দুরন্ত দুনিয়ায় সাদাকালো শুধুই তুমি আর আমি,
রঙিন চলচ্চিত্রে সাদাকালো দুই চরিত্র যে খুব দামী।-
এখন শুধুই ইতিহাস হতে না পারা, যত্ন করে গড়ে তোলা স্বপ্নগুলোর আত্মহুতি
শ্বাস নেওয়ার আশায় সাদা কাগজে ফুটে ওঠে অতীতের সাদাকালো প্রতিশ্রুতি।-
আমার সাদাকালো পৃথিবীতে রংগুলো ছিল ফ্যাকাসে,
তুই এসে স্বপ্ন দেখালি রাঙিয়ে দিবি নীল আকাশে।
-
রঙিন স্বপ্ন দেখেছিলাম, পরিবর্তে পেলাম ফাঁকি,
তাই সব রং বাদ দিয়ে শুধু সাদাকালো ছবি আঁকি,
যেদিন সে আসবে আবার রং করবে নিজের মতো
যেখানে সে শেষ করেছে সেখানটা তার জন্য অপেক্ষিত.....-
তাই ভীড়ের মাঝেও একা আমি,দৃষ্টি নিরুদ্দেশে -
হাসি-কান্না সুখ-দুঃখ যেন সবই ভীষণ ছদ্মবেশে ।
জানিস তুই হারা সেই আমির গল্পে দাঁড়ি টানিনি শেষে
জানি আবার গল্প লিখবে ভালোবাসা শুধু তুই তাকালে হেসে ।।
-
মেঘলাটে মন আর সাদাকালো হিমেল কোনো হাওয়া,
এরই মাঝে মনখারাপে তোমাকে বৃষ্টি-স্মৃতিয় চাওয়া!-
সাদা কালোয় ফারাক খুঁজিস আজও?
ত্বকের নীচে সেই তো
একই লাল!
সাদা-ই যদি শান্তি হয়ে থাকে ;
রাত আঁধারে লেপের নীচে
শুয়ে-
বুনিস না আর স্বপ্নঘুমের
জাল!-