ছেলের বাড়ি থেকে গায়েহলুদের তত্ত্ব এসে পড়ল বলে আর এইদিকে মেয়ের এখনও সাজ শেষ হয় না! পাপিয়ার বাবা সৌরভবাবু এই বলে বাড়ি থেকে বেরোতেই মুখোমুখি এসে পড়ল হবু জামাই অমর্ত্যর ভাই।
"কাকু, দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সকালে.. ওই একটু বেরিয়েছিল আর একটা গাড়ি.. ওকে হাসপাতালে ভর্তি করেই এখানে এলাম।"
পেশেন্টর অবস্থা ভালো নয়, এখনই রক্ত দিতে হবে- তাই আপনারা আধঘণ্টার মধ্যে AB+ রক্ত জোগাড় করুন। নিরুপায় অবস্থায় যখন সবাই রক্তের খোঁজ করছে তখন অমর্ত্যকে রক্ত দিল শাবিনা, তাদের প্রতিবেশিনী।
একমাস পরে গায়েহলুদের দিন পাপিয়াকে প্রথম হলুদ দিল শাবিনা, তার আর অমর্ত্যর আরেক মা।
-
কিছুই পারে না.. এই অপবাদে হিয়া হারিয়ে ফেলেছিল নিজেকে। সেই একমাত্র যার কোনো গুণ নেই, বেঁচে ছিল চরম ক্ষোভে তে। বিবাহ নামক সাবজেক্টে পাত্রপক্ষের রাপিড ফ্যায়ার রাউন্ডে তার মার্কস বরাবরই জিরো। এমন এক দিনে উজান এসে হঠাৎ ঝড় তুলেছিল মনের ঈশান কোণে । সেদিনও হিয়া কপালে ছোট্ট টিপ পরনে লাল শাড়ি, মনে মনে প্রস্তুত আবার হেরে যেতে প্রশ্নবাণে। মুহূর্তের নিস্তব্ধতা ভেদ করে তার কানে এলো, "আপনার আপত্তি না থাকলে দেখা হবে গায়ে হলুদের দিনে" ।।
* অমৃতা *
-
রাইয়ের এই নিষ্প্রাণ হাতটা ধরেই চলার স্বপ্ন দেখেছিল তিতির, কিন্তু ভীষণ জেদি রাই, তাই বন্ধুত্ব ভাঙার ভয়ে কিছু বলতে পারেনি তাকে, নিমন্ত্রিত হয়ে রাই আর তার ভালোবাসা কৌশিকের বিয়েটা দেখা ছাড়া উপায় ছিল না। আজ গায়ে হলুদ, ছোটো খাটো রাইকে হলুদ শাড়িটায় পুতুলের মতো লাগছে, বিবেকে বাধায় জোর করেই চোখ ঘুরিয়ে নিচ্ছিল তিতির, হঠাৎই কেউ এসে রাইকে কি বলে আর সে দৌড়ে ঘরে চলে যায়। দরজা বন্ধই থাকে, জানা যায় পণের কারণে বিয়ে ভেঙে দিয়েছে কৌশিক, সে জানত চাকরীরতা, স্বাভিমানী রাই কখনোই তার মা বাবার ওপর এই বোঝা চাপতে দেবেনা, অনেক কথার পরই সব ঠিক হয়, তবে এখন মেয়েটাকে এমন শাস্তি দেওয়ার মানে কি। "না না suicide আর রাই? অসম্ভব.. একটু পরেই বেরিয়ে এসে মা বাবাকে সামলাবে ও, এমনই তো হয়ে এসেছে.. ওকে পেয়ে আর পণ... শালা নিজে গিয়ে কেলাবো কৌশিককে", চুপচাপ বসে এইসব ভাবছিল তিতির, কিই বা করবে, হাসিটা সবার হলেও দুঃখটা রাইয়ের একার। সন্ধেবেলা দরজা ভেঙে ঢুকে দেখা যায় রাই ঝুলছে তার বিয়ের বেনারসীটা গলায় আটকে, "হলুদ colour টা না তোকে সেরা লাগে", তিতির বলেছিল একদিন রাইকে, কিন্তু আজ এই হলুদটাই বেরঙিন করে দেয় সবটা।
সেই টানা টানা চোখ বন্ধ দুটো , সেই ঠোঁটের ঘাঁটা lipstick - আজও asylum এ বসে সে ভাবে সব আর রাইকে বলে, "আর হলুদ শাড়ি পরিসনা"।-