কোন সুদূরে হারায় পান্থ, চুপিসারে মন চুরি
গোলাপ তুমি হারায়েছ কি তোমার পেলব পঙ্খুড়ি !-
তুমি আমার ভোরের কুয়াশা,
তুমি আমার আঁধারের দিশা।
তুমি আমার প্রেম জমানো খাতা,
তুমি আমার একঘর স্বাধীনতা।।-
বোতলবন্দি জীবন,একটু প্রেমস্পর্শের চাহিদায়...
গোলাপের কাঁটাজালে ঘেরা প্রেম,আজও শুধু তোমার অপেক্ষায়...-
ছত্রাকার আজ বইয়ের পাতা ক্লান্ত গোলাপ পাতা বিহীন
বাক্সবন্দী প্রেমের আগুন প্রেমের জোয়ার অন্তহীন-
আজও তোমার অস্তিত্ব খোঁজে, গোলাপের গন্ধ,
লজ্জাহীন কাঁটা জানায়, বেদনার ছন্দ-
মোমের প্রলেপ পড়ল মনে, মেঘলা সাহস বাড়ছে আজ,
গোলাপ কাঁটাও বাসছে ভালো, ঢাকছে কোমল ফুলের লাজ।
-
ফন্দি করা হৃদগোলাপ, কাঁটার ছোঁয়ায় সাজতে চায়;
সকাল-সাঁঝে রাগের আলাপ, সুরের ঢেউয়ে হারিয়ে যায়...-
তুমি আমার এই জীবনের শেষ ভালোবাসা,
তুমি আমার হৃদয়ে ধোঁয়ার কুণ্ডলীর নিকোটিনের নেশা।
তুমি আমার কবিতার প্রিয়তমার প্রতিরূপ,
তুমি আমার প্রতি নিশায় নীরবতার অন্ধকূপ।-
পাপড়িরা আজ দায়বদ্ধ, তবু রাখতে ভোলেনি প্রীতি ...
শুকনো গোলাপ সাক্ষী, হারিয়ে গেছে কিছু স্মৃতি ।-
বই এর ভাঁজে শুকনো গোলাপ,পাপড়ি গুলো আলগা প্রায়,
পুরোনো হলেও নতুন আজও,নষ্ট প্রেমিক দূরন্ত মজ্জায়।-