Supravat Routh   (✍️ নীরব প্রেমিক 💔)
1.1k Followers · 25 Following

read more
Joined 19 May 2019


read more
Joined 19 May 2019
20 SEP AT 10:07


আঁধার নামে অচেনা আবছা সন্ধ্যায়,
স্বপ্নের সিঁড়ি ভেঙে একবার পৌঁছালে তোমায় কে পায়?
ইতস্তত বোধ লেগেই থাকে আকাশের বুকে;
দিনের শেষে ক্লান্ত পাখির দল নিজের বাসায় যায় ঢুকে।

দিঘির বুকে মাথা রেখে অচেতন হয়ে যায় ভাবনা,
ব্যাকুলতা ছেয়ে থাকে বুকের মাঝের কুয়াশায়;
এমন শান্তির দেবদূত হয়ে তুমিও ছুঁয়ে দেখো,
কলুষিত এক বিকালে আমার হাতটা ধরে রেখো।

-


19 SEP AT 10:25


নয়নের মণি স্থির রেখেও বলা যায় হাজারো কথা,
ক্ষতর গভীরতা বুঝতে গিয়ে নিজেকে পেতে হয় ব্যথা।
শরীরের ঘ্রাণে পাগল করে দেয় সারাক্ষণ;
শিহরিত হয়ে যায় সারা দেহ চুম্বন কপালে আঁকে যখন।

তার কথাতে অসম্ভবও মনে হয় যেন এই ছুঁয়ে ফেলি;
কল্পনা করি সারাটা জীবন কাটিয়ে দেবো ছায়ায়- ছায়ায়।
অগাধ ভুলেও ক্ষমা করা যায় মূহূর্তে- মূহূর্তে;
বায়না গুলো খুব অবাধ্য হলেও চেষ্টা করা মেটাতে।
_নীরব প্রেমিক💔

-


18 SEP AT 10:21


বদলে ফেলি বহুরূপীর দেশের স্বপ্নের জাল,
চোখ জুড়ে লেগে থাকে তোমার ছবি, হয়েছি তাই মাতাল;
নীলচে তারার দেশে ফিরে গেছি অসাবধানে,
গুটি- গুটি পায়ে এগিয়ে আসে অভিমানী ভাষা কানেকানে।

চোখের পলকে তোমায় চাই রাতের মায়ায়,
কত চুম্বন এঁকেছি ভালোবাসার আবছা ছায়ায়।
কোমলতা মেখে অচেতন পড়ে সমুদ্র তলে,
লেগে থাকি প্রেমের ছোঁয়ায় চোখের কাজলে
_নীরব প্রেমিক💔

-


17 SEP AT 17:07

গোধূলির আমন্ত্রণে সাড়া দিয়েছি প্রাগৈতিহাসিক অন্ধকারে;
স্বপ্নে শুধুই তোমার ঘ্রাণ আসা- যাওয়া করে বারেবারে!

-


16 SEP AT 10:07


গহীন অরণ্যের দিনরাত্রি শেষ হয় অন্ধকারের বুকে,
লতানো গাছের মাথাটা জানলার গরাদে আছে ঝুঁকে।
তীব্র যন্ত্রণা আগলে বসে থাকে সন্তান হারা শালিক;
অভিশপ্ত সেই ঝড়ের কথা মনে করে বার ততোধিক!

ডায়েরি ভরা সেই কালো কালো অক্ষরগুলো মরেছে,
আজও এক অন্য মাদকতা কলমে ধরেছে।
ছিঁড়ে ফেলি পাতায় পাতায় সাজানো শব্দের দল;
কেমন করে মানুষ এক নিমেষে করে মন বদল।

উত্তর নেই যেই প্রশ্নের তেমন কিছু নিয়ে থাকি,
একটু করে নিঃশেষ তাও এখনও কত বাকি।
চোখের কালো মনির ভেতর স্পর্শ করেনি আলো,
মূর্ছা গেলে কপাল জুড়ে শুধুই আতর ঢালো!
_নীরব প্রেমিক 💔

-


15 SEP AT 17:43

কোমল স্পর্শে কলিজা কাঁপে বারংবার,
টুপ করে খসে পড়েছি নামহীন জোনাকির মত;
দমকা বাতাসে শান্ত দেহে শিহরণ ছড়ায়,
গুটি- গুটি পায়ে পাড়ি দেবো তোর মন পাড়ায়।

আলগা আঁচলে মাদকতা ছুঁয়ে যায় প্রতি কোষে,
ব্যাকুলতা চিনচিন করে প্রতি নিঃশ্বাস- প্রশ্বাসে।
রাতের পেঁচা একনাগাড়ে ডেকে চলে সঙ্গিনীকে;
অগোছালো হয় গোছানো স্বপ্ন, দায়ী করে নীল আলোটিকে।

-


15 SEP AT 10:38


অশনিসংকেত ছড়িয়ে পড়ে দিকে দিকে,
প্রেমের সুবাস গোপনে বাড়ে স্মৃতিশক্তি বড্ড ফিকে।
তোমার শরীরের ঘ্রাণ নাকে লেগে হাওয়ার মতোই,
অনিদ্রার রাত জানে তোমায় কাছে পেতে চেয়েছি কতোই!

নাভীর অসংলগ্ন ওঠাপড়া বুঝিয়ে দেয় কৌতূহলের ভাষা,
শয্যার চাদর দুজনের উষ্ণতায় পুরোদমে ঠাসা।
চুম্বনের অস্ফালন উন্মুক্ত করে দেয় দুজনের নগ্নতা;
স্পর্শে লেগে থাকে ফুলের মত স্নিগ্ধতা!
_নীরব প্রেমিক💔

-


14 SEP AT 11:45


কিছু ঋণ বাকি থাকে বৃস্টির আলসেমী পেরিয়ে,
দুপুরের রোদ্দুরে চেনা ঘ্রাণ ভেসে বেড়ায় বাতাসে।
নিঝুম রাতের অন্ধকারে হাত বাড়িয়ে ছুঁয়ে থাকি;
জোনাকির মতো ঝিকিমিকি এখনও রয়েছে বাকি!

কালো মেঘের ঘনঘটা চারিদিকের পাহাড়ে,
চাঁদের বুকে শুকনো পলাশও দ্রুত মাথা নাড়ে।
পাঠানো খবরে ষড়যন্ত্র লুকিয়ে থাকে সারাক্ষণ;
বাষ্প হয়ে উবে যায় পোড়া ছাইয়ের মন।

নীলের বুকে জড়িয়ে থাকে ধূসর তারা,
কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত সব পাগলপারা।
_নীরব প্রেমিক💔

-


13 SEP AT 17:14

বুকের পাঁজরে জ্বলছে আগুন, পোড়া গন্ধ ছড়ায়;
বঞ্চনার সেই কটূ কথা শুধু কুরে কুরে খায়,
নরম দেহের ইমারতের ওপর পাথর সমান অধিকার,
জোছনার রাতে আলোর আরোগ্য মেখে হয়েছি একাকার!

-


13 SEP AT 9:43


আধো- অন্ধকার আচ্ছন্ন কুয়াশা ছুঁয়ে চলে তোমার শরীর,
হারিয়ে ফেলা ভয় খুঁজে চলে মনকেমনের তীর।
ব্যাকুলতার ছাপ থেকে যায় উত্তাল করা বাতাসে,
এমন করেই থেকে গেছো একলা একাকী পাশে।

এই সবে পরিচয় তোমার সাথে, তাও চলে যাওয়ার বাহানা;
একদিন হয়তো সত্যি যাবে ছেড়ে আছে তাও জানা।
হেরে যাওয়ার ক্লান্তিকে আবার শূন্যতা গ্রাস করবে,
শুকনো পলির আস্তরণ আমার সঙ্গী হবে।

কত যন্ত্রণায় মোড়া রাতের অনুযোগ জমতে থাকে,
অস্পষ্ট হয়ে যায় কান্নার গোঙানি ধীরে- ধীরে।
অভ্যাস বলে যেটা থাকে শুধুই ছেড়ে যাওয়ার;
ইদানিং একটু ঝাপসা দেখি বেড়েছে চশমার পাওয়ার!
_নীরব প্রেমিক 💔

-


Fetching Supravat Routh Quotes