প্রতিবাদের আজ নেই কোন মুখ,,
তাই এ লড়াইয়ের মাঝে পেয়েছে যে সুখ।।-
#এ লড়াই একলা চলার
সন্ধ্যে নামলেই,নীড়ে ফেরে পাখি---
পৃথিবীর বুকে এমন অনেক স্থাবর অস্থ্যাবরের তফাৎ করেই মানুষ জীবনে শুরু হয় লড়াই...বেঁচে থাকার লড়াই,একলা চলার লড়াই ! এবং রাত বাড়তে বাড়তে সে লড়াই প্রখর হয়ে ওঠে,কিন্তু থেমে কেউই যায় না ।
(ক্যাপশনে একটি লেখা রইল,চোখ রাখতে ভুলবেন না প্লিজ😊💓🙏)-
গল্পের শুরুতেই মুখ ফেরানোর পালা,
বোবা কান্নার অনুরণন।
চেনা শোকে তারাদের মুকাভিনয়ে
চাপা পড়ে ছায়া কুড়োনোর নেশা।
চোখে লেগে থাকা অনুভূতিদের ইশারায়
পাঁজরে আগুন লাগে।
নিস্তব্ধ "ভালোবাসি" একাকী....
মৃত আস্কারা অভিমানী আবদারে
ঘোলাটে কাঁচে প্রতিবিম্ব দেখে।
বসন্তের মাঝে শীত উঁকি মারে,
পাতাঝরা মরশুম যে!
বিষণ্ন চিমনির ধোঁয়া রাজধানী পাল্টে ফেলে,
আমি শূন্যে হাত বাড়াই.....
পুড়ে যাওয়ার অভ্যাসে.......
-
জন্মিলে মরিতে হবে-
তবু ধরা,মৃত্যু ভাবনায় নিষ্ফল কান্দে,
মানুষ পড়িতে চাহে না মৃত্যু ফাঁদে;
মরণ জীবনেরে আলিঙ্গনে বাঁধে।-
মৃত্যু---
মৃত্যু তুমি এই এসেছো একটু থামো।
এই যে আমার তিন হাত ভূমি,
এইখানেতে মাথা রেখেছি,
এই যে আমার সাধের বকুল মালাখানি
দুলিয়ে দিলেম আপন গলায়,
এবার তোমার মুঠোয় নাও
বুকের মধ্যে লুকিয়ে রাখা প্রাণ।
মৃত্যু দুটি চোখ বুজেছি,
এবার গাও ঘুমপাড়ানি গান...
- অজয় বসু।
-
এ দুঃখের নাম বৃষ্টি দিলাম,,,
বৃষ্টির অঝোর ধারায়,,কারো বা সুখের লগন
যায় বয়ে যায়,,
কারো বা দুঃখ ভাটায় মরে যায়,,।
কতো স্মৃতির ব্যাথা,চোখের জলে ভাসে,,
রাতের গভীরতায়,,ঘুম নাহি চোখে।
বৃষ্টির সুখ হাসে,,প্রাসাদপুরের অন্তরে,,
বৃষ্টির দুঃখ কাঁদে,কুটিরের আন্দরে অন্দরে,,।
স্মৃতির পাতায় পাতায়,দুঃখেরা অশ্রু ঝরায়,,
কত ব্যাথা মরে,অজানার বালুচরে,,।।
-
জন্ম হলেই মৃত্যু আছে-জানি আমরা সবাই।
তবুও কেন শারীরিক,মানসিক অসুস্থতার কারণে-
জাকিয়ে বসে, মৃত্যু ভয়।-
অতল নিষেধে ডুবে ভাসি,
আমার কে আছে একা আমি ছাড়া?
মন তুবুও চায় গোগ্রাসে ভালোবাসা...... l-
ইঁটের পরে শুধুই ইঁট
মাঝে আছে মানুষ কীট,
তাদের কিছুতে নাই তোষ
মনুষ্যের এ এক বিষম দোষ l-