আমার মনের ব্যথা চোখে মুখে
লুকাবো কেমন করে,
এই মন ব্যথার সঠিক ডাক্তার
তোরা নিয়ে আয় ধরে।-
তোমার ঐ নীলাভ সমুদ্র সম জ্যোতির্ময় মায়াবী চোখ
মাঝে তার জ্বল জ্বল উজ্জ্বল কাজল কালো নয়ন তারা
মারিয়ানা ট্রেঞ্চের মতো বিশ্বের গভীরতম সচল জল ধারা
বারমুডা ট্রি এঙ্গেলের মতো সর্বভুক চৌম্বকিয় তীব্র টান
স্বর্গ মর্ত্য পাতাল যতো কবি দল আকর্ষিত সবাই সর্বক্ষণ।-
চিঠি এবং স্মৃতি, মধুময় সে সময়,
গোপনে গোপনে কতো কথা কয়।
আজ তুমি কোথায়, আমি কোথায়?
হারিয়ে গেছি দুজনে মনের উদারতায়,
জীবন তরী সংসার সাগরে ভেসে ভেসে
অবশেষে দুই দ্বীপে ভিড়েছে এসে।
এখনো মনে পড়ে অতীত স্মৃতি কথা
বন্ধুত্বের আকুলতা পথ চেয়ে বসে থাকা
জেগে জেগে স্বপ্ন দেখা।
ডাক পিয়নের ক্রিং ক্রিং শব্দ শুনে
ছুঁটে যাওয়া ব্যাকুল প্রাণে
ছোট্ট খামে হৃদয় সুখ বয়ে আনে।
আজ চিঠি এবং জানালা অপেক্ষারত আমার মতো,
অতীত কথা বাষ্প ব্যথা ঘনীভূত মেঘের মতো
মন আকাশে উড়ে বেড়ায় মৃদু বাতাসে কিছু বকুল গন্ধ গোপন স্বপ্নে ভাসে,
সে স্বপ্নের সওদাগার আমি নিজে, বিনামূল্যে বেচা কেনা করি লাভ লোকসান শুন্য ঝুলি,
স্মৃতির ডালে বসে এক সুখ পাখি
হৃদয় সুখে শুধু করে ডাকাডাকি।-
অপেক্ষায় থাকবো আমি শকুন্তলার মতো
একদিন আসবে তুমি হৃদয় জয়ী রাজা দুষ্মন্ত,
আমি সবদিন কান পেতে পথ চেয়ে রবো,
আজ না হয় কাল, এই শ্রাবণে না হয় বর্ষ শেষে
তোমাকে আসতেই হবে প্রেমের মূল্য দিতে,
কয়েক যুগ কয়েক বছর ধরে অপেক্ষা করবো
এক জনম সাত জনম শত জনমের কামনায়
আমি কেবলই তোমাকে চাইবো-
গোলাপ তুমি যৌবনে
প্রেম জাগাতে অন্তরে,
সে সব এখন পূর্ব স্মৃতি
শুকনো জীবন পাঁপড়ি।।-
বৃষ্টি তুমি দারুন সৃষ্টি
হাওয়ায় ভাসো, যখন আসো
প্রেমিকার মতো সিক্ত করে যাও।
পৃথিবীর সব প্রেমিক পুরুষ মন,
শীতল করো মাটি, প্রকৃতি, প্রাণ,
কখনো সাক্ষাতে কখনো গোপনে
কখনো হর্ষ উল্লাসে কখনো রোদনে।-
পরিপক্ক খেলাড়ি আমি যে নই
প্রতি প্রতিযোগিতায় হেরে যাই,
যতবার আমি অংশ গ্রহণ করি।
তোমার জয়ে আমি যে জয়ী,
মুগ্ধ হই, আনন্দে প্রাণ ভরি।-
নারী-পুরুষের প্রথম প্রেমের চুম্বন
চুম্বকের চৌম্বকীয় ক্ষেত্রের মতো
একের ওষ্ঠ অন্যের অধর তৃষিত
উত্তর মেরু দক্ষিণ মেরু আকর্ষিত।-
এদিকে ফুটেছে/ যৌবন ফুল
ওদিকে অলির/ হৃদয় ব্যাকুল
মাথার মুকুটে ঐ/ পরাগরেণু জাগে
মুগ্ধ মোহিত প্রিয়/ প্রিয়ার অনুরাগে।।-
Don't worry my child
I am always with you.
You are my own, you are ours
You have come not from heaven not from God,
You are a part of me and your mother's
We both care for you, and dare for you
Everything you desire we tried to provide
For the good shake of you
Now it is your turn to look after ours and yours,
( your future child, husband and your parents)
This is the norm and primary duty to perform.
Ok dear this father's day I pray for you
all the goodness and auspicious things
May happen to your life.
I always stand by for you ❣️❣️-