QUOTES ON #অন্য

#অন্য quotes

Trending | Latest
10 JAN 2020 AT 1:14

যার কথা ভেবে তুমি,
ঘুমাও আবেশে।।
ডানা মেলেছে সে আজ,
অন্য কোনো আকাশে।।

-


11 DEC 2020 AT 20:55

ফেচবুক,হোৱাটছ্‌ এপৰ পৃথিৱীখনতকৈ অলপ বেলেগ এখন পৃথিৱী। য'ত অনুভৱবোৰে খেলা কৰে,শব্দবোৰে মালা গাঁথে।
ফেচবুকত সৰু সৰু কথাতে উকমুকনি তোলা বিতৰ্কৰ স্থান নাই ইয়াত,নাই মেচেণ্জ্ঞাৰত অহা অপ্ৰয়োজনীয় মেচেজৰ বৰষুণ।
ইয়াত মাথো অহৰহ শব্দৰ বৰষুণ হয়।ভিন্নছন্দৰ ভাৱবোৰে ইয়াত প্ৰতিক্ষণ লহৰ তোলে। আমাৰ মাজত চিনাকি নাই তথাপিওঁ এটি দুটি শব্দৰে দিয়া মন্তব্যবোৰত অজানিতে আপোন আপোন ভাৱ এটিয়ে চুই থৈ যায়। যেন আমি অচিনাকি হৈওঁ চিনাকি। হয়তো আপোন আপোন যেন লগাৰ কাৰণো এই শব্দবোৰেই।
এইখনেই আমাৰ মৰমৰ পৃথিৱীখন, Your Quote ৰ পৃথিৱীখন...।

-



প্রতি বছরের পুরাতনের জীর্ণতা কে বিদায় দিয়ে ,
আসে আনন্দের "পয়লা বৈশাখ" ।
এবছরের পুরাতনের জীর্ণতা যাবার পথে কালো ক্ষত রেখে ,
আসতে চলেছে আমাদের অপ্রিয় একাকীত্বের "১লা বৈশাখ"।।

✒ কলমে স্নেহা

-


6 MAY 2020 AT 19:43

বেশ তো ছিলি অন্য দেশে
আবার আসলি কেন বল,
ভুলটা বুঝতে পেরে অবশেষে
আবার নাগরিকত্ব পাওয়ার ছল ।

-



ভালো থেকো অনুভূতি ভালোবাসার নামে ,
ভালোবাসা ভালো থেকো অন্য কারোর খামে ।।

__ স্নেহা

-


16 FEB 2018 AT 0:02

বেনামী বন্দরে
নোনা জলের অবাধ আনাগোনা,
আমদানি-রপ্তানি হয়
অভ্যন্তরের জমাটবদ্ধ অনুভূতি।
টের পায় না কেউ,
জাহাজের সাথে ছোটে
অন্যকোনো শহরে।

-



ভালোবাসা ভালো থেকো আমার কবিতায়,
যাবোনা কখনো আমি তোমারি আঙ্গিনায়।

-


8 JAN 2018 AT 10:26

"এ কোন্ তোর্ষা"

আজকে বরং অন্য কিছু বলি,
শুধু থাক 'সব পেয়েছির' পদাবলী।
শীতের দাপটে যখন সারা শহর ঘুমায়,
একলা-একাকিত্বে তখন ওর মন জুড়ায়।
হারিয়ে যাওয়া রূপকথারা ফিরে-ফিরে আসে,
না বলা গল্পগুলো সব স্বপ্ন হয়ে ভাসে।
অন্ধমায়ার আবরণে মন উচাটন,
মেঘ-পালক স্পর্শ করে ছুঁয়ে যাওয়া ক্ষণ।
হঠাৎই হিমেল শীতে অকাল বসন্ত নামে,
ফাগুন চাওয়া পলাশ বনে তোর্ষা এসে থামে!

-


9 MAR 2020 AT 17:36

সবার বসন্ত আবিরের রঙে রঙিন হয়না ,
কিছু পুরোনো স্মৃতি রঙ ছাড়াই
বসন্তকে রঙিন করে তোলে .....

-


29 APR 2019 AT 19:22

কেমন জানি অগোছালো লাগে তোমায় ছাড়া। আজও সেই গান শুনলে তোমার call এর কথা মনে পড়ে, কারন সেই গানটা কতদিন ringtone হয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে, কত আবেগের বাঁধ ভেঙে, দুটি হৃদয়ের ভালোবাসাকে বাড়িয়ে দিয়েছে। হটাৎই তোমায় খুব কাছে মনে হয়। তোমার স্মৃতি আজও ঘর জুড়ে ছড়িয়ে। ঘরের আনাচে-কানাচে প্রতিটি বস্তুর সাথে তোমার স্মৃতি জড়ানো। বাস্তবতার অবকাশেও যে ভালোবাসা এত গভীরতায় পৌঁছাতে পারে তা আজও অবিশ্বাস্য লাগে। দিনের অনেকখানি সময় পার হয়ে যেত,আর মনে হত যেন পাশেই বসে সময় কাটছে, শুধু এই প্রযুক্তির এর দৌলতে।
কিন্তু কল্পনার জগতে অবিরহ বিচরণ থাকলেও বাস্তবতা নিস্তার পায়নি, তোমার স্বরের কোমল মধুরতায় মনে পড়ে যেত, বসন্তের তপ্ত দুপুরে ছায়াভরা বনে বসে কোকিলের সুমধুর কণ্ঠ শোনা। আসলে সামাজিক প্রতিবন্ধকতার বেড়াজাল কখনো ভালোবাসার কণ্ঠরুদ্ধ করতে পারে নি। স্বপ্নের জগতে তার সীমাহীন অবকাশে ভালোবাসা প্রতি ক্ষণে বাড়তে থাকে অসীমের দিকে, আর নব রঙে প্রস্ফুটিত হয়,সেই কিছুদিনের স্মৃতি গুলোকে সঙ্গে নিয়ে।তাই প্রতি পদে অবহেলায় বলে ফেলা কথা গুলো আজ কত গুরুত্ব পায় প্রকৃতির স্পর্শে!তাই বাস্তবতার ছোয়া অধরা থাকলেও সেদিনের সেই অঙ্কুরিত বীজ আজ ডাল পালায় শাখা-প্রশাখা ছড়িয়ে এক মহীরুহ, যা প্রতিনিয়ত তার ছায়া,ফুল ফলে আপন কর্তব্য পালন করে চলেছে।

-