এক মৃত্যু মিছিলে
ঘন অন্ধকারে লাশ হয়ে পরে থাকি,
ঝিঁঝিঁ পোকার ডাকে কম্পিত হয় হাজার আর্তনাদ।
চারিদিকে নিথর স্থির প্রকৃতির আবরণ,
তাও আজ সমবেদনা-হীন মৃত কঠিন।
যুগের সাথে দুরন্ত ছুটেছি এতকাল,
মিথ্যে মুখোশে সাজানো রুপ ক্রমশ খয়ে যেতে দেখেছি,
আমি মৃত্যুকে বড় কাছ হতে দেখেছি,
আমি রক্তমাংসের মিছিলে, চলন্ত কঙ্কাল রূপি মানুষকে দেখেছি।
কোটি কোটি অবহেলা,লাঞ্ছনা, ঘৃণা যন্ত্রনার বর্ষনে,
ফিকে পরে গেছে ভালোবাসার ঠাই টুকু।
যেমনি অন্ধকারে পথ দেখানো তারা-রাও মিলিয়ে যাবে,
যখন কবর থেকে উঠে খুদার্থ প্রাণীর দল আবার মিছিলে যোগ দেবে,
আর বলবে, খাদ্য চাই রক্ত চাই, খাদ্য চাই রক্ত চাই।
-
আমি খুঁজেছিলাম ভালোবাসা তার চোখে,
ঠিক যেমনি অন্ধকারে একাকী জ্বলন্ত তারায়,
দিশেহারা পথিক বিশ্বাস খোঁজে।
ঠিক যেমনি অনাথ শিশু খোঁজে খুব কাছের কাওকে,
ঠিক যেমনি ফুটপাথে শুয়ে,
তারায় ভরা আকাশের নিচে
স্বপ্ন দেখে ঘরছাড়া মানুষ।
বিশ্বাস আর ভালোবাসার অগাধ লাবণ্য নিয়ে
তবু যেন রহস্যের শেষ নেই,
ঠিক যেমনি আজও রহস্যের কোনো কূল পাইনি
সেই জ্বলন্ত তারাদের।
আমি চাইলে লিখতে পারতাম
সেই দু চোখ নিয়ে হাজার রহস্য ভালোবাসার কাহিনী,
কিন্তু সেই মায়াবী মধুরতা থেকে চোখ ফেরাতেই পারিনি।
কেটে গেছে বহুকাল সেই নির্বাক আলাপে,
আর বেড়ে গেছে দিগন্ত বিস্তৃত গভীরতা।
-
গন্ধরাজ এখনো গন্ধ ছড়ায়,
তবে সে ভাষা আজ কর্মহীন
বিক্ষিপ্ত ছড়ানো এপথ সেপথে,
ঠিক যেমনি আদিম মানুষ ছুড়ে ফেলেছে
অসংখ হীরের টুকরো।
যে ভাষা ডিঙিয়েছিল বহু নদী নালা পাহাড়
গভীর অন্ধকারের মাঝে,
কোনো এক ক্লান্ত পথিকের ঘ্রাণের গভীরে
বাসা বেঁধেছিল, হাজার বছর আগে ।
তার প্রেমিক হৃদয়ে কেমন জানি এক ঝড় ওঠে
অজস্র গন্ধরাজের বর্ষণ।
প্রেমিকার কোমল অপলক দৃষ্টি ঠিক যেন
পাপড়ির অবর্ণনীয় শুভ্রতা।
সেই হাজার বছর পর আজ সে পথিক দিশেহারা,
হাজার গন্ধরাজ এখনো ঘ্রাণ বর্ষণ করে,
তবে তা বড় অচেনা লাগে
ঠিক যেমন চেনা পথে দিশে হারায় নদী।
সেই সুপ্ত হাজার বছর আগের স্মৃতি খয়ে যায়
শিলালিপির মত
আর সে ভালোবাসার খোঁজ মেলে নাকো
মরীচিকার মত নিমেষে হারায়,
আমাদের ক্লান্ত করে আমাদের নষ্ট করে।
- নবাব
-
Concept of happiness from luxury,
is not happiness but a capitalist manipulation.
-©nabab-
To compromise with your life
Is the other way to be happy in life.
- ©nabab-
Those plucked flowers.
Who were destined to be plucked
and then needled
and then throne away to dustbin.-
Here in earth,
Race, competition in life,
we find very reasonable.
But from above
it's nothing but Chaos.
-©nabab-
A life is not judged
by the number of medals it gained,
But by the depth of the carvings
it made in others' hearts.
-©nabab-
I am afraid of love & care,
As it leaves a great burden.
-©nabab-