QUOTES ON #NOUKA

#nouka quotes

Trending | Latest
20 NOV 2017 AT 17:15

...দস্যি নাবিক...

চল পাড়িদি অচিনদেশে,
আকাশ যেথা সাগরে মেশে...

সূয্যিদাদু আর চাঁদামামা
লাঠি নিয়ে থাক পাহারায়,
পালতুলে আজ ফিরবো মোরা
দিগন্তের ঐ তারায় তারায়...

লুঠবো ঝিনুক, মাখবো বালি,
মোতিরমালা বাঁধবো রে...
মনের নাওয়ে সওয়ার হয়ে,
উজানস্রোতে ভাসবো রে...

-


21 NOV 2017 AT 13:54

নাবিক হয়ে কখন যে হাল ধরলি জানিনা
মুহূর্তের পলকে ফিরিয়ে দিলি ছেলেবেলা
ভোরের কুয়াশা গায়ে মেখে সাহসী পা
এক বুক গঙ্গা পেরোলো বন্ধুত্বের নৌকা
এক মুঠো শান্তি খুঁজেছে প্রেয়ার রুম
হাজার আঁকিবুঁকির সাক্ষী তোর নোট বুক
বৃষ্টি পায়ে জল ছুঁয়েছে হাওড়া ব্রিজ
অচেনা মুখোশ জাদুঘর আর সোনার হরিণ
পাল তুলুক এসপ্ল্যানেড জুড়ে তোর জাহাজ
স্মৃতিতে থাক শিশি বন্দী মেট্রো অভিযান

-


20 NOV 2017 AT 14:39

চলরে নৌকো,থামিসনে আজ...
নিয়ে চলনা সেই দেশেতে,
যেই দেশেতে নেই খরা,নেই বন্যা
আছে কেবল বসন্তের রাজ...

মাঝদরিয়ায় ওঠে যদি ঝড়,
আমি ক্লান্ত পথিক,লক্ষভ্রষ্ট...
মাতাল হাওয়ায় হতে চাই নষ্ট
চলরে নৌকো,থামিসনে আজ...

-


20 OCT 2017 AT 12:01

মেঘলা আকাশ...বেহায়া বৃষ্টির ফোঁটা
ভিজে আয়না.....চেনা প্রতিচ্ছবি ,

অসহ্য প্রিয় বোকাবাক্সও
অগোছালো শব্দের তুচ্ছ কলম কবি ।

পরিচিত অচেনা ঠিকানায়
অপরিচিত সত্ত্বা ,

ভেজা কাগজের নৌকায়
পরিযায়ীর বার্তা ।

-


21 NOV 2017 AT 15:15

নৌকা ভাসান উজান গাঙে
মনের বৈঠা বায় ,
চোরা স্রোতে ভাটির টান,
নৌকাডুবি... হায় !!

-


20 NOV 2017 AT 17:04

হয়তো আবার নৌকো হবো

পাতার কিংবা কাগজ কেটে,

বৃষ্টিজলে গা ভাসাবো

করবো খেলা ভেজা স্লেটে।

-


20 NOV 2017 AT 10:20

দুর্বিসহ জীবন যখন ডুবতে ডুবতে কিছু আঁকড়ে ধরার আশা করে। ঠিক তখন একটা নৌকা আসে তাকে নিতে। নৌকার মাঝি জীবনের দিকে তার আশ্বাস কর বাড়িয়ে বলে "বন্ধু হাত টা ধরে উঠে আয় দেখ আবার সূর্য উঠেছে"।।

এটা বাস্তব, নয় গল্প অলীক...
মাঝি এখানে "প্রেম" আর জীবন রূপান্তরিত প্রেমিক....

-


25 JUN 2018 AT 9:07

আজও ঝেঁপে বৃষ্টি নেমেছে বাইরে...
অল্প আলো ঘরটায়, সাদা ফ্যাটফ্যাটে কাগজ নৌকা... পিছু টানছে বড্ড।
হাঁতরে মরছি... খাতার পিছনের আঁকিবুকি কাটাকুটির ঠিক দুটো পাতার বড্ড অভাব..
আজকের "সব প্রয়োজন সব প্রয়োজন" পরিস্থিতিতে....
স্কুল জীবনের যে পাতা গুলো "মামাবাড়ি" কিংবা "BINGO"বুকে কল্পনার জাহাজ সাজতো.....
তার ওপর ই বয়সসীমা ধার্য করেছে সময় কর্তৃপক্ষ।
তাছাড়া হাল্কা ওজনের কল্পনা বুকে নৌকাগুলোও জলে নামতে আজকাল
বড্ড ভয় পায় .................

-


21 NOV 2017 AT 16:19

জানি আমার নৌকাডুবি তোমার তীরেই লেখা,
তাই তো আমি মাঝদরিয়ায় পাল তুলেছি একা...

-


20 NOV 2017 AT 12:29

জীবন নদীর জোয়ার-ভাটায়, আমরা হলাম মাঝি
জোয়ার আসে রাত্রিদিন
ভাটাও দেখি নিত্যদিন
ভয় পাওয়া তাই ফালতু তেমন
মরুর মরীচিকা যেমন
জীবন নদীর নৌকা বাইতে, তাই নিত্য মাঝি সাজি

-