তোমার গল্পে আমি কাদম্বিনী হবো,
অপূর্ণ ভালোবাসার দেশে।
সূচিপত্র ও অসম্পূর্ণ তবু ,
অসংখ্য কাদম্বিনী হারিয়ে যায় বইয়ের পাতার শেষে ।।
-
তাই হয়তো আমাদের ভালোবাসা আজ কিংবদন্তি
ঝাঁ চকচকে শহরের আলোতে আমাদের মানায় না।
তার চেয়ে এসো
গঙ্গার ধারে চাঁদের আলোয় হাতে হাত রেখে হেঁটে যাই অনেকটা দূর ।
কথা দিলাম
তোমার হাজার অবহেলাতেও আমার ভালোবাসা হারবে না কখনো,
আমার ভালোবাসা জিতে যায় তোমার হাসির মধ্যে দিয়ে ।-
হৃদয় ভাঙা জোয়ার মনের মাঝে এলে,
হার মেনে নেয় সব বাঁধ ও,,,,,
এই ব্যথার জোয়ার তোমায় ছুঁলে এখন
কাকে জড়িয়ে কাঁদো।।-
সেদিনের মতো ঝলমলে রোদ দিবি,
আগের মতো গায়ে মাখবো।।
একটা বৃষ্টির সকাল দিবি,
তোর বুকে মাথা রেখে বৃষ্টিতে ভিজবো।।
বালিগঞ্জের ফেলে আসা সেই বিকেলটা দিবি,
তোর সাথে সূর্যাস্ত দেখবো।।
শেষবারের মতো ভালোবেসে ফিরে আসবি,
ফাঁকা ফ্রেমটাই স্মৃতিটুকু জুড়বো।।
-
দূরেই থেকো তুমি, অচেনা তোমায় লাগে,
চেনা ব্যথা,মিথ্যা হাসির আদলে,,,,,,
কারুর স্বপ্ন ভেঙেছো আগে।।-
হাতের মুঠো ভরা কবিতায়,নিকোটিনের ধোঁয়ায় ভেসে যায় একাকী।
বিরহের জল রং সারা জানালায়,সংশয় এই শেষ দেখা কী।-
দিশাহারা হয়ে পড়া সময়ের হাত ঘড়িতে,
রোজ নিত্যনতুন ভাবে স্বপ্ন ভাঙে মনের কোণে।
ব্যর্থতার ঝড় নিয়ে ফিরতে হয় ঘরে,
তবু নিঃস্ব রাত মুড়িয়ে দেয় স্মৃতির আস্তরণে।।-
শেষবেলায় ভষ্মতা অরণ্যের ছায়াপথ ছেড়ে,
স্বপ্নরা ফিরতে চাই দিগন্তের পাড়ে।
নিষ্প্রাণ রাতে স্মৃতি আঁকড়ে,
রোজ একাকীত্ব কাঁদে ঘরে।
কষ্টের দাঁড়িপাল্লা ভারী হয়ে গেলে,
কিছু নামিয়ে দিতে হয় খুচরো সুখগুলো।
প্রতিদিন জীবনযুদ্ধে হেরে ঘরে ফিরি,
অস্তিত্ব পুড়ে হয়ে যায় একচিলতে ধুলো ।
নিরুপায় আশ্রয়হীন সম্পর্ক হারিয়ে ফেললে বিশ্বাস,
নিস্তেজ ভালোবাসার অবলম্বনে মন হয়েছে জীবন্ত লাশ।।
-
জানলার কাঁচের জমাট বাঁধা কুয়াশা,
বিচ্ছেদের অভিযোগে মাতোয়ারা ।
মনখারাপী বৃষ্টি ভেজা নিরব স্মৃতিরা,
আজ আর নিস্তব্ধ রাতে দেয় না সাড়া ।।
নীলচে খামে রাখা ভালোবাসা,
শব্দের মায়াজালে দামী ।
অভিনয়ের চাকচিক্যের মাঝে,
জীবন হয়ে ওঠে বেনামী।।
অনুভূতির মাটিতে স্বপ্নের চারাগাছ,
চিরনিদ্রার চাদর জড়িয়ে ।
তিক্ত মুহূর্তের ভিড় থেকে নিজেকে,
কখনো রাখতে হয় সরিয়ে।।
-
চূর্ণ বিশ্বাসের মাঝে নোনাজলের অনুভূতিরা নিবার্ক,
অসহায় মন অস্তিত্বের দেওয়ালে হয়ে থাকে সিক্ত ।
স্মৃতির নৌকা তলিয়ে যায় কষ্টের সমুদ্রে,
পাশে থাকার মুহূর্তগুলো ও আজ বড্ড তিক্ত।।-