Debjani Ghosh   (Debjani( কৃষ্ণকলি))
231 Followers · 26 Following

read more
Joined 26 July 2017


read more
Joined 26 July 2017
19 JUN 2021 AT 9:48

To all the sun sets I've missed,
To all the horizons the sun has kissed ,
To all the stars that has covered your sky ,
To all the mountains you trekked , so high .
I'm sorry, I was way too shy -
But don't you think you've also climed a bit too high,
Now my vision can't reach you , I won't lie-
But I wish I could see you once more,
That day I wish you had knocked the door.
I was there, I'm still there and I'll be there,
Not exactly for you, but for the soul I cared.

-


21 DEC 2019 AT 23:56

Life
is a theatre...
and you're always
under the spotlight,
So...
be careful
about your performance.

-


18 DEC 2019 AT 1:58

এমনটা কী হতে পারে কখনো-
'পারা'র খাতা নিঃস্ব আগা-গোড়া?
না 'পারা'য় শখ গুলো যায় ডুবে,
ডায়েরির ক্ষতে লুকিয়ে কাঁদে ওরা ।
'কেন'-র সংখ্যা পারদ বাড়ায় মুহূর্তে ,
পরীক্ষার খাতায় ঠাট্টা করে নম্বর ।
আমি কী চেয়েছি মুখস্তের যাঁতাকলে পিষতে?
কেও তো নেয়না মৃত ইচ্ছের খবর ।
কেও শোনেনা, বোবা দেওয়াল ছুঁয়ে
অস্ফুট আকুতি শুধু ফিরে ফিরে আসে।
কেও বোঝেনা, কতটা উপেক্ষায়
আদতে ঠিক কতটা যায় আসে ।
শিকড়ই যদি ভরসা না দেয় তবে
গাছ কী করে ঝড় কাটিয়ে বাঁচে ?
" আমি জানি,তুই পারবি"বলতে কি
পুড়তে হয় এতোটা অনিশ্চয়তার আঁচে?

-


28 NOV 2019 AT 20:39

যারা নিঃশব্দে ছেড়ে যায়
তারা আর ফিরে আসেনা......



-


21 NOV 2019 AT 16:21

তোমার সৃষ্টিতে ভাঙনের অর্থ আমি বুঝিনা,
বুঝিনা তোমার সহজ শব্দের নির্মমতা ।
আসলে, সৃষ্টিকর্তা যে সৃষ্টির অর্থ বলেনা সচরাচর-
ভেবেচিন্তে ,মলম বুঝেও যে পাওয়া যায়না ব্যাথা।
তোমার গল্পে চরিত্ররা যতবার এড়িয়েছে চোখ ,
ছুঁইয়েছে ঠোঁট, পুড়িয়েছে স্মৃতি, ভেঙেছে ঘর,
আমিও ততোবার পাতার বুকে লুকিয়ে মুখ
বোকার মতো হেসেছি , কেঁদেছি ,হয়েছি নিথর ।
অমল আর শাওনের মিলন তো হতেই পারতো শেষে।
পারতো না নিখিল আর ফাতিমার এক হতে ছাদ ?
বুঝিনি কেন বারবার অসময়ে একটানে স্বপ্ন ভেঙে
বিরহের রক্তে রাঙিয়েছো ছোটগল্পের হাত ?
আচ্ছা,আমার জন্য লিখতে পারবে একটা মিলনের গল্প?
যেখানে থাকবে প্রাণ ভরে নিষেধ ভাঙার স্বাধীনতা
থাকবে নামাজ, থাকবে পুজো , থাকবে ভুল অল্প সল্প
থাকবে মিলনের রাত , ক্লান্ত সকাল আর তিক্ত সত্যতা।
আমার জন্য এমন একটা গল্প লিখতে পারবেগো লেখক-
যার প্রতি অক্ষর অবচেতনেই শোনাবে বিশ্বাসের গাঁথা?

-


4 AUG 2019 AT 21:35

পারলে শুধু আমার কবিতাতেই থাকিস,
উপন্যাসে না হোক, অন্তমিলেই বাঁচিস ।।

-


26 JUL 2019 AT 23:24

বাস্তব তো কঠোরই হয়, আর সত‍্য সদা তিক্ত,
তাও রোজ মিথ্যে দিবাস্বপ্নে অবাস্তব রং অতিরিক্ত।
জানি,ইচ্ছে থাকলে সময় সবার আছে,
মানুষ কেবল ব‍্যাস্ত অজুহাতে;
ছোট্ট কুঁড়ে ঘর ও প্রাসাদ তার কাছে-
প্রাণের দায়ে যে নেমেছে ফুটপাতে ।।

-


3 MAY 2019 AT 0:48

দৃষ্টিকোণ


-


19 APR 2019 AT 12:02

বিতান:- হ্যালো ,মোহনা?
মোহনা:- ...
বিতান:- কিরে , কথা বল !
মোহনা:- দুম করে কোথায় হারিয়ে গেছিলি হতভাগা?
বিতান:- খুব রেগে আছিস বল?
মোহনা:- জানিনা...
বিতান:- বিশ্বাস কর , খুব খারাপ অবস্থায় ছিলাম। শোন, একবার শক্ত করে জড়িয়ে ধরবি ? মনে হচ্ছে তলিয়ে যাবো।
মোহনা:- মোহে?
বিতান:- নাহ্, ভালোবাসায় । বড্ড ভালোবাসি রে তোকে।
মোহনা:- জানি।
বিতান:- ভালোবাসবি এই খামখেয়ালী আমি টাকে ?
মোহনা:- বাসবো? বাসিনা?
বিতান:- বাসিস?
মোহনা:- কি জানি,নেশা তো ভালোই লেগেছে মনে হচ্ছে।
বিতান:- আমার নেশা?
মোহনা:- নাহ্, অভ্যাসের...
বিতান:- কিন্তু নেশা যে কেটে যায় মোহনা!
মোহনা:- আর,মানুষ ও যে অভ্যাসের দাস।
বিতান:- তবুও যদি কোনো দিন নেশা কেটে যায়, ভুলে যাবি আমায় ?
মোহনা:- ওটাই যে পারিনা।

-


18 MAR 2019 AT 20:41

You know what!

Sometimes,it's better to keep some feelings unexpressed -
and
some words unsaid ...

-


Fetching Debjani Ghosh Quotes