Moutan Das   (সোহাগ)
781 Followers · 61 Following

একটি শব্দে নিজের ব্যাখ্যা করতে হলে তা হবে আবেগী।সেই আবেগকে ভাষা দিতেই এখানে আসা...
Joined 2 June 2018


একটি শব্দে নিজের ব্যাখ্যা করতে হলে তা হবে আবেগী।সেই আবেগকে ভাষা দিতেই এখানে আসা...
Joined 2 June 2018
22 JUN 2020 AT 16:47

Har jazbaat ko alfaz nehi milte,
Jaise har ped mein phool nehi khilte.

-


22 JUN 2020 AT 15:46

কেউ আমাদের ঠিক ততটাই জানতে পারে,
যতটা আমরা তাকে জানাতে চাই।

-


22 APR 2020 AT 0:12

কিছু দূরত্ব সম্পর্কের ঘনত্ব বুঝতে সাহায্য করে।

-


2 MAY 2019 AT 1:10

ভালোবাসাটা একই আছে,
পার্থক্য কেবল এটুকুই,
আগে বদল আনার আশায় বাঁচতাম,
এখন মানিয়ে নেওয়ার অজুহাতে...

-


3 JUL 2018 AT 11:34

নজরে কু পড়াটা অনিয়ন্ত্রিত হলেও
কু নজরটা নিয়ন্ত্রিত।

-


16 JUN 2021 AT 14:06

জীবন কখনও থেমে যায় না।
বিশ্বাস করো জীবন কখনও কারও জন্য থেমে যায় না।
ধীরে ধীরে জীবন থেকে প্রিয়জনেরা হারিয়ে যায়,
আমরা দুঃখ ভুলে পরিণত হতে শিখি,
পথ চলতে হোঁচট খেলে যখন সাহস জোগানোর একটা মানুষও পাশে থাকে না,
আমরা তখনও উঠে দাঁড়াই,
কিংবা নির্জন রাতে একাকিত্বের মাঝে যখন আমরা প্রায় হেরে গেছি মনে হয়,
তারপরও আমরা একটা নতুন দিনের আলো নিজের গায়ে মেখে নি,
কেন জানো?
কারণ আমরা সবাই দিনের শেষে একটুখানি নিজের জন্য বাঁচতে চাই।
শুধুমাত্র নিজের জন্য।

-


20 JUN 2020 AT 21:27

প্রতিটা মন ভালো থাকার জন্য একটা বাসা খোঁজে।

-


17 JUN 2020 AT 0:18

গভীর রাতে স্মৃতির জালে জড়িয়ে আমায় ধরো,
রাত ফুরোলেই মনে পরে সেই তুমি তো অন্য কারো।

-


16 JUN 2020 AT 23:17

Humanity

-


16 JUN 2020 AT 19:26

আমরা চোখ দিয়ে মন দেখতে পারি না,
তবে মন দিয়ে চোখ পড়তে পারি।

-


Fetching Moutan Das Quotes