বুকের মধ্যে সুপ্ত আগ্নেয়গিরি যেন হঠাৎ-ই জীবন্ত হয়ে ওঠে কোনো এক ভারী বর্ষনের প্রতীক্ষায়,
সময় থমকে যায় কিছু একটা কল্পনাবিলাসী আকস্মিক ব্যাপারের আশায়।
সেই মুহূর্তে গুনতে ইচ্ছে হয় প্রতিটি হৃদস্পন্দন, বারে বারে হই মুগ্ধ,
ঠোঁটকাটা মেয়েটিও তার Crush-এর সম্মুখে যায় তুতলে, হয়ে পড়ে নিস্তব্ধ।-
কাজল কালো চোখের নেশায় হিমসিম খাওয়ার ইচ্ছে জাগে ।
ঠোঁটের নিচের ছোট্ট তিলে অনুভূতি গুলো দাগ কাটে ।
তোমার চোখের দিকে চেয়ে দেখেছি , পৃথিবীর সব সুখের ঠিকানা ।
তোমার হাসির মাঝে খুঁজেছি আমি প্রেমানুরাগের ছোট্টো বাহানা ।
তোমার মৃদু স্বরের কন্ঠে পেয়েছি , তোমার আমার প্রেমালাপ ।
আমি নাকি পাগল হয়েছি , এটাই ছিলো হয়তো তোমার প্রভাব ।-
ক্রাশ 😍 আর টুথ ব্রাশ;
দুটোই সময়মতো পরিবর্তন করা উচিত😉
এতে স্বাস্থ্য ভালো থাকে😜-
সকাল রোদমাখা আদরের
কফি কাপে প্রথম চুমুকে
বারান্দায় স্নিগ্ধ বাতাসসে শুধু তার কথা
আর সারাদিনের ঘটনার ক্লান্তি
দূর করে আমার একতরফা প্রেমের রস গল্প।
শেষের বেলায় সান্ধ্যশাখে মন উতালিপাতালি
করে তাকে পাবো না জেনেও মিথ্যা আশার জাল
বোনে আমার শরীর।
মনে হয় কোনো অদৃশ্য জাদুজালে একবার;
শুধু একবার!! তাকে আমার সামনে চাই!
ভেসে যায় সেই সবস্বপ্ন শহরের সেই বাস্তব অলৌকিকের ভীড়ে।-
ভারতের মহিলা ক্রিকেট দলের প্রতি, যাদের সংশয় এখনো কমেনি
তাদের এখনো অজানা, ১৮ নং জার্সির রান মেশিন হওয়ার কাহিনী।
২৫তম শুভ জন্মদিন জাতীয় ক্রিকেট ক্রাশ (স্মৃতি মন্ধানা)🎂♥️-
ওরে মেঘবালিকা,
এই ছোট্ট ছেলেটার কথা একটিবার শোন,
তোকে যে আমি দিয়ে ফেলেছি আমার মন;
জানি হয়তো তুই অনেক ছেলেরই ক্রাশ,
কিন্তু তোকে ছাড়া যে আমার কাটে না অবকাশ;
জানিস খুব কষ্ট হয় যখন বৃষ্টি হয়ে কাঁদিস,
শুধু বুঝিনা কেন তমসাচ্ছন্ন অভিমানী হয়ে থাকিস?
আমি আমার মতন করেই খুব ভালোবাসি তোকে,
খুব ইচ্ছে করে তোর' আকাশ 'হয়ে থাকতে, যা বলবে বলুক লোকে।।-
তাকেই ক্রাশ বানিয়াে , সারাজীবন পাশে পাবে যাকে ...
প্রিয় ! ভুলে যেও না , ক্রাশ - এরও কিন্তু ক্রাশ থাকে।-
শেষ প্রোপোশাল
তোর শহরে মড়ক লাগে, ডিপ্রেশনের অজুহাত,
কারা দায়ী খুঁজতে বসি, একলা ঘরে দিন-রাত
বাঁচবো কি না দূরের কথা, মৃত্যুভয় নিপাত যাক
বলার ছিল জমানো ব্যথা, বন্দিদশায় মুক্তি পাক।
বলার ছিল তিন মহাকাশ, সময় অল্প সেই তুলনায়,
বলারটুকু বলে ফেলি, যদি চলে যাই ওই দুনিয়ায়।
তার আগে একটা বার তোর কথাই ধরে চলি
সংক্রমণে প্রেমের দাওয়াই, তোর ঠিকানায় হারিয়ে ফেলি।
বড্ডো বেশি মন কাড়িস, ক্রাশ খেয়েছি বহু আগে
তোকে ভাবলে ভাইরাস ছাড়াই, বুকের ভেতর খুব লাগে,
হয়তো এটা শেষ প্রোপোশাল, সভ্যতার এই শেষের ক্ষণে;
একটুখানি জায়গা দিবি, তোর ওই মনের কোণে??
-
আমার ক্রাস
ওর ক্রাসের জন্য অপেক্ষারত...
বিষয়টা বড় বেদনার
তবুও থাকছি বিরত ।-
প্রথম কালবৈশাখী :-
তোমায় আমি প্রথম দেখি কাল সন্ধের ট্রেনে ।
মনেতে আমার কাল-বৈশাখীর - "ঝড়"
বাইরে বহিছে দক্ষিণে - "বাতাস"
আর অন্তরে হচ্ছে -"বজ্রপাত"
নয়ন দুটি ভ্রমরা যেন । দৃষ্টি ডাকে 'মরন' ।।
ভিমরী খেয়ে জ্ঞান হারিয়েছি ।
মনে হচ্ছে প্রেমে পড়েছি ।।
কিন্তু একি তোমার হাত যে অন্য হাতে ... ।
বোধহয় কোনো "বয়ফ্রেন্ড" ।।
তা নয়তো আবার কি ।।
-