রইল পড়ে বৃষ্টির কলরব
-অদিতি-
Aditi
(© অদিতি)
784 Followers · 15 Following
টুকরো ' আমি ' তে লেগে আছো এখনো জীবনদায়ী ' তুমি ' ;
তাই নি:শেষ হতে হতে আরো একবার একসাথে বাঁচ... read more
তাই নি:শেষ হতে হতে আরো একবার একসাথে বাঁচ... read more
Joined 14 April 2018
7 JUN 2021 AT 8:37
নির্বাসনের আঁচড় পিঠে,
আমিও তো নই স্পর্ধা বিমুখ;
আলোর মাঝেই জ্বালছি দেখো
তোমার নামের সব অসুখ।-
7 APR 2021 AT 20:59
যে রাতে নিথর প্রেম, নিশ্চিহ্ন পারাপার;
'হৃদয়' ডেকেছি তাকে সহস্রবার।
-অদিতি-
6 APR 2021 AT 20:51
অসময়ী অভিসারে, ক্ষণিকের আবদারে,
জমে থাকে কত ঋণ....
সবাই যেভাবে বলে,
আমি সেভাবে বলিনি কোনদিন।
-অদিতি-
15 MAR 2019 AT 21:01
তোমায় ছুঁয়ে যদি পাপ লাগে, হলাম না হয় অল্প পাপী ।
বৈধ প্রেমিকও তো ছিঁড়ে-খুঁড়ে খায়,
অনাদরের চিহ্ন রেখে যায় আনাচে কানাচে...
এ মনে এত পাপ নেই আমার ।
তোমায় ছুঁয়ে যদি কষ্ট কষ্ট সুখ লাগে, হলাম না হয় অল্প সুখী ।
মেঘ ভরা বুক ভোররাতে বর্ষা নামাবে তোমার উঠোন জুড়ে ,
ভয় নেই, লাল রঙে ভাসিয়ে দেবো না তোমার শখের ঘর...
এ শরীরে এত রক্ত নেই আমার ।
-
4 APR 2021 AT 6:15
সদ্য ছেড়ে গেছে যে রাত,
নি:শব্দ সহবাস....
অগোচরে ভোর নেমে এলে,
আলোদের করতলে....
কে জানে কার পরবাস।
-অদিতি-