Supravat Routh   (✍️ নীরব প্রেমিক💔)
1.1k Followers · 68 Following

read more
Joined 19 May 2019


read more
Joined 19 May 2019
17 MAR 2022 AT 0:38

আমার তবে অপেক্ষাই শ্রেয়, স্বপ্নরা হোক আরও জমকালো,
আকন্ঠ দুঃখ গিলে চলছে জীবন, তোমার হোক ভালো।

-


9 JAN 2022 AT 12:43

স্মৃতি হয়েই থাকো যদি,
সখী তবে মায়া বাড়িও না,
কোলাহল ভরা এই শহরের বুকে
শুনতে পাবে না তুমি,আমার কান্না।

-


9 SEP 2021 AT 19:09

কতটা কবর খুঁড়েছ ?
প্রেমের নিথর শরীরের জন্য।
অনন্ত আকাশে,
মিশেছে ভালোবাসার মৃত্যু!

-


27 MAY 2021 AT 17:11

কালশিটে,
পড়ে মনের
গহীনে অভিমানী স্মৃতিতে,
আলুথালু হাসি কুড়িয়ে রাখি
বেসামাল জীবনের আড়ষ্ট কঠিন চলচ্চিত্রে।

-


27 MAY 2021 AT 9:40

উতপ্ত ইটের বুকচিরে আরও কিছুটা ধুলোবালি ঝরুক,
বাস থামেনি তোমার উন্মত্ত মনের না জানা ঠিকানায়,
ফুটপাত অপেক্ষা করে গেছে তোমার খুনসুটি ভরা হাসির।
ক্লান্ত সেই শরীরে লবণ ঘামের ঢেউ বারেবারে সিক্ত করছে ললাট,
ভাতঘুমের নেশায় পাগল দুটো চোখে শুধুই তুমি লেগে আছো।
নিয়ম ভাঙা ক্যালকুলাসের মাদকতায় তীব্র ভালোবাসছো।
অকাল বৃষ্টির দাপুটে প্রেম ভিজিয়েছে মনের আঙিনা,
এ দুঃখের নাম কি বৃষ্টি তাও রইলো সেই অজানা।
চুমুক দিয়ে ডুবতে পারি, তবুও কিছুই আপন রয় না,
ভুল করে ভালোবাসার অঙ্কের হিসাব মেলানো যায় না।

-


26 MAY 2021 AT 11:37

মাঝ সমুদ্রের হাহাকার বালুচরের কুড়িয়ে পাওয়া ঝিনুকে,
ঝড়ো হাওয়ায় উত্তাল মনের দুয়ার কিছু অজুহাতে।
কত বেনামী চিঠি ছুঁয়ে ফিরেছে হাতের স্পর্শ,
মেঘে ঢাকা আকাশের আবদারে নির্লজ্জতার সুর স্পষ্ট।
বৃষ্টির শব্দে মুখ লুকিয়েছে কান্নারা, ঘ্রানে মেঠো গন্ধ,
কার্নিশে জমা শ্যাওলার আস্তরণে জমে অনুযোগ।
শাড়ির আঁচলে লুটোপুটি প্রেমের রেনু সর্বক্ষণ,
রাতের প্রহর গুনে শান্ত শীতল উম্মত্ত মন।
দূরে দাঁড়িয়ে ক্লান্ত শরীর প্রমাদ গুনছে এক্ নিশ্বাসে,
ঝড় থামার পরেই হয়তো তুমি নামের কবিতা আসে।

-


23 MAY 2021 AT 20:29

আঁখিকোণে জমাট মেঘ,
ঝরে পড়ার অপেক্ষায় বসে।
মাতাল করা ঝড়,
তোমার ওষ্ঠের সিক্ত প্রেমের অভ্যাসে।

-


18 MAY 2021 AT 21:21

আবদারের সব দুষ্টুমি লেগে থাক তোর এলোমেলো শাড়ির আঁচলে,
কত যুগ পরে তোর হাত ধরেছি তাও লোকে বেহায়া বলে।
ক্লান্ত তোর কানের ঝুমকো হাওয়ার দাপটে বারেবারে,
আবারও তোকে বোঝাবো নীরবতাও ভালোবাসতে পারে।
ছটফট করা তোর মনটা জাপটে ধরে,এক নিমিষে নিরুদ্দেশ,
দূরত্ব একটু বাড়তেই হয়তো তুই বুঝেছিস সবটা শেষ।
এখনও ভুলিসনি হয়তো প্রাক্তনের অপমান, ভুলিস নি তার ভালোবাসা,
তবে বৃথাই কেনো আমার প্রাক্তন হয়ে দিলি একরাশ হতাশা।

-


11 MAY 2021 AT 23:13

নরম আবেগ আঁকড়ে ধরে সূর্যাস্তে স্নান করবো শেষবেলায়,
পড়ে থাকা সূর্যের ক্লান্ত মিষ্টি হাসি মাখিয়ে রাখবো এলোচুলে।
তেপান্তরের মায়াবী চেহারায় নিষ্পলক দৃষ্টি আটকে থাকে অপেক্ষায়,
হাত ধরে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজবো, শতশত স্বপ্নভঙ্গ ভুলে,
ঝর্নার বয়ে যাওয়া পথে পা ডুবিয়ে গানের অলিগলিতে আমাদের ছোটাছুটি।
অভিমানী কথাতেই মুখ ভার, অশ্রু ঝরে ফোঁটা একটি- দুটি।
একমুঠো আদর সাজিয়ে দেবো মনের কার্নিশের বাঁকে বাঁকে,
উষ্ণ শরীর ছুঁয়ে দেবো সোহাগী রঙে, শিহরণ বাড়ায় উতপ্ততাকে।
আলুথালু সিঁদুরে মাখামাখি কপালখানা ভীষন মায়াবী শেষ রাতে,
তোমার আঁচলে জড়ানো প্রেম ভিড় করে ফুসফুসের বায়ুথলিতে।
মরচে পড়া বেদুইন ভালোবাসা আলটুসি চুম্বনের কানে বুক রাখে,
আগামীর বিকেল মাঝপথে থমকে, শেষ উপন্যাসের দুঃখ মাখে।

-


5 MAY 2021 AT 9:27

"অজানা অসুখ"

বিরহের উপত্যকায় স্মৃতিদের নির্বাসন জুড়ে ক্লান্ত মৌনতা,
ধুলো জমে মুঠো মুঠো অভিমানী গ্লানির চৌকাঠে।
কত শত চিঠির মুখ বন্ধ কখনো ভালোবাসায় কখনো অবহেলায়,
নিয়নবাতির মত নিভে গেছে রোজনামচায় ছেলেবেলার অনুভূতি।
রাতের শেষ প্রহরে ভালোবাসার সুর জন্ম নেয় প্রতি অঙ্গে অঙ্গে,
ছন্দ হারিয়ে ফেলে নিষ্পলক দৃষ্টি ছলনার ভীষণ আঘাতে।

এপিটাফের ফলকে কালশিটে পড়েছে নির্মম ব্যর্থতার আঁচড়ে,
মৃত্যুরা ছুঁয়ে যায় ঝুলন্ত সিলিং এর কড়িকাঠ থেকে।
হঠাৎ ঝড়ে এলোমেলো করে দেয় সখের শহরের প্রতিকোনা,
পিয়ানো জুড়ে এক মর্মাহত সুর উঠে দাঁড়াতে দেয় না তোমার পাশে।
বিচ্ছেদকেও হারিয়েছি ধ্বংসলীলার অন্তিম দীর্ঘশ্বাসে,
উষ্ণতা শুষেছে পিপাসু ঠোঁট, আদর জড়িয়ে ভালোবেসে।

-


Fetching Supravat Routh Quotes