প্রেমের মাস থাকুক বেঁচে হার্টবিট-দের ছন্দ খুঁজে,
মনগড়া গল্প লিখছি জেদি ডায়রির ছেঁড়া কাগজে;
মুখোশ-ঢাকা উদ্বাস্তু হৃদয় এভাবেই আড়ালে থাক্,
শেষ দুপুরের ট্র্যাফিক জ্যামে তার বুঝি মনখারাপ?
-
♡হোপলেস্ রোমান্টিক🙃!
♡অরিজিৎ-জুবিন-অনির্বানপ্রেমী
~ "চোখ-ভাঙা ঘুম... read more
বেঁচে আছি মেকি হাসির jokes-এ,
দূরত্বই ভালো এই 'প্রেম-প্রেম নাটকীয়তা'র চেয়ে,
এই ভীষণ মনখারাপিগুলো বড্ড প্রিয়,
পাথর সাজাই বুকের ভেতর রোজ, ভালোবাসি তবুও,
পুড়তে চাওয়ার কারণ খুঁজি স্মৃতি হাতড়ে,
বেশ তো আছি তোমার দেওয়া অসুখে, নিউ ইয়ারে..-
কাউন্ট স্টার্ট ! ব্রেন-ডেথ নাকি? একুশ মুচকি হাসে,
বছরশেষের কটা দিনে বিনা অজুহাতে জ্বর আসে;
শব্দছক মিলছে না, ওষুধ ফেলেই হাঁটছি রেলিং ধরে,
'কু-আশা'র আঁচড়ে রক্তাক্ত 'কুয়াশা' সান্তাক্লজের শহরে;
অসহ্য শব্দ-শপথ, চিঠি-খামের আর্তনাদ ক্ষয়ে যাচ্ছে;
আয়নার পাশে পেরেকে সাজানো 'ড্রাকুলা-স্যার' হাসছে!
-
বাস্তবের পাকস্ট্রিট শুনশান,
দ্বন্দ্বেরা ভীড় করে মগজে,
তোমার নামে হাজারো ক্ষত,
নীলচে রক্ত ঝরে কাগজে;
ডিসেম্বরের মাঝরাত,
নোনা বাক্যেরা ধমনী বেয়ে নামে,
তোমায় নিয়ে গল্পপর্বটা
যেন আমার মৃত্যুতে এসে থামে !
-
দীপ জ্বালতে হবে, আঁধারটা বেশিই যেন!
ওয়ালপেপারের 'তুই' এমন ঝাপসা লাগছে কেন?
'চোখে পড়লো' নাকি 'মনে পড়লো'! ভারী কষ্ট...
মাইল-দূরের আঁখিজোড়াও কি এখন ভিজতে ব্যস্ত?
এবারের কাজলটা ঘাঁটুক নাহয় মায়াবিনীর,
নেক্সট ইয়ার দেখব মন ভরে, মোম জ্বলবে 'আমাদের'-ই!-
আঁটোসাঁটো রেস্তোরাঁয়, কাঁটা চামচের টুংটাং-এ,
ভালোবাসা থাকুক বেঁচে চা-আইসক্রিম-চাউমিনে,
ঘরবন্দি তাও ভিজছে চিবুক বৃষ্টিতে ভিক্টোরিয়া-প্রেমে,
আজ আমি আবার একা, ঠাসা ভীড়ের মেট্রো-ট্রামে,
আবার জমবে আড্ডা, ফেলে আসা কফি-হাউসে,
রিওয়াইন্ড-এর বাটন খুঁজছি আমি নিউ-নর্মালের মাউসে।-
নীল পাঞ্জাবি আর হলুদ শাড়ির প্রেমকথা চিরন্তন,
পুজোর খুনসুটিতে দুটি মন আজ হারাবে অনুক্ষণ।-
Who will try to comprehend?
Some things couldn't be carbon-copied;
Let the truth be manifested,
In a state of too lunacy, superbly faded;
Being so high, he's soundless,
One among millions of half-dead & scarred;
The enucleated Moon weeps,
For the Earth, for their love be rejuvenated!-
কেউ ঘর বাঁধে black rose-এর নির্মমতায়,
কারোর দিন কাটে কাঁটা‐যন্ত্রণার প্রতীক্ষায়;
কেউ আবার ভীষণ স্পষ্টবাদী যেমন,
কারোর কাছে ভেজা‐বালিশই ভালো‐লাগা তেমন!
কেউ সব ভুলতে চায় প্রেমের ছোঁয়ায়,
কারোর আবার মন দিনশেষে পুড়ে যায়!
'Breathe' শুনে কারোর ঝাপসা কাঁচ,
কারোর শহরে 'Judaai' নামতে দেয় না সাঁঝ;
হ্যাঁ, common একটাই, ভেতর থেকে কেউ যেন বলে ওঠে,
"এবার তো একলা‐ই বাঁচ"।।-
|| সময় ||
দু'জন পারস্পরিক‐বিশ্বস্ত মানুষ যখন সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে 'হাম রেহঙ্গে আপকে সাথ'-এর জন্য প্রস্তুতি নিয়েছে, তখন একটা জিনিস সবচেয়ে আগে ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে সময়। নিজেদের জন্য সময় দিতে হবে; আঙ্গুলগুলো ছুঁয়ে থাকার মত সময়, গল্প করার জন্য সময়, নিজেকে চেনার জন্য, নিজেদেরকে বোঝার জন্য সময়।
সময় না থাকলে ফুচকা‐ঝালমুড়ি থেকে পিৎজা‐বিরিয়ানি কিছুতেই মজা আসবে না। বাকি মনমেজাজ ঠিক রাখার জন্যে তো কখনো মেঘ-বৃষ্টি, কখনো লোডশেডিং, কখনো কিশোর‐মান্না‐লতা‐আশা এঁরা আছেন। শুধু
প্রয়োজন একে অপরের জন্য ধার্য সময়। আর এই সময়
কোনখানে কতটা ইনভেস্ট করা দরকার সেটার পূর্বহিসেব
না থাকলে মুশকিল। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি
একে সামনে চলার জন্য ব্যবহার করবে, নাকি আগুনে
পুড়িয়ে সম্পর্ক হারিয়ে ফেলার ঝুঁকি নিয়ে যন্ত্রনা কিনবে।
চয়েস ইজ ইয়োরস্!-