মতো-
যত্ন আর ধৈর্য নিয়ে, পাশে থাকব কালবৈশাখীর রাতেও-
গোলাপের গাছখানা দু-হাত দিয়ে আগলে রেখে।




-