Supravat Routh   (✍️ নীরব প্রেমিক 💔)
1.1k Followers · 24 Following

read more
Joined 19 May 2019


read more
Joined 19 May 2019
YESTERDAY AT 10:00



স্মৃতির মেলা দু- কূল জুড়ে পড়ে থাকে অগোছালো;
স্বপ্নের ভীষন সুন্দর রূপ এখন নিকষ কালো।
এমন করেই ভেসে চলে সময়ের ক্ষয়ে যাওয়া মুখ,
কষ্টে কষ্টে পাথর হয়েছি, এ তবে কেমন সুখ!

পাওয়া আর না পাওয়ার সূক্ষ্ম সমাধানে খুঁজেছি তোমায়,
ধরেছি তোমার হাত যখন, তাতে কি বা আসে যায়।
কবিতার মাঝে প্রেম, ভালোবাসা, দুঃখ খুব কাছাকাছি;
নীরবতা সরে গেছে, আজ বলতে জেনেই ভালো আছি!
_নীরব প্রেমিক💔

-


31 JUL AT 13:02

এভাবে থেকে- থেকে, অল্প- অল্প করে, থেমে- থেমে ভালোবাসা হয় না। ভালোবাসতে হয় স্রোতের বেগে, পাগলের মতো। নিঃশ্বাস যেমন নেয়, তেমন!এভাবে ধরেও যেন না ধরা, ছেড়েও যেন না ছাড়ার মতো করে ভালোবাসা হয় না। ভালোবাসলে খুব শক্ত করেই ধরে রাখতে হয়। হারিয়ে যাওয়ার ভয়ে বারবার মূর্ছা যেতে হয়!

এভাবে থেকেও না থাকার মতো করে ভালোবাসা হয় না। ভালোবাসলে সবটা জুড়েই থাকতে হয়। বুকের আষ্টেপৃষ্টে, হৃদপিণ্ডে, মস্তিষ্কে এবং মনে। যে ভালোবাসা নিঃসঙ্গতায় মৌন পাহাড় করে দেয়, সেই ভালোবাসা মানুষকে সুখী করে না!
এভাবে যোগাযোগহীনতায় পার হওয়া কয়েকশ কোটি বিমর্ষ দিন-রাত শেষে “ ভালোবাসি ” বলে কী লাভ? যে ভালোবাসায় অস্তিত্বের জানান নেই, যে ভালোবাসায় বোঝার উপায় নেই, আদৌ কেউ আছে ভালোবাসার, সেই ভালোবাসার জন্য তো মানুষ হৃদয়ে অসীম খরা পুষে না।

এভাবে থেকে থেকে, কয়েকশ কোটি নির্ঘুম একাকিত্বের রাত পেরিয়ে এসে, কেউ হুট করে দু'একটা দিনের জন্য ভালোবাসা চায় না। ভালোবাসতে হয় পাগলের মতো, যেন খুব অল্পতেই অনুভবে সেই ভালোবাসা বুঝতে পারি। প্রতিদিন নিয়ম করেই ভালোবাসতে হয়, নিয়ম করেই কাছে আসতে হয়, কথা বলতে হয়। অনিয়মে জর্জরিত হতে হতে ভালোবাসা নষ্ট হয়। ভালোবাসা যতদিন নিয়মের মধ্যে এবং বাধ্যবাধকতায় হৃদয়ে সাংবিধানিকভাবেই স্বীকৃত থাকে, ঠিক ততদিন সম্পর্ক এবং মানুষ ভালো থাকে।
_নীরব প্রেমিক💔

-


30 JUL AT 17:23

আয়ুরেখা ঘিরে অপ্রাপ্তির অজুহাত অপেক্ষায় ঘুমায়,

টিনটেড করা চারদেওয়ালে স্মৃতিরা অযথা ভয় পায়।

-


30 JUL AT 8:35



ইচ্ছামত তোমার আনাগোনা এমন এক বালুচরে,
একাকী যাত্রা শুরু হয় আলগোছে এক জীবন ঘিরে।
অনুকম্পার রাত তোমার পাশে বসেই কাটিয়েছি;
কিছুক্ষণের মুহূর্তরা ধরা দেয় স্মৃতির পাতায়।
রয়ে যায় এমন কিছু অবকাশ তোমার ছোট্ট ঠোঁটে,
লেগে থাকুক কামুক দৃষ্টি আমার অঙ্গে- অঙ্গে।
ক্লান্তিরা ঠিকানা খুঁজুক তোমার বক্ষ দাগে!

হাওয়ার বেগে বদলে যায় অনুভূতির প্রতিটা শব্দ,
নিঝুম রাতে আলগা শরীরে আমাকে নাও জড়িয়ে।
নাভীর প্রতি স্পন্দনে লেগে থাকুক জমানো আবেগ,
নিঃশেষ হওয়ার আগে ভালোবেসে দিও একটু নাহয়।
একটানা চুমুর মতোই জোনাকিরা ডেকে চলে,
উচাটন মন বারবার ভিজতে চেয়েছে সমুদ্র নোনাজলে।
তুমি একবার জাপটে ধরলে, তৃপ্তিতে শিহরণ জাগে!
_নীরব প্রেমিক💔

-


29 JUL AT 10:32


মায়ার চোখে তাকিয়ে ভুলে যাই ব্যথার কারণ,
একাল কেমন আছো ভালো, সুখের কথা বলা বারণ।
অন্ধকারে আশ্রয় জাগে চোখের পাতায় কিছুক্ষণ;
কাজল কালো চোখের মায়ায় আটকে থাকে চঞ্চল মন।

হাত বাড়িয়ে ছুঁয়ে দিতাম জ্বলন্ত এক দাবানল;
ভাবনা ছিলো অগাধ আমার আর কিছু লুকোনো ছল।
চোখের গভীরের নোনাজলে রাত্রিরা খুবই ক্লান্ত,
জোনাকিদের নিঝুম রাত একাকী শান্ত।

হারিয়ে গেছি তোমার বুকে, চির গভীর আশ্রয়ে;
এমন করেই থাকলে মিশে আমার অজানা ভয়ে।
_নীরব প্রেমিক 💔

-


28 JUL AT 19:42

ব্যর্থতারা থেকে থেকে কষ্ট জমায় দিগন্তে,
উদ্বাস্তু জীবন চাইনা তুমিও তো জানতে!
হৃদয়ের আঁশটে গন্ধ দগ্ধ হয়ে যায় আগুনে;
মুছে গেছে শূন্যতা সব অবৈধ খুনে।

-


28 JUL AT 11:01


অন্ধকার জটিলতা খোঁজে কবিতার খাতায়,
বদ্ধ ঘরে দমবন্ধ, শ্বাসনালী একটু বিশুদ্ধতা চায়।
তুমিও চেয়েছো এক কুণ্ডলী অভিমান;
গুছিয়ে রাখা ক্লান্তি মুছে করছি রাজকীয় স্নান।

জোনাকির শরীরে ক্ষীণ আলো নিস্তব্ধতা গুণে চলে;
রাত্রির সাথেও কি চাঁদের কলঙ্কতা কথা বলে!
উঠোনে লেগে থাকে কুয়াশার ছাপ;
উষ্ণতা বাড়তে থাকে জলের গতিতে, বিষন্ন সূর্যতাপ।

-


27 JUL AT 17:39

আমায় নিয়ে এত ভয়?আমি আর কোথায় যাবো?
যে মন আর শরীরে শুধুই তোমার বিচরণ, তোমার বসবাস, শুধু তোমার আধিপত্য; সেই মন আর শরীর আর কিভাবে অন্য কোথাও পড়ে থাকবে?অভিমান নিয়ে দূরে থাকি বলেই ভেবো না, অন্য নারীতে আসক্ত। ঠোঁট ছোঁয়ার দুঃসাহস দেখাইনি বলেই ভেবো না, এ ঠোঁট অন্য কেউ ছুঁয়ে দেয়। কামবাসনা মনে আছে বলেই ভেবো না, তা কেবল অন্য কারো দ্বারা মিটাতে চাই। যে বাসনা শুধু তোমাকে ছুঁয়ে দেখার, সেই বাসনা তুমি ছাড়া আর কে মিটাবে? বলো...আর কার ছোঁয়ায় হৃদয় তার তৃপ্তির ঢেঁকুর গিলবে?
তোমায় শাড়িতে, চোখে গাঢ় কাজলে পাগল হই বলেই ভেবো না, পৃথিবীর সব নারীই আমার চোখে সুশ্রী– অবয়ব ভয়ঙ্করদর্শনে আমি মাতোয়ারা হয়ে যাই।তোমাকে ভালোবাসি মানে, স্রেফ তোমাকেই চাই। কামবাসনায়, জোছনায় টইটম্বুর রাতের জোছনা বিলাস, পড়ন্ত বিকেলে নদীর ধারে বসে চোখে চোখ রেখে সুখ-দুঃখের আলাপনে, রোজকার নির্ঘুম রাতে, শীতের চাঁদরে কোলাজ আদরে, আমি তো কেবল তোমাকে চাই।
বিশাল এ জনস্রোতে এই তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি ছাড়া আর কে মিটাবে আমার এই নিদারুণ তৃষ্ণা?কিসের এত ভয়?নাকি নিজের প্রতি তোমার কোনো আত্মবিশ্বাস নেই? তোমার এই পাগলটাকে তুমি সামলাতে পারবে না বলেই কি মনে এমন দ্বিধার ব্যারিকেড? তবে সে দ্বিধা ভেঙ্গে, চোখে চোখ রেখে, একটিবার কাছে এসে দেখো। শুধু তোমার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য হৃদয় আর মন কেমন উতলা হয়ে আছে।
_নীরব প্রেমিক💔

-


27 JUL AT 8:47

ভিজে থাকে শরীরের প্রতি কোনা;
আমাদের সংসার জুড়ে অগাধ দেনা- পাওনা।
উত্তাপ হীন হয়ে পড়ে আলগা শাড়ির আঁচল,
আমি ছাড়া তোর কেউ নেই একবার বল।
শীতল নাভির স্পর্শ শিহরণ জাগায় আনমনে,
নিঝুম দ্বীপে সহবাস চাই শুধুই তোমার সনে।

-


26 JUL AT 18:28

বুঝি না, আমি তোমার কে!
যত ভালোবাসি, তবুও মনে হয় আমি তোমার কেউ না! তোমার খুনসুটি অভিমানে নিজেকে বড্ড অসহায় লাগে! কোথায় যাবো, ঠিক কার কাছে যাবো, তা ভাবতেই দিশেহারা হয়ে যাই।
আমি বুঝি না, আমি তোমার কে!
যতবার কাছে আসা, যতবার ভালোবাসা, তবুও মনে হয় অতি সামান্য সব। এই যে এত ভালোবাসি, তুমি না থাকলে হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি, কোনোকিছুই ভালো লাগে না, এতকিছুর পরেও কেন যেন মনে হয়, আমি তোমার কেউ না!
দিন যত যায়, আমি গভীর হই।
গভীর হতে হতে তোমাতে ডুবে যাই৷ তুমি তো সবই দেখো, আকুলতা দেখো না? হৃদয়ে অসীম শূন্যতার পাহাড় ডিঙিয়ে আমার কাছে তো আসো না! ভালোবাসি বলেও যেন কমতি পড়ে যায়।
আমি বুঝতে পারি না ঠিক, আমি তোমার কে?এতশত মানুষের ভীড়ে কেন এমন তোমাকেই চাইছি রোজ? কেন তুমি না থাকলে নিজেকে এত একা লাগে? তুমি তো সবই বোঝো, অসীম এ ভালোবাসা বোঝো না? মনের অলিগলি সব জায়গায় তুমি লেগে আছো!

আমি তোমার কে?
প্রয়োজনে প্রিয়জন, নাকি অবসরে বিনোদন? নাকি ভালোবেসে আগলে রাখা কোনো প্রিয় নাম, বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা দুঃখের নদী,
নাকি সুখে কাতর হয়ে থাকা কোনো ভেজা কাক?
তবে আমি তোমার কে?
_নীরব প্রেমিক💔

-


Fetching Supravat Routh Quotes