ক্লান্তির রাতগুলোর মধুর স্মৃতি মুখ গুঁজে আশ্রয় চায় তোমার বাহুতে,
নিভে যাওয়া সিগারেটের শেষ চুম্বনের মতোই উস্কে ওঠে প্রেম।
জোনাকিরা মাঠ পেরিয়ে জোৎস্না মেখে আসে দিগন্তের পথিক হয়ে,
ভালোবাসার খেয়ায় নিদ্রাহীন রাতগুলো পাড়ি জমায়।
শ্যাওলা ধরা জীর্ণ পাঁচিলে লেগে আছে ক্ষতচিহ্ন।
শূন্যতাকে ঢেকে দেয় মুহূর্তেই নিঝুম বনের দাবানল,
স্বপ্নগুলো কেমন ব্যস্ত হয়ে ওঠে উড়তে থাকা ছাই এর সাথেই।
কালবৈশাখীর উন্মত্ত শরীরের ছোঁয়া কিছু তোমায় দিলাম,
ঝরে পড়া পলাশ থেকে একটা কুড়িয়ে আটকে দিলাম খোঁপায়।
ঠান্ডা বাতাসের মাতাল করা স্পর্শ ভাবনার অন্তরে গেঁথে যাচ্ছে,
কয়েকটা শুকনো পাতার মৃত্যু আর্তনাদ শোনা যায়,
মাটির শান্ত কবরেও তখন পাগল করা ছটফটানি।
_নীরব প্রেমিক 💔
-
কফিকাপের উষ্ণ চুম্বনে তুমি মিশে স... read more
শাড়ির আঁচলের আবদারে লুটিয়ে যায় যা কিছু শুভ,
বাহুর তিলে আঁকা আছে নাম না জানা ভালোবাসা,
তবে মিথ্যা কেনো ঠোঁটের হাসি, মিথ্যা তোমার যাওয়া- আসা।
কত দূরে দূরে রই পাছে ভালোবেসে ফেলো তাই,
আর কতটা অপেক্ষার পরে বুঝবে আমি তোমাকেই চাই!
-
কখনও অনেক অজুহাতে পিছুপিছু চলার অভ্যাস থাকে,
কখনও অকারণেই অনুযোগের ঝড় বয়ে যায়।
নিষ্পলক দুঃখ লুকিয়ে থাকে অভ্যাসের বালুচরে,
নিকোটিনের জ্বলন্ত ছাই ছেয়ে থাকে একাকী ঘরে।
মনের ভাঁজে লিখে রাখা অভিমানে গা গুলিয়ে ওঠে,
এভাবেই তোমার জন্য জমানো ঘৃণা বেরিয়ে আসা মন্দ নয়।
অন্ধকার ভরা দেওয়ালের প্রতিচ্ছবি ঘিরে ভীষন কান্না,
ঘুম চোখে স্বপ্নের অগোছালো মূর্তি ছড়িয়ে থাকে চারিদিকে।
হাজারো জিজ্ঞাসু দৃষ্টি কলমের ডগায় অপেক্ষা করে,
বাঁধানো ছবির প্রেম থেকে মরচে খসে পড়ে জামার আস্তিনে;
সত্যি ,মিথ্যার বেড়াজালে আটকে পড়ি নয়ন ভরা জলে গোপনে।
অলসতা ভরা সন্ধ্যায় ক্লান্ত মনে আলোর ফেরিওয়ালার দৌড়াদৌড়ির সমাপ্তি,
পাহাড়ের বুকে হোঁচট খেয়ে রক্তাক্ত কলিজায় আসন্ন মৃত্যুর অপেক্ষায়।
মরুর বিষধর কাঁটার আঁচড়ে পচন লেগেছে জমানো ভালোবাসায়,
যন্ত্রণায় আর্তনাদ করে ফুঁপিয়ে ওঠে ফাটা ঠোঁটের আবেগ।
_নীরব প্রেমিক 💔
-
আলতো করে ছুঁয়ে দেবো আলটুসি তিলের শরীর,
হৃদয়ের সে কী ছটফটানি বিদ্ধ প্রেমের তির।
আরও করতেই পারো আঘাত মনের মতো করে,
প্রলাপ বকছি তোমার নামে, শেষ রাতের বেহুঁশ জ্বরে।
উদাসী স্বপ্ন বুনেছি নীলচে সাগর কিনারে,
শক্ত হাতে তোমাকে ধরেছি মায়ার বাঁধনে বারেবারে।
ঝিনুকের মত ব্যস্ত তুমিও, খোলক খুঁজেছো বুকের বামে;
কামড়ে ধরে আমার ঠোঁটে কালশিটে আঁকো উড়নচণ্ডী কামে।
_নীরব প্রেমিক 💔
-
অচেনা অন্ধকারে চুপটি করে দাঁড়িয়ে থাকে গ্লানি,
ভেজা ফুটপাথে তুমিও একাকী, নির্জনতা অনেকখানি।
দিব্যি তোমার সাথে বেনামী সংসারে আছি অনেক ভালো,
ভবিতব্য খুঁজিনা আর জানি সেখানে কোথাও নেই আলো।
মনের ভেতরে চাপা বাষ্প মেঘ সেজে বৃষ্টি নামায়,
তবুও ছুঁতে পারিনা তোমায় আটকে যাই অভিমানী ছাতায়।
অভিসারে কত ফন্দি আঁটে হারিয়ে যাওয়া শব্দদল,
চেনা রিংটোন অপেক্ষায় থাকে শুধু তোমার একটা কল।
বেহিসাবী ভালোবাসার ভিড়ে আমি অবাধ্য এক প্রেমিক;
দূরত্বেও ছুঁয়ে দেখি তোমায়—-কবির জীবন এমনই কাল্পনিক।
ডুবন্ত শখের ডিঙিতে স্বপ্ন নাবিক যায় ভেসে,
তুমিও উষ্ণতা খুঁজেছিলে লোমশ বুকে নগ্ন রাতের শেষে।
দামাল ঝড়ের শেষে নিস্তেজ মন হেঁটে চলে শুনশান ফেরিঘাটে,
অনিদ্রার রাত তোমার আলিঙ্গনে দ্রুত সময় কাটে।
দাবানল ছুঁটেছে সারা দেহে , ঘর্মাক্ত নাভির তলদেশ;
শেষ বেলার আদরে হুমড়ি খেয়ে পড়ে তোমার কালো কেশ।
_নীরব প্রেমিক 💔
-
আজকেও বৃষ্টি নেমেছে কিন্তু তুমি আমার জন্য তৈরি হয়ে বসেছিলে। দেখে অবাক হলেও বুঝেছিলাম তুমি আমায় ভালোবাসো!! “এইভাবেই থেকে যেও যেমন থাকে জন্মদাগ”।
(পুরো গল্পটি রইলো ক্যাপশনে)
-
অবাধ্য জীবনে বারবার করেছি নিজের বিনাশ,
গুটিকয়েক প্রাপ্তির ঝুলিতে তোমায় পেয়েছি।
তাও বেঁধে রাখতে পারবো না ভালোবাসা দিয়ে;
ভাবলে শুধুই অশান্তি বাড়ে মনের সাগরে,
উত্তাল করা ঢেউ কিছু গড়িয়ে পড়ে, চোখের কিনারা বেয়ে।
অস্থিরতায় পিছিয়ে যাচ্ছে বয়ে আসা মৃত্যুলগ্ন,
একাকী পথে হরিয়ে যাই আবারও বিভেদের সংজ্ঞা ভুলে।
উঁচু- নীচু প্রান্তরে চুপটি করে বসে, আমাদের সমস্ত চাওয়া-পাওয়া;
নিয়ন আলোয় প্রেমের নেশার জরতায় জর্জরিত,
শেষ রজনীতে,মাথা গুঁজে আমার বুকে শরীরের ঘ্রাণ নিত।
শান্তির বারি ঝরে, তোমার সিক্ত মেরুদন্ড বেয়ে নিঃশ্চুপ ভালোবাসায়;
নরম স্পর্শ লেগে থাকে সঙ্গীর নিতম্বে, ক্লান্ত চাঁদ ভোরের আশায়।
পাশ ফিরে একটু শান্তি যখন তোমার চুলে বিলি কেটে দিচ্ছি;
আঁশটে সকালে,তোমার হাতের নরম আদর সারা শরীর জুড়ে মাখছি।
_নীরব প্রেমিক💔
-
"কাঠগোলাপের কন্ঠ"
একটা কাঠগোলাপ হবে প্রিয়?
যাতে তোমার স্পর্শে আছে,
যে স্পর্শের তীব্র নেশায় আমার ভুবন হয় তুমিময়,
যে নেশায় মাতাল সুরে আমি বকে যাই হাজারো বিলাপ।
জলে ভিজিয়ে রেখে প্রতি সকালে দেখে যাই,
কড়া নিষেধাজ্ঞা জারি থাকে অন্য কারো ধরার অধিকার নেই যেখানে।
একটা ছুটির নিমন্ত্রণ হবে কি তোমার?
যে নিমন্ত্রণে আমিময় এক সুখের রাজ্য হবে তোমার,
পলকবিহীন হাজারো কথা ছিমছাম নীরবতা,
দূর ঝিরিপথের হাজারো জোনাকির উড়ে বেড়ানোর সুর,
কল্পনার বিলাসে ছন্দে বেতাল হওয়ার রুপ।
একটা নীল আকাশ হবে কি আমার?
তীব্র নীলে মেঘের ছোটাছুটি,
কখনো ধূসর হয়ে বৃষ্টিপাত;
বৃষ্টি বিলাসে তোমার হাতে কাঠগোলাপের সেই প্রথম ছোঁয়া।
শিরোনামহীন গান হবে কি আমার?
সেই গান যে গানের সুরে সুর তুলে-
"এক গুচ্ছ কাঠগোলাপ হাতে ভিজতে চাই তোমার সাথে"
প্রতি বর্ষার আগমনী গানে বেসুর কন্ঠে,
আমি নতুন করে প্রেমে পড়ি তোমার হয়ে রোজ।
একটা তুমি হবে কি আমার?
যে তুমির রাজ্যের সিংহাসনের রাজ্যত্ব করতো
এই ভবঘুরে,বেখেয়ালি আমি!
আর বেখেয়ালি তোমার ভীষণ পছন্দ,
যার ছন্দে গড়ি নতুন কোন বাসর।
_নীরব প্রেমিক 💔
-
গোলাপের পাপড়িতে লেগে আছে কালচে রক্ত,
ধর্মের নামে মারলে মানুষ, সন্ত্রাসবাদের ভীত শক্ত।
হারিয়েছে যার সেই বোঝে চিনচিন করা কষ্ট,
বাকি সবই রাজনীতির আঁচে পুড়ে হয়েছে নষ্ট।
চেঁচিয়ে বলো জেহাদী, আদেও মানো ইসলাম ধর্ম;
বোরখা দিয়ে রাখো ঢেকে, কি বুঝবে সিঁদুরের মর্ম।
শাঁখা, সিঁদুর বিদায় নিলো স্বামীর বুকে বন্দুকের নল,
কিছুই শুনতে চাওনি, জিজ্ঞাসা শুধু কি ধর্ম বল?
_নীরব প্রেমিক 💔-
লীনা:(ভিডিও কলে) তুই আমাকে কতটা ভালোবাসিস?
প্রভাত: বলা খুবই মুশকিল,তাও মনে হয় এটা আকাশে মেঘ গোনার মত ব্যাপার।
লীনা: আচ্ছা একটা কথা বলবো রাগ করবি না তো!
প্রভাত: হ্যাঁ,বল রাগ করবো কেনো?
লীনা: তুই অনেক ভালোবাসতিস সেই মেয়েটাকে?
প্রভাত: আবার এইসব কথা কেনো?
লীনা: বলনা একবার তুই!
প্রভাত: হ্যাঁ,অবশ্যই ভালোবাসতাম এখন যেমন তোকে ভালোবাসি। তবে শেষ দিকটা খুবই তিক্ততায় কেটেছে তাই একে অপরের ভালো কিছু দেখতে পাইনা।
লীনা: আমায় বিয়ে করে নে এবার… প্লিজ।
প্রভাত: যদি এটা করতে পারতাম আমার থেকে খুশি আর কেউ হতো না। যার প্রথম থেকে শেষ জুড়ে শুধুই আমি তার সাথে বৃদ্ধ হতে কে না চায় বল!
লীনা: তাহলে কেনো নয়?
প্রভাত: তোকে আর নতুন করে কি বলবো আমি, সব জেনেশুনেই দুজনে সম্পর্কে এসেছি সবটা নিজেদেরকেই মেটাতে হবে।
লীনা: শুধু আমি মুসলিম মেয়ে বলে,আমার ধর্ম আলাদা তাই,আমার ভালোবাসা তোর কাছে স্বীকৃতি পেলো না। তুইও হিন্দু বলে আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললাম।
প্রভাত:( দু চোখে জল) কেনো আমরা এমন আলাদা হয়ে যাবো,আমি মেনে নিতে পারিনা।
লীনা: আয় তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরি, বাকিটা নাহয় পরেই ভাববো।
প্রভাত: শুধু মাত্র সমাজের এই একটা অতি নগণ্য জিনিস আমাদের দুজন মনুষের ভালোবাসা কেড়ে নিলো দেখলি…. তবুও মন থেকে কেউই মুছে ফেলতে পারবো না।
_নীরব প্রেমিক💔
-