আজকে যে কারণে তুমি খুশিতে আছো ।
কালকে সেই কারণেই তুমি কষ্ঠে থাকবে ।।
-চিরন্তন-
জ্বলছে আগুন অবিরাম ।
থামছেনা মরন ।
এখনও অনেক কিছু ছিলো বাকি ।
অপঘাতে নিলো এ জীবন ।।
-
বন্ধুত্বের জোড়া লাথি ।
লাথির চটে ঘোরে পাঁচটি কাঠি ।।
দুটো কাঠির ছিল অনেক গল্প ।
এখন কথা হয় অল্প স্বল্প ।।
-
ওলিতে গলিতে আজ শিক্ষক গজিয়েছে বেশ ,
সোশ্যাল মিডিয়াতে তারই ট্রেন্ড বলছে দেশ ।।
প্রাইভেট টিচার দরজা দিল বন্ধ ,
প্রথম যৌবনের তুলতুলে ঐ স্পর্শ ।।
ছড়ির বদলে মুখে তুলে দিল,
রং-তুলির সাদা-কালো অস্ত্র ।।
আমিও নিয়েছি ! তুইও একটু নেএ্ !
ও মাস্টারররর !!-
খোলা চুল ঝড়ে ওড়ে ।
দক্ষিণের হাতছানি ঐ দূরে ।।
মেঘলা এই খোলা ছাদে ।
আমি ভিজি শুধু তোর সাথে ।।-
বিজি বিজি বিজি ।
আমার সারাদিনের সূচী ।।
তুমি what's up -তে আসো ।
আমি চিঠিতেই পরে আছি ।।
তোমার চোখে জমা মেঘ ।
আজ শ্রাবন হয়ে ভাসে..... ।।
ঐ অথই জলে ডুব ।
চল হারিয়ে দিই সুখ ।।-
News make views.
Views make perspectives
Perspective lead to questions.
Question deserve answers.
Answers must be FACT.
-