উড়ো চিঠি   (কলমে - শুভজিৎ)
907 Followers · 3.0k Following

আমি বেসরকারি স্কুলে বিজ্ঞান শিক্ষক।।।।।।
Joined 19 July 2019


আমি বেসরকারি স্কুলে বিজ্ঞান শিক্ষক।।।।।।
Joined 19 July 2019
12 JUN AT 8:15

স্মৃতির পাতায় সাজানো রয়েছে, শৈশবের দিনগুলি।।
ছিলনা যেখানে কোনো চলভাষ,ছিল শুধু রং-তুলি।।
হোমওয়ার্কের চাপ ছিলনা, শেখাটাই ছিল লক্ষ্য।।
শিক্ষকতা পেশা ছিলোনা, শেখানোটা ছিল মুখ্য।।
মায়ের মাথায় সিঁদুর ছিল, ছিল আঁচলের ছায়া।।
সন্তানের জন্য ভালোবাসা ছিল, মন ভরা ছিল মায়া।।
পুজোয় নতুন জামা, না হলেও, আনন্দ ছিল মনে।।
দশমীর শেষে বিদায় বেলায়, জল ছিল চোখের কোনে।।
মাঠ গুলো সব সবুজ ছিল, পুকুর ছিল ফয়লা।।
মানুষের মনে হিংসা ছিলনা, মনে ছিলনা ময়লা।।
ক্ষেত ভরা ফসল ছিল, ছিল পাখিদের কলতান।।
লালমাটির রাস্তা বেয়ে, ছিল একলা বাউলের গান।।
কম্পিউটারের গেমস ছিলনা,খেলা ছিল কাঁদামাঠে।।
শপিং মলের শপিং ছিলনা, বাজার ছিল হাটে।।
বাতাসে ছিল প্রাণের বায়ু, বিষ ছিলনা তাতে।।
পাখিরা ছিল মুক্ত আকাশে, কারণ প্রযুক্তি ছিলনা হাতে।।
মনুষ্যত্ব তখনও জীবিত, ছিলনা টাকার লোভ।।
মানুষ তখনও অল্পেতে খুশি, মনে ছিলনা ক্ষোভ।।
সঙ্গীত তখন আশা-ঊষা-লতা, ছিলনা চটুল নৃত্য।।
হেঁসেল ঠেলতে ভরসা ছিল, বাড়ীর রামু ভৃত্য।।
আর পাবোনা সেসব দিন, শেষ হয়েছে সব।।
দুনিয়া অনেক বদলে গিয়েছে ,উঠেছে প্রযুক্তির রব।।

-


28 APR AT 5:50

বয়স বাড়ছে বেড়েই চলুক, চুলগুলো যাক পেকে।।
কাজের চাপে দুশ্চিন্তায় শরীর যাচ্ছে বেঁকে।।
সুখ-দুঃখ ভালোবাসায় জীবন করছি পার।।
অনটনের অন্ধকারে ,করেছি হাসির ধার।।
মা -টা গেছে দশ বছরই, বাপটা আজ আর নেই।।
ছোট থেকে বড় হতে, শুধু পেয়েছি দাদা কেই।।
বিয়ে করা বউটা মল, আমায় একা রেখে।।
বেঁচে আছি, শুধু আমার, মিষ্টি মাকে দেখে।।
বৌদি দাদাও সরলো দূরে, করলো আমায় পর।। 
আপন সবাই করলে একা, বিঁধলে বিষের শর।।
এই জীবনে কেউ কারো না,সম্পর্ক সব মিছে।।
আসলে বিপদ, বোঝা যায় সব,কার হাত , কার পিছে।।
আপনের থেকে পরই ভালো,পরের থেকে জঙ্গল।।
মনে রেখো আছেন পরমেশ্বর,করেন সবার মঙ্গল।।
মিষ্টি মাও আর কদিন পরে, যাবে শশুরবাড়ি।।
ব্যস্ত হবে নিজের ঘরে, করবে আমায় আড়ি।।
তিলে তিলে হয়েছি একা , এবার মৃত্যু চাই।।
ওপারের ডাক না আসলে, ক্যামনে যাবো ভাই।।
এই জীবনে সরল মনে,করোনা কারো ভালো ।।
ফুরালে স্বার্থ , সব হবে ব্যর্থ,নিভবে মায়ার আলো।।
আজ মলে কাল দুদিন হবে, রইবে কেবল শূন্য।।
মরে গেলে তাই এতটুকু ছাই, সব হবে দর্পচূর্ণ।।
মানব জীবন দুঃখে ভরা, শেষে এক মুঠো ছাই।।
জীবনের এই খেলাঘরে, আমার, আর চাওয়ার কিছু নাই।।

-


21 APR AT 16:03

রবিবার মানে দেরি করে ওঠা, নেই ইস্কুলের তাড়া।।
রবিবার মানে একটু শান্তি, দিনটা যে কাজ ছাড়া।।
রবিবার মানে জলখাবারে, লুচি - তরকারি - মিষ্টি।।
রবিবারে নেই মায়ের বকুনি, শুধু, আহ্লাদের বৃষ্টি।।
রবিবার মানে জমিয়ে আড্ডা, পাড়ার মোড়ের রকে।।
রবিবার কোনো রুটিন মানেনা,জীবন, চলে না বাঁধা ছকে।।
রবিবার মানে শুধুই কমিক্স আর আঙুল জয় স্টিকে।।
রবিবার মানে শক্তিমান আর বাকি সব কিছু ফিকে।।
রবিবার মানে পাড়ার পুকুরে সাঁতার কেটে নাওয়া।।
রবিবার মানে সবাই মিলে কব্জি ডুবিয়ে খাওয়া।।
রবিবার মানে ফাঁকা সময়ে, বাবা-ই মিস্তিরি।।
রবিবার মানে মেলা কাচা-কাচি, আর, জামাকাপড় ইস্তিরি।।
রবিবার মানে মিষ্টি পান, রবিবার মানে কোলা।।
কাল থেকে সেই একই যুদ্ধ, ভেবে মন হয় ঘোলা।।
রবিবার গুলো সাদাকালো ছিল, তবু ছিল মনে খুশি।।
বাবার চোখে ছিল দুপুরের ঘুম, মায়ের মুখে ছিল হাঁসি।।
রবিবার হোক,শনিবার হোক, হোক না সে , সোমবার।।
সবার কাজেই ছুটি ছিল , তবু, কই, মায়ের নিস্তার?

-


19 APR AT 16:21

ইস্কুল মানে সবাই বন্ধু , শুধু মন দিয়ে শেখা।।
ইস্কুল মানে প্রতিদিন এসে বন্ধুর সাথে দেখা।।
ইস্কুল মানে ভাগাভাগি করা এক টুকরো খুশি।।
ইস্কুল মানে হইহুল্লোড় স্বার্থ বিহীন হাঁসি।।
ইস্কুল মানে টিফিনে পালিয়ে, দুরুদুরু করা বুক।।
শংসাপত্র পাওয়ার আগে, চিন্তা ভরা মুখ।
ইস্কুল মানে আলুকাবলি, আম পাচকের প্যাকেট।।
ইস্কুল মানে শীতের দুপুরে নেট , কক আর র‍্যাকেট।।
ইস্কুল মানে স্যরের বকুনি আর আশীষ দেওয়া হাত।।
ইস্কুল মানে পরীক্ষার আগে নিদ্রাবিহীন রাত।।
ইস্কুল মানে ধুলো জমা জুতো, কাদামাখা ফুটবল।।
ইস্কুল মানে একসাথে চলা , বন্ধুদের দল।।
ইস্কুল মানে স্যারদের পিছে প্রভাতফেরিতে চলা।।
ইস্কুল মানে দুটাকাতে পাওয়া আমার টিফিনবেলা।।
ইস্কুল মানে আসল বন্ধু, ছিলনা কোন স্বার্থ।।
ইস্কুল মানে সবাই সমান, ছিলনা অহংকারের অর্থ।।
ইস্কুল মানে প্রার্থনাতে মুচকি মুচকি হাঁসি।।
অনুপস্থিতির কারণ শুধু পেট ব্যথা আর সর্দি কাশি।।
ইস্কুল মানে সরস্বতী পূজায়, খাবার পরিবেশন।।
ইস্কুল মানে স্বাধীনতা দিবসে হেডস্যারের ভাষণ।।
এক লাগে বড়, ফাঁকা হয়ে যায় দুঃখ ভরে বুকে।।
ইস্কুলের প্রথম আর শেষের দিনটি থাকে কান্নাভেজা চোখে।।

-


21 DEC 2024 AT 23:55

আধুনিকতার ছোঁয়া লেগে দেখো বদলে গেছে সব।।
বাজার হয়ে গেছে সুপার মার্কেট আর রুটিরুজি হল জব।।
শুকনো রুটির দিন ফুরালো, বদলে হলো পিজ্জা।।
শান্তির ঘুম হারিয়ে গেলো, বেড হয়ে গেল শয্যা।।
ফুলগুলো আজ নকল হলো , গন্ধ কই তাতে।।
বাটি ভরা নুডুলস এলো, ভাত খোয়া গেলো পাতে।।
শিক্ষাই আজ চরম ব্যবসা, শিক্ষা গেলো লাটে।।
পুকুর গেলো সুইমিংপুলে, কেউ নেই আজ ঘাটে।।
কাজল কালো চোখ হারালো, মেকাপ দিলো ঢেকে।।
সুডৌল শরীর বানাতে গিয়ে , শরীর গেলো বেঁকে।।
সিরিয়ালের কচলানিতে, হারালো মহাভারত।।
কলির ছোঁয়ায় সত্যও আজ, ধরেছে বাঁকা পথ।।
মানুষ আজ টাকার গোলাম, মনুষত্ব গেছে বিকিয়ে।।
সততার ভাগে শুধুই কষ্ট, জীবন দিচ্ছে শিখিয়ে।।

-


27 NOV 2024 AT 0:22

জীবন পথে চলতে চলতে, কত আসে কত যায়?
কেউ পড়ে থাকে শূন্য হাতে, কেউ সব পেয়ে যায়।।
কারোর ঠিকানা অট্টালিকা, কেউ থাকে ফুটপাতে।।
কেউ আশা করে শুধু বাসিরুটি, আর কেউ থাকে দুধে ভাতে।।
কারোর হাতে আকাশের চাঁদ  কেউবা পড়ে মাটিতে।।
কারোর মুখে সোনার চামচ, কেউ খুশি, ভাঙ্গা বাটিতে।।
গায়ের জোড়ে পকেটে কানুন, অর্থ কেনে ডিক্রি।।
মেধা চুরি হয় অর্থ বলে, শিক্ষা হয় বিক্রি।।
পকেট খালি , তো শুধুই গালি, চাকরি হয়না শীঘ্রি।।
জ্ঞানের দাম তো, কেউ দেয়না, যদি না থাকে ডিগ্রি।।
ঘোরকলি আজ যত্রতত্র, তাই, ডাক্তারি আজ পেশা।।
মানুষ আজ বুদ্ধিশূন্য, তাই, স্মার্টনেস হলো নেশা।।
উচনিচ আজ খুবই সাধারণ, তাই, ভেদাভেদ আজ স্পষ্ট ।।
অন্যায় ভাসে সুখের সাগরে , ন্যায়ের সাথী কষ্ট।।

-


18 NOV 2024 AT 0:28

দিন প্রতিদিন কষ্টকরে, 
রোদে জলে তেঁতে পুড়ে।। 
ক্ষেত ভরে ওঠে সোনার ফসল ফলে।।
ফেলার আগে ভেবো দুবার, 
কেনো তোমার এ অহংকার??
অন্ন নাকি পরিশ্রম? তুমি নষ্ট করছ কি আসলে??

যদিও থাকে অনেক টাকা , 
খাবার না খেয়ে যায়কি থাকা??
বুঝবে কবে তুমি, হে অহংকারী??
দামী দামী কাপড় পড়ে, 
ঝা চকচকে , গাড়ি চড়ে।।
নষ্ট করে অন্নদানা , ভাবছো তুমি ওটাই লাক্সারি।।

নাওয়া খাওয়া ভুলে চাষা,
সোনার ফসল ফলায় খাসা।।
মূল্য সঠিক দিও তারে  , কত্তা।।
নুন আনতে পান্তা ফুরায় সংসারে,
মহাজনের ঋণের বোঝাও ওদের ঘাড়ে।।
না জানি কখন করে বসে আত্মহত্যা।।

তবুও ঠোঁটে মলিন হাঁসি,
কখনও ওরা চায়নি বেশি।।
কত্তা, তুমি বুঝিয়ে দিও ওদের হক।।
ওরা না ধরলে লাঙ্গল-মাটি,
কোথায় পাবে খাবার বাটি।।
যুগ যুগ ধরে, রোদে পুড়ে , ওরা কৃষক।।

-


17 NOV 2024 AT 8:04

হাতের সাথে হাত মিলিয়ে, সকাল থেকে রাত।।
পরিশ্রমের পরেও তারা, আধপেটা খায় ভাত।।
সভ্যতা আর প্রগতির চাকা তাদের হাতেই ঘোরে।।
তারাই দেখো সইছে শুধু ,রয়েছে অন্ধকারে।।
শহর থেকে শহরে ছোটে, উপার্জনের আশায়।।
পরের আঙিনা সাজায় ঢেলে, ফেরেনা নিজের বাসায়।।
অট্টালিকা বানায়, তারা থাকে কুঁড়েঘরে।।
নামবিহীন তারা শুধুই শ্রমিক, আজও ধুলায় পড়ে।।
সবাই জানে তাজমহলের স্রষ্টা শাহজাহান।।
শ্রমিক তারা বড়ই ছোট, পায়নি যোগ্য সম্মান।।
রাজরাজাদের মহান গাঁথা,তারা,  এঁকেছে ছেনির ঘায়।।
মনে রাখিনি আমরা তাদের , কি আমাদের দায়??
যুগ যুগ ধরে, যারা ধীরে ধীরে, গড়েছে সকল দিক।।
সয়ে সব দুখ, হয়নি কাজে বিমুখ, কান্ডারী শ্রমিক।।

-


14 NOV 2024 AT 22:09

কত স্বপ্ন স্বপ্নই থাকে , কত শখ যায় মরে।।
বুঝতে তুমিও, যদি জন্মাতে মধ্যবিত্ত ঘরে।।
ভীড় বাস হোক, হোকবা লোকাল, বিরক্তি কখনও আসেনা।।
জীবন যুদ্ধে আমরা পেয়াদা, কেউতো ভালবাসেনা।।
কটি টাকা দিয়ে কোনো রকমে , বেঁচে রয়েছি সংসারে।।
না পাওয়া সবই, রেখে দিই মোরা, রাধাগোবিন্দের দরবারে।।
চাওমিন খেয়েই আমরা খুশি , চাইনিস আমরা খুঁজিনি।।
কেনাকাটাটাই মূল লক্ষ্য, তাই শপিং এর মানে বুঝিনি।।
বিলাস বহুল গাড়ি হয়না, তাই, ছোট মোপেডেই খুশি।।
পরিজনের মুখে হাঁসি ফোঁটাতে, পরিশ্রম দিবা নিশি।।
সবকিছুতেই হিসেবী আমরা জীবন যাপন সীমিত।।
জীবন যুদ্ধে প্রতিদিন মরি, তবুও আমরা জীবিত।।
ক্লান্ত শরীরে রাতে ঘরে ফিরে, না পাওয়ার হিসাব করি।।
জীবন - অর্থ, সবই - ব্যর্থ, জোটেনা কলসি - দড়ি।।
অভাবের সুতোয় টান দিতে দিতে , পাকায় দেনার জট।।
মধ্যবিত্ত বিত্ত বিহীন, তাই নামেই তালপুকুর, তাতে ডোবানো যায়না ঘট।।
সংসারে, সব উজাড় করে , আমরা হয়েছি রিক্ত।।
অনটন নিয়ে, জীবন চালিয়ে, আমরা মধ্যবিত্ত।।

-


9 NOV 2024 AT 22:39

ঢাকের পিঠে পড়লো কাঠি,লাগলো কাশে দোল।।
আসছে পুজো কদিন পরে, উঠল খুশির রোল।।
নতুন জামা নতুন কাপড়,নতুন জুতো চাই।।
আজ তো মাগো মহালয়া।।কবে, আসবে দাদাভাই?
কোথায় পাবো গয়না গাটি?যদি না আসে দাদা।।
মা, রে এবার বোধ হয় হবেনা কিছুই,বাড়িটাও যে দেওয়া বাঁধা।।
বাপটার তোর হাঁপের টান,হাঁপায় ঠেলা ঠেলে।।
পুজো তো হলো বড়লোকেদের,আমরা খুশি দুবেলা দুমুঠো খেলে।।
কেনো আমাদের এত কষ্ট?মা কি দেখতে পাননা?
মা, আমরা কি তার সন্তান নই?তার কি পায়না একটু কান্না?
ভরসা রাখ মায়ের ওপর,বন্ধ কর কাঁদা।।
চোখ তুলে দেখ ওই গাড়িতে,আসছে তোর দাদা।।
এই দেখো মা এসেছি আমি,এনেছি খুশির খবর।।
বাক্স পেটরা গুছিয়ে নাও,আমরা, এক্ষুনি যাবো শহর।।
পেয়েছি চাকরি মায়ের দয়ায়, ছাড়িয়ে এনেছি ঘর।।
এসেছে মোদের সুখের সময় , কেটেছে দুঃখের ঝড়।।
বাবার অসুখ সারবে এবার , "মেঘ" যাবে ইস্কুলে।।
রাজরানী হয়ে থাকবে তুমি , দুঃখ যাবে ভুলে।।
এমন করেই সব মায়েরই দুঃখ ঘুচিও মা।।
মুখ তুলে চাও মোদের পরে , আমরা তোমারই ছা।।

-


Fetching উড়ো চিঠি Quotes