Sujata Nayak   (সুজাতা নায়ক)
345 Followers · 15 Following

পড়াশোনা করি। লেখালেখি করতে ভালোবাসি। তাই সামান্য চেষ্টা করি লেখালেখির। 😊😊
Joined 10 June 2020


পড়াশোনা করি। লেখালেখি করতে ভালোবাসি। তাই সামান্য চেষ্টা করি লেখালেখির। 😊😊
Joined 10 June 2020
28 AUG 2021 AT 13:04


🍂 বৃষ্টি এবং...... 🍂

টুপটাপ শব্দে বৃষ্টি নামে, আকাশ বেয়ে....
শহর ভেজে, কংক্রিট এর রাস্তা ভেজে, মানুষও ভেজে,
ভেজে ওই তীব্র রৌদ্রে শুকিয়ে যাওয়া জীর্ণ গাছটাও।
ব্যলকনিতেও বৃষ্টি আসে,
বৃষ্টিতে ভেজে জানালা...
ভেজেনা শুধু এ শহরের এক কোন...,
মনখারাপী বিষন্নতার দারুন জ্বরে পুড়ছে সারাক্ষণ।
বৃষ্টিরা আসে আবার চলে যায় ,
জানলা বেয়ে পড়তে থাকা বৃষ্টির ফোঁটার ঝাপসা দাগ রয়ে যায়।।




-


10 JUL 2021 AT 8:50

🍂 রথযাত্রা 🍂

রথের ওপরে বসে চলেছে জগন্নাথ,
পথের ওপরে কত মানুষের সাথ।
আলোতে, খুশিতে ভরেছে যে পথ...
রশ্মি টেনে এগিয়ে চলছে রথ।

বৃষ্টি পড়ে কখোনো জোরে কখনো ঝিরিঝিরি,
জগন্নাথ দেব এই এসে পড়লো মাসির বাড়ী।
জগন্নাথ এর সঙ্গে যাবে সুভদ্রা আর বলরাম,
রথযাত্রায় পূর্ণ হবে জগন্নাথ ধাম।।

-


25 JUL 2021 AT 13:47

‌ 🍂 গুরুশিষ্য 🍂

গুরু হলেন মহান মানুষ, পদ সর্বদা উচ্চেতে,
শিষ্য যদিও হয় তাহার সমান তবুও বসে নীচেতে।

গুরু চলেন সৃষ্টের সম্মুখে,
আর শিষ্য চলে তারই পিছে পিছে।

গুরু যদি করে কোনো ভুল,
শিষ্য যেন না শেখে সেই ভুল।

গুরু যদি বসে যায় মাঝপথে.....,
শিষ্য যেন না বসে, চলে যায় নিজের লক্ষেতে।

গুরুদেব একদিন চলে যান সবকিছু ছেড়ে,
শিষ্য সেথা দাঁড়িয়ে থাকে মাথা নত করে।।

-


2 JUL 2021 AT 17:31

🍂 হারিয়ে যাওয়া শৈশব 🍂

ছেলেবেলা আজোও হাতছানি দেয়,
ওই অল্প হাওয়া আর রোদ্দুরে।
জিভে জল আনা আচার মাখায়,
আর মজার মজার গল্প বলে একরত্তি বুড়ি থুর-থুরে ।

কত গল্প ভরা আছে, শৈশবের ওই ঝুলিতে,
শৈশবের রং রাখা আছে, রঙে ভরা এক তুলিতে।
কত আঁকাবাঁকা পথে ঘুরছি নতুন গলির মোড়ে,
শৈশবরা আজোও বেঁচে আছে, রঙীন হাজারো স্মৃতির ভীড়ে।
শৈশব আজ চলে গেছে বহুদূরে,
আমরা তো মগ্ন ব্যস্ততার ঘোরে।
কত খেলা রঙিন দিনে, বাড়ী জুড়ে সব চিৎকার,
শৈশব তো একা বসে আছে, চলছে দিব্যি যে যার।।


-


28 JUN 2021 AT 19:11

ফিরে যেও ওই আকাশের নীলচে ঠিকানায়....,
শব্দেরা খুব ভালো আছে, কাব্যেরা মেঘময়।।

-


28 JUN 2021 AT 18:47

ফিরে যেও না হয় নতুন কোনো অজুহাতে,
আমি তো থাকবো অপেক্ষার শেষ বেলাতে।।

-


25 JUN 2021 AT 19:54

🍂 চিকিৎসা 🍂

বয়স অল্প, তবুও যদি আসে অসুখ হার্টে,
দেখে নিও.... সবই তো লেখা আছে ডায়েটের চার্টে।
যদি আসে হাড়ে কোনো ক্ষয় ...,
আছেন না চিকিৎসক, নেই কোনো ভয়।
রোগটা যদি হয় মাথায়,
নিউরোসারজেন্ট দিয়ে করিয়ে নাও কোনো একটা উপায়।।
আর রোগটা যদি হয় দাঁতে,
চিকিৎসাটাও করিয়ে নিও সাথে সাথে।
দেখো যদি ডায়াবেটিস কম কিংবা বেশী,
এরবেলায় ডাক্তারকে কোরোনা দোষী ....
রোগটা যদি হয় শিশুর,
করোনা ভয়, আছেন না ডাক্তার কাকু।
আর যদি করতে হয় কোনো রিপোর্ট,
ডাক্তার বাবুর সহকারীদের থেকে তখন নিও না হয় সাপোর্ট।
রোগটা যদি হয় মানসিক,
তবে কিন্তু চিকিৎসা টা করিও সঠিক।।

-


18 JUN 2021 AT 20:44

🍂 কল্পনায় বাবা 🍂

কল্পনার রঙে এঁকেছি বাবাকে,
রং তুলিতে ভীষণ ভয়...।
চোখ মেলে হয়নি দেখা,
শুনেছি, বাবারা অপূর্ব হয়।।

বাবার বুকে মাথা রাখায় আছে নাকি, অনন্ত সুখ,

আমার কাটে, ময়লা ভরা বস্তায় মাথা, আর ফুটপাতে রেখে মুখ।

বাবারা নাকি ছাদ হয়ে দাঁড়ায়, বিপদে কাঁধে রাখেন হাত ,

আমার ছাদ ওই আকাশ, বিপদে থাকেনা কোনো সাথ।

বাবাদের ব্যস্ততা খুব, কাজে যেতে হয় রোজ ...,

আমার বাবা কোথায় আছে...? চাঁদের আলোয় তারাদের ভিড়ে না পাই কোনো খোঁজ...।।

বাবারা নাকি, খুব ভালোবাসে, আগলে রাখে স্নেহে,

আমার দুবেলা খাবার জোগাতে, বেরোতে হয় রোজ বস্তা নিয়ে।।

-


12 JUN 2021 AT 8:16

🍂 করোনা যোদ্ধা 🍂

লড়বো আমরা প্রানপন,
মরবো তবু ছাড়বো না।

করোনা যোদ্ধা আমরা,
কিছুতেই এ যুদ্ধে হারবো না।

দেখতে দেখতে একদিন ঠিক কেটে যাবে মহামারি,
যোদ্ধারা সব যুদ্ধ শেষে ফিরবে তাদের বাড়ি।

সারবে পৃথিবী, সারবে মানুষ, কেটে যাবে হাহাকার ,
নতুন সুরে, নতুন ছন্দে, বেঁচে উঠবে আবার ।

ফাঁকা রাজপথ যেখানে এখন চলেনা কোনো রথ,
আবার, আবারো উঠবে সেজে ভিড়ে, ভরে যাবে পথ।

পাড়ার মোড়ের অনুষ্ঠান টাও ভীষন উঠবে সেজে,
পূজোর গন্ধে উঠবে ভরে, ঢাক,বাদ্যি বেজে।

শত শত যোদ্ধা বলবে সেদিন চিৎকার করে করে,

" করোনা মানে নয় কোনো ভয়,
করোনা মানে মৃত্যুকে জয় "।।

-


7 MAY 2021 AT 15:54

বন্ধুত্ব যায়না আঁকা, থাকেনা তার কোনো ভাষা...,
দূরত্ব আলোকবর্ষ হলেও, যায় কি মাপা তাদের ভালোবাসা..?

-


Fetching Sujata Nayak Quotes