QUOTES ON #একলাইনেগল্পবলা

#একলাইনেগল্পবলা quotes

Trending | Latest
5 JAN 2020 AT 20:11

অতৃপ্তি মরুভূমির মরুতটে আমি এক ছায়াবৃক্ষ।

-


5 JAN 2020 AT 19:49

প্রায় পুরো রাস্তা ভীষণ জ্যাম, ব্যাস এবার বাড়ি যাওয়া গল্প হয়ে গেলো।

-


5 JAN 2020 AT 20:46

যদিও আমাদের গল্পটা একলাইনেই শেষ হয়েছিল..

-


5 JAN 2020 AT 20:07

উৎসবে হাসি কোটি টাকা উড়ে একমুঠো ভাতে জন্য অনাথ বাচ্চা কাঁদে স্টেশন চত্বরে

-


4 MAY 2020 AT 21:44

যতবার আমি তোমার মাঝে মিশে যেতে চেয়েছি
ততবার তুমি আমাকে হারিয়ে ফেলেছো।।

-



সখী সারা বেলা ধরিয়া আমি তোমারই অঙ্গনে প্রনয়লীলার অন্তরঙ্গের সঙ্গী হইয়া রহিলাম,....

-



আমিও একদিন প্রেমিকা ছিলাম, কোনো এক অপ্রেমিকের গল্পের!

-



তোর লেখার চরিত্র হবো,তুই স্বয়ং আমায় প্রাণদান করিস...

-



সৌন্দর্যের উজ্জ্বলতার কাছে অন্তরের প্রজ্ঞা আজ অন্ধকারে আচ্ছন্ন

-


6 JAN 2020 AT 21:56

বিষাক্ত রাত ! জানালার পর্দাটা সরালেই দেখতে পাবে ঝুলন্ত সন্ধ্যাতারা।

-