আমি আবারও একবার পারো হতে চাই
শরৎ বাবু তোমার "দেবদাসে",
কিন্তু চাই না তোমার উপন্যাসের নায়িকা হয়ে
নিজের ভালোবাসাকে হারাতে,
ভালোবেসে চাই না দেবদাসকে হত্যা করতে,
তুমি বরং আমাকে একটা অপ্রধান চরিত্র দিও,
আর
শুধু তোমার দেবদাসের হওয়ার সুযোগ দিও....
-
বেথুন কলেজ👩🎓
🎂১৯/০৭/১৯৯৯🎂
লিখতে খুব ভালো লাগে✍️✍️... তা... read more
চশমার কাঁচ ভীষণ ঝাপসা জমেছে খানিক মেঘ,
বৃষ্টির জন্য চশমা খুলে ঝড়ছে দেখি আবেগ...-
*আমার প্রিয় নেতাজী*
" 'জয় হিন্দ' যাঁর জীবনমন্ত্র, দেশসেবা যাঁর কাম,
ভারত_মাতার বীর সন্তান, নেতাজী তাঁহার নাম।"
-
চোখে চোখে আজ হোক না কথা মুখে বোলোনা
ধীরে ধীরে মন দিয়েছি কখন তুমি জানো না...-
চোখের কাজ চোখ করছে মুখের কাজ মুখ
দুজনেই জানে কোথায় লুকিয়ে তাদের সুখ
কেউ মনের শান্তি ফিরিয়ে আনতে ঝরায় চোখের জল
কেউ বা মনটাকে সামলাতে গিয়ে মিথ্যে হাসছে অবিরল-
প্রথম প্রেমের স্মৃতি হয়ে
থাকবো মনের আঙিনায়
যেখান থেকে চলে গেলেও
ফিরে কভু না আশা যাই...-
চাইছি না আর বোকা হতে মোটেই
সব মুছে যাক সহজ একটা হাওয়ায়
ব্যথার ভারে নুইয়ে পড়া বুকের
উচিৎ হবে তোমায় ভুলে যাওয়ায়
-
ফুরিয়ে গেছি গল্প যেমন একটা সময় যায়।
হারিয়ে গেছি ফেলে আসা পুরনো রাস্তায়।
অন্ধকারে শব্দ খুঁজি, আলো দেখলে ভয়,
তোমার জন্য মাঝে মাঝেই মন কেমন হয়।
মিলিয়ে গেছি হঠাৎ আসা মন-কেমনের ঝড়ে।
এসব কথা রাত-বেরাতে আকছার মনে পড়ে।
আটকে নেই আর পুরনো কথায়,
নেই সেদিনের গানে
প্রতিটা পাতায় থাকবো ভেবে,
ফুরিয়েছি এক লাইনেই...-
//সহযোদ্ধা//
কঠিন সময়, জীর্ণ দিন, মৃত্যুর কোলাহল।
আয়ু ক্ষীণ, পুড়ছে আশা, ভাঙছে মনোবল।।
বন্ধ মুঠো, চাউনি চাতক, জল তবু না মেলে।
সর্বত্র শ্মশান, বিরাজমান, পাল্টেছে ভূগোলে।।
কিছু মানুষ, অর্থে ভোগে, তবুও পাশে আজ।
মৃত্যু ভয়, চমকে যায়, শুনে হুঙ্কার-আওয়াজ।।
ক্লান্তি-হীন, অবাধ্য জেদ, দিন-রাত্তির ছোটে।
নাস্তিক নয়, ধর্ম মানব, ভেদাভেদহীন চৌকাঠে।।
বলীয়ান, দুর্দম, সাহসিকতার অবাধ এক দ্বার।
লালচোখ, চলছে লড়াই, পরিস্থিতি বদলাবার।।
পরাজয়, শূন্য হাত, বদলাবে দিন পৃথিবীর জেনো।
ভয় নেই, পাশে আছে, বিপদের দিনে বন্ধুকে চেনো।।-