পাড়ার মোড়ে ছেলে মেয়েগুলো রং খেলছে, উল্লাসে মেতেছে আবীর রঙে। কেউ ছুঁড়ে দিচ্ছে আকাশের দিকে। ওরা বন্ধু। বন্ধুত্বের সবটুকু রং আজ লেগে যাচ্ছিল ওদের চোখে, মুখে, মনে... আমি ঝুল বারান্দায় রংহীন হয়ে ওদের দেখছি। আমার ভীনদেশি তারা ওদের মধ্যে আছে। অনেক দূরে থাকে সেই ভীনদেশি তারা, তবু খুব কাছেই যেন রং খেলছে। বন্ধুত্বের রং-এ লাল হয়ে যাচ্ছে ওর মুখ, ওর হাতের কাঁচের নীল চুড়িগুলোও আর নীল নেই, তাতে লাল আবীর লেগে গেছে। ঝুল বারান্দা থেকে দূরের আমি ওকে বড় ঝাপসা দেখছি, বলতে শুনছি ওকে 'তোর বন্ধুত্ব বেঁচে থাকার মানে কেড়ে নেয়, আর এই বন্ধুত্বের রং বেঁচে থাকতে শেখায় দেখ'..
আজ আকাশে গোল চাঁদ উঠবে। ওর বাড়ির ছাদেও উঠবে। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব বেশি দূর নয়। আমি নির্বাক, স্থির তখনও দাঁড়িয়ে। বন্ধুত্বের ফ্যাকাসে রং আমার মুখে লেপটে আছে। পৃথিবী তখনও টলটলে জলের ওপর কাঁপছে...। রং ছড়িয়ে আছে রাস্তায়, বন্ধুত্বটুকুও পড়ে ছিল না কোথাও...-
নীলা আসমান পেঁজা তুলো মেঘ কাশের হিন্দোল
না শরৎ এখনও আসেনি
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা তবে কি
আবার বসন্ত এসে গেছে ?
কে যেন আবীর ছড়িয়ে দিলো সাঁঝের আকাশে
যখন অস্তাচলে রবি .....
Abir(raj) ✒
-
বসন্ত কথা রাখেনি!
কথা ছিল পলাশে পলাশে ভরিয়ে দেবে আমার ঘর!
জানলা দিয়ে মুঠো মুঠো ছড়িয়ে দেবে সূর্য রঙের আবীর!
কথা ছিল শিমুল ফুল থেকে লাল ছিনিয়ে এনে সাজিয়ে দেবে বিছানা!
রাধাচূড়া দিয়ে সাজিয়ে দেবে শরীর।
অভিসারিকা সাজে রঙিন করে তুলবে বেশবাস।
বসন্ত কথা রাখেনি!
আমার ঘরে আলো আসেনি,
আমার বাসী শয্যায় এখনো কাল বিকালের রক্ত শুকিয়ে আছে!
আমার শৌখিন ঘরে অযত্নে ছড়িয়ে আছে আসবাব।
খুব বিরক্তিতে বিনুনি বেঁধে দিয়ে গেছে কেউ।
অন্ধকার ঘরে সর্পিল শীতলতা গ্রাস করছে আমায়।
আবীর রঙের ঘোর মুছে গিয়ে এখন শুধুই কালো আর কালো।
বসন্তের সুখস্বপ্ন কর্পূরের মতো উবে যাচ্ছে।
বসন্ত আমার কথা রাখেনি কোনোদিন।
বারবার মনে করিয়ে দিয়েছে
প্রিয় মানুষের হাতের রঙ পাওয়ার সৌভাগ্য সুখ সকলের হয়না।
বসন্ত! হায় বসন্ত!
একমুঠো আবীরই তো চেয়েছিলাম!
প্রতিবারের মতো এবারেও
ভেঙেচুরে দিয়ে গেলে কেবলই শূন্যতা?-
লাল আবীরে সিঁদুর মিশিয়ে রাঙাবো তোর লাজ
কপাল ভাঁজে চুমু এঁকে ভরাবো সিঁথি আজ..
-
তোমাকে পাই না ছুঁতে , মন ছোঁয় প্রতিদিন । তোমার কপাল , নাক , ঠোঁট আলতো ছুঁয়ে চলে রোজ আমার কল্পনার আঙ্গুল । একদিন খুব ইচ্ছে হয় , তুমুল বৃষ্টিতে ভিজতে । বৃষ্টিধারা হয়ে তুমি ঝরে পড়বে , আমি দু'হাতের আঙ্গুলে স্পর্শ করব তোমাকে । মুখে , চুলে , সারা শরীরে জড়িয়ে ধরব তোমার অনুভূতি ! কিংবা বসন্তের মাতাল করা হাওয়ায় থাকবে তুমি , আমার খোলা চুলের প্রান্ত ছুঁয়ে কানে কানে বলে যাবে - ভালোবাসি । সারা শরীরে ঢেউ উঠবে তোমার উদ্দাম হাওয়ার স্পর্শে ! অথবা হেমন্তের বিকালের শিরশিরে হাওয়ার সাথে মিশবে তুমি , শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ ধরবে তোমার স্পর্শের সাথে । দু'হাত এক করে জড়িয়ে ধরব তোমাকে বুকের মাঝে । তুমি বলবে , এত শরীর কেন......? আমি বলব , শরীর তো নিমিত্ত মাত্র ! মনের আনাচে কানাচে ছড়িয়ে থাকা তোমার প্রেমের লাল আবীর ছুঁয়ে যায় প্রতিদিন আমার গহীন মনের তল ।
-
আবীরের রঙে রাঙিয়ে দিয়ে করলি আমায় রঙিন....
আমি যে ছিলাম সাদা ক্যানভাসের বিবর্ণ এক ছবি....
-
হে প্রিয়!
তুমি আবার ফিরে এসেছো এক বছর পর
আজকের দিনে।
হ্যাঁ, আজকের দিনে তুমি প্রথমবার তোমার প্রিয় রঙের ছোঁয়ায় আমায় রাঙিয়ে ছিলে।
তোমার ওই দুই নরম, স্নিগ্ধ হাতের ছোঁয়া আমার সারা শরীরে এক দারুণ শিহরণ সৃষ্টি করেছিল, যার উষ্ণতা আজও লেগে আছে আমার মন ও তনুর প্রতিটি অংশে।
মিশে গেছিলাম তোমার সেই প্রিয় রঙ 'নীল' আবীরে।
নীলিয়ে দিয়েছিলে আমায় তোমার ভালোবাসার আঙিনায়।
তোমার ওই শান্ত ও মায়াময় দুই চোখের প্রেমময় দৃষ্টি যেন বারবার বলছিল 'চল, মিশে যাই আমরা একসাথে রঙের দুনিয়ায়, ঠিক রাধা-কৃষ্ণের মতো'।
ফিরে এসেছে সেই দিন, আবার।
হে আমার বসন্ত!
তোমার রঙে রাঙিয়ে দিয়ে যাও মোরে এই ভালোবাসার সমীরে।
-
প্রতিটি জন্ম এভাবেই আসতে চাই ।
প্রতিটি জন্ম এভাবেই ভিজে পাতার মতো শিশির ছুঁয়ে বাঁচতে চাই ।
প্রসারিত করতলে যতই আসুক প্রলয়ের ঢেউ , নামহীন নির্জন বিষাদ .......
তবুও প্রতিটি জন্ম এভাবেই আসবো ।
এভাবেই ঝড় তুলে তোর বুকে বাঁশি হয়ে বাজবো ।
অনন্ত প্রমের অনন্ত আশ্রয়ে আমাকে ডাকবি মালতী ...!
কচিপাতাদের কানে ঠোঁট রেখে সুরে সুরে বেঁধে দিবি প্রান !
রূপকথা পৃথিবীর মতো অজস্র বিকেল ভরে যাবে শুধু বসন্ত আবীরে !
©kabitamondalbhowmick©-
গোধূলি ছটায় মন ভোরে যায়,
সূর্যস্নাত দিনের আলোয়,
কুহু কুহু কুহু গুঞ্জনে গায়,
অস্তরাগের রং মেখে গায়,
ফাগুন মাসের এই পূর্ণিমায় -
ফাগ উড়েছে হাওয়ায় হাওয়ায় II
ও মেয়ে তুই লাল ছুঁয়েনে !
সাঁঝ আকাশের নীল মেখেনে !
বাসন্তী রং গলায় ছুঁয়ে -
লাল গোধূলির টিপ একেঁ নে II
পলাশ রাঙা আবির খেলায়,
মন মেতেছে রঙের মেলায়,
আজ প্রেম-প্রকৃতির রং মিশিয়ে -
আবির উড়ুক ফাগুন হাওয়ায় II-