ভালোবাসা যদি শুধুই ভালোবাসার মতো,
ভালোবাসা কে কেন ভালোবাসা দিলে?
নিয়ন আলোয় মায়ার ছায়ারা অবিরত,
হাঁটে নিঃস্ব হওয়া বাতাস সময়ের মিছিলে!
কাঠগোলাপের হারিয়ে যাওয়া পথের বাঁকে,
কত মানুষ মরে যায়, হারায় কত লোক রোজ।
স্মৃতির জোনাকি জ্বলে নেভে আঙ্গুলের ফাঁকে!
বেহায়া মন খোঁজে মন,শুধু কলম হারায় কাগজ!-
লিখতে ভালোবাসি ,আবৃত্তি প্রিয় , গান নি... read more
আমাদের দেখা হলে
ছাদে বৃষ্টি নামে,
চিঠি আসে মেঘের,
কুয়াশার খামে।
আমাদের দেখা হলে,
সময় উবে যায়,
উজানের টানে কূল,
পেয়েও হারায়।
আমাদের দেখা হলে,
সূর্য পাড়ি দেয় শীতঘুমে,
স্মৃতির জোনাকি দেয় হানা,
জলফড়িং এর ক্লাসরুমে।
-
যাওয়ার পথে পথে ছড়িয়ে গেছে কাঁটার খুচরো শোক,
এবার বরং আমাদের অপেক্ষাদের ইচ্ছেমৃত্যুই হোক!-
আগলে রাখার আঙুল পেলে,
ভুলের ভীড়ে ঠিক টা ফেলে,
তিন সত্যি করে বলতে পারি,
ভালো ভাসতে আমিও জানি।
রাত দুপুরে ভীষম খেলে,
রাস্তার মোড়ে দেখা হলে,
তিন সত্যি করে বলতে পারি,
ভালো বাসতে জানিনা আমি।
মিথ্যে কথার বোনা জালে,
সত্যি কথার খামখেয়ালে,
তিন সত্যি করে বলতে পারি,
প্রেমিক হতে পারিনা আমি ।
তোমার কাছে দেউলিয়া হলে,
আর্দ্র প্রেম উষ্কখুষ্ক বাউন্ডুলে,
তিন সত্যি করে বলতে পারি,
বোহেমিয়ান প্রেমও বাঁধতে পারি।
মিলিয়ে নিও তোমার মতো প্রেমিক যত!
প্রেমিকা সবই নিলচে ঘুমের বড়ির মতো!
-
নিখাদ মানুষ ভালোবাসায় থাকে বড় ভালো,
কে জানে কার ভেতরটা কতটা অগোছালো!-
যেমন করে শব্দ সাজায় ভুলে যাওয়া কথার পরে!
জীবন খুঁজি তোমার মানে,
কেমন করে ছুটে চলো আলোকবর্ষ থেকেও আরও দূরে!
জীবন খুঁজি তোমার মুখ,
ভীষণ নরম বেআক্কেলে ভালোবেসে কেঁদে হেসে যত্ন করে!
জীবন খুঁজি তোমার সুখ,
তুমিও বুঝি মনের মতোই বাউন্ডুলে নাছোড়বান্দা ভবঘুরে ?-
সব ভালোর শেষে ভালো থাকার সাথেই আপোষ,
বাস্তবতার কণ্টক সজ্জায় স্বপ্ন তবুও মুদ্রাদোষ!-
ইচ্ছে করে জানতে ভীষণ,
ভালোবাসা ঠিক কত বছর বাঁচে?
ভেঙেচুরে নিজেকে খুচরো করে,
জমা রাখা যায় ঠিক কার কাছে?
বিকেল হতে হতে সত্যিই বুঝি,
আলোর মেয়াদ ফুরিয়ে আসে?
আলোর বুকে গহীন আঁধার,
গাঢ় প্রেমের মতোই ফ্যাকাশে?
চাহিদা বুঝি ইচ্ছের মতোই,
বেআক্কেলে নাছোড়বান্দা নেশা?
মায়াময় মানুষগুলোর বোধ হয়,
রোজনামচায় অভ্যেস ভালোবাসা?
_Sneha
-
তোমার আমার শেষ না হওয়া গল্পের আঁচে,
আজও অভিমান ভীষণ রকম ছোঁয়াচে!
তোমার আমার আটপৌড়ে অসুখের ধাঁচে,
সাবেকী আদুরে ডাকনাম মাথাতুলে বাঁচে!-