kabita mondal  
9 Followers · 5 Following

read more
Joined 12 November 2021


read more
Joined 12 November 2021
16 JAN 2024 AT 18:28

ভেবেছিলাম তুই ফিরে আসবি
কিন্তু তুই ফিরলি না !
তুই বলে গিয়েছিলি তুই ফিরে আসবি
কিন্তু তুই ফিরলি না !
বেইমানীর‌ও এক নাম থাকে , বেইমানীর‌ও এক ধারা থাকে ...
এ কেমন তোর প্রেম , এ কেমন প্রবঞ্চনা ...




©kabitamondalbhowmick©

-


19 AUG 2023 AT 12:10

সড়কের সন্ধ্যে নামা দেখতে দেখতে ভাবি তোকে নিয়ে একটা গান বাঁধবো
শারদীয়া জোছনায় দুহাত মেলে দিয়ে তোকে নিয়ে উড়ে যাবো অনেক দূরে ।
স্বপ্নের ছায়া সরে যায় বিগত দিনের মতো ।
কল্লোল বুকে নামে নরম অন্ধকার ......
বুকে তার অশ্রুজল !
©kabitamondalbhowmick©

-


15 AUG 2023 AT 23:53


উড়ানটা তার থেমে গেল মাঝপথে ,
স্বপ্নের এক বৃহৎ আকাশ লাফিয়ে পড়ল রাজপথে !

ছেলেটিকে আমরা বাঁচাতে পারি নি !
©kabitamondalbhowmick©





-


12 AUG 2023 AT 0:11

যতবার ভেবেছি ফিরে যাবো ছায়ার গভীরে ,
ছুঁয়ে দেবো গোলাপী নদী ।
কি যেন আতঙ্ক লাগে শিরায় শিরায়
আয়নায় ভেসে ওঠে শীতার্ত কুয়াশা কিছু , আর শ্রাবণের আহত মাটি !
©kabitamondalbhowmick©

-


9 AUG 2023 AT 12:38

আমার বুকে নদী নেই একথা তুমি জেনেছ ঠিক‌ই
কিন্তু কি বিপুল স্রোত আছে তা তোমার জানা হয় না।
©kabitamondalbhowmick






-


9 AUG 2023 AT 12:30



আমার নিজের কোনো গাছ নেই
নাই নিজের কোনো মেঘ ও !
তবুও ওসব আমি চাইনি তো কিছুই
আমার কেবল ছায়া লাগবে একটু,
পারো যদি একটুখানি ছায়া হয়ে জেগো ।

©kabitamondalbhowmick©


-


5 AUG 2023 AT 0:00

এখনকার মেয়েদেরকে তাদের বাবা মা যতটা স্বেচ্ছাচারিতা করে সংসার ভাঙার শিক্ষা দেয় সংসার গড়ার শিক্ষা তার অর্ধেকটাও দেয় কি ?
রবীন্দ্রনাথ কি পারতেন না মেয়েকে বাড়ীতে এনে ঠাকুর চাকরানী দিয়ে বসিয়ে রাখতে ।ঠাকু্র বাড়ির মেয়ে বলে কথা । যে ঠাকুরবাড়ীতে আজ থেকে দুশো বছর আগে বাড়ীর ব‌উ বিলেত যেত। যে ঠাকুর বাড়ীতে ভারতে ইতিহাসে সর্বপ্রথম জাহাজ কেনা হয়েছিল । কিন্তু তিনি তা করেননি । তিনি তার মেয়েকে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন । মানিয়ে নেওয়ার শিক্ষা দিয়েছেন । সংসার ভাঙতে শেখাননি শিখিয়েছিলেন সংসারকে আগলে রাখতে । আসলে তিনি সত্যিকারের শিক্ষিত ছিলেন ।






-


4 AUG 2023 AT 23:50

আধুনিকতার মানে ছোটো পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ানো নয় ।
আধুনিকতা মানে ময়ূরপুচ্ছ ধারী দাঁড়কাকের মতো পারিবারিক ঐতিহ্য কিংবা বংশ পরম্পরায় মেনে আসা নিয়ম কানুন হঠাৎ করে ভুলে যাওয়া নয় ।
আধুনিকতা মানে দুচারটে প্রতিবাদের বুলি আওড়ানো নয় ।
এই ধরনের মানসিকতাকে বলা হয় অতি নিম্ন মানের সংকীর্নতা ।
আধুনিকতা হোক স্বচ্ছ, সুন্দর ,মানানস‌ই । যা কিছু সুন্দর তাই হোক আধুনিকতা ।আর সব কিছু সুন্দর ভাবে প্রতিষ্ঠা করাই আধুনিকতা ।







-


4 AUG 2023 AT 21:21

চোখ চলে যায় অনুভবের আকাশে
মন্থনে মন্থনে অনুভুত হয় সুখ সুধা
রাগ অনুরাগের বিপ্লব ওঠে ,
অনুচ্চারিত শব্দের কাছে পরাজিত হতে হতে কখন যে অসংযমী হয়ে পড়ি আবেগের কাছে ।

যানযটের মেঘ থেকে হুড়মুড়িয়ে বৃষ্টি নামে ।
খিলখিলিয়ে হেসে ওঠে ঝলমলে শুদ্ধ সকাল ।

©kabitamondalbhowmick©

-


1 AUG 2023 AT 11:33

ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে ক্ষীণ রাস্তা ,
আদেও কি দেখা হবে আমাদের আর কোনোদিন ...

বেদনায় পুড়ে যাচ্ছে যন্ত্রনারা ।

তবুও তুমি তো মাথা নোয়াও নি
আমি নুইয়েছি একবার না বারবার ।
আরো কত নোয়াতে চাও আমায় ?

না আর না

প্রেম তো আমার একার নয় ।
সব দায় আমার একার নয় ।

ভালোবাসা বাঁচতে শেখায়
আদরে আবদারে ...
সংগ্রামে সংগোপনে ....

আঘাতে আর অপমানে মেরে ফেলতে চায়
আজ তা দেখলাম
আজ তা বুঝলাম ও।

ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে ক্ষীণ রাস্তা
আমরা কাছাকাছি নেই আর কোথাও
কেবল‌ই কৌতুক নেমেছে রাস্তায় রাস্তায় ।






©kabitamondalbhowmick©



-


Fetching kabita mondal Quotes